নয়া দিল্লি: করোনায় মৃতদের পরিবার পিছু চার লক্ষ টাকা দেওয়া সম্ভব নয়, সুপ্রিম কোর্টে এ কথা সাফ জানিয়ে দিল কেন্দ্র। ১৮৩ পাতার হলফনামায় কেন্দ্র জানায়, রাজ্যগুলির তরফেও করোনায় মৃতদের পরিবারকে এত টাকা দেওয়া সম্ভব নয়। কেন্দ্রের যুক্তি, কেবলমাত্র প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রে ক্ষতিপূরণ দেওয়া হয়। করোনায় মৃতদের ক্ষতিপূরণ দিলে অন্য রোগে যারা প্রাণ হারিয়েছেন, তাদের প্রতি অবিচার করা হবে।
সম্প্রতি দুই ব্যক্তি করোনায় মৃতদের পরিবারের জন্য কেন্দ্রের কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে আর্জি জানান। এ দিন শীর্ষ আদালতের শুনানি শুরু হলে কেন্দ্রের তরফে ১৮৩ পাতার হলফনামা জমা দেওয়া হয়। তাতে জানানো হয়, দেশে এখনও অবধি সংক্রমণে ৩.৮৫ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। আগামিদিনে তা আরও বাড়তে পারে। এই আর্থিক চাপের মাঝে কেন্দ্রের পক্ষে এত সংখ্যক মানুষকে ক্ষতিপূরণ দেওয়া অসম্ভব।
বিপর্যয় মোকাবিলা আইনের ব্যখ্যা দিতে কেন্দ্রের তরফে বলা হয়, “ভূমিকম্প বা বন্যার মতো প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রেই আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হয়। তবে যে হারে সংক্রমণ ছড়িয়েছে, তাতে করোনায় মৃতদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা সম্ভব নয়।” করোনাকালে দেশের অর্থনীতিতে যেমন প্রভাব পড়েছে, উল্টোদিকে চিকিৎসা পরিষেবাও খরচও ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। সেই কারণেই রাজ্য বা কেন্দ্রের পক্ষে আদায় করা কর থেকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়।
কেন্দ্রের তরফে বলা হয়, “যেকোনও নীতি বিশেষজ্ঞদেরই ঠিক করা উচিত এবং তাদের তত্বাবধানেই তা কার্যকর করা উচিত। বিচার বিভাগ কেন্দ্রের হয়ে কোনও নীতি নির্ধারণ করতে পারে না।” একইসঙ্গে এ বার থেকে করোনা সংক্রমণে মৃতদের ক্ষেত্রে সার্টিফিকেটে “কোভিড ডেথ” বলে উল্লেখ করা হবে বলেও জানানো হয় কেন্দ্রের তরফে।
আরও পড়ুন: চিকিৎসক নিগ্রহের ঘটনায় মহামারি আইনে মামলা নির্দেশ কেন্দ্রের, রাজ্যগুলিকে চিঠি দিলেন স্বরাষ্ট্রসচিব