চিকিৎসক নিগ্রহের ঘটনায় মহামারি আইনে মামলা নির্দেশ কেন্দ্রের, রাজ্যগুলিকে চিঠি দিলেন স্বরাষ্ট্রসচিব
সম্প্রতি অসম সহ একাধিক রাজ্যে চিকিৎসক নিগ্রহের ঘটনা সামনে আসতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা সমস্ত রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে চিঠি পাঠিয়ে চিকিৎসক নিগ্রহের ঘটনায় কঠের পদক্ষেপ করার নির্দেশ দেন।
নয়া দিল্লি: করোনাকালে বিগত দেড় বছর ধরে নিরন্তর পরিশ্রম করে চলেছেন। তবুও রোগী পরিবারের হাতে নিগ্রহের ঘটনা থামেনি। এর প্রেক্ষিতেই শনিবার কেন্দ্রের তরফে রাজ্যসরকারগুলিকে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিগ্রহের ঘটনায় মহামারি আইনে অভিযেগ দায়ের করার নির্দেশ দিল।
সম্প্রতি অসম সহ একাধিক রাজ্যে চিকিৎসক নিগ্রহের ঘটনা সামনে আসতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা সমস্ত রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে চিঠি পাঠিয়ে চিকিৎসক নিগ্রহের ঘটনায় কঠের পদক্ষেপ করার নির্দেশ দেন। চিঠিতে তিনি লেখেন, “চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ঘটনা তাঁদের মনে আঘাত ও নিরাপত্তাহীনতা তৈরি করতে পারে। এর প্রভাব গোটা স্বাস্থ্য ব্যবস্থার উপরই পড়তে পারে।”
বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি কোথাও চিকিৎসক নিগ্রহের ঘটনা ঘটে, তবে সেক্ষেত্রে এফআইআর দায়ের ও ফার্স্ট ট্রাকে মামলার শুনানি করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও মহামারি আইন ২০২০-র অধীনে কড়া আইনি পদক্ষেপেরও নির্দেশ দেওয়া হয়েছে। এই আইন অনুযায়ী, যদি কোনও ব্যক্তি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মারধরের ঘটনায় জড়িত প্রমাণিত হন, তবে পাঁচ বছর অবধি সাজা ও দুই লক্ষ টাকা অবধি জরিমানা হতে পারে। যদি বড় কোনও ক্ষতি হয়, সেক্ষেত্রে সাত বছর অবধি সাজা ও ৫ লক্ষ টাকার জরিমানা হতে পারে।
গত এপ্রিল ও জুন মাসে ৯ তারিখেও এই বিষয়ে রাজ্যগুলির কাছে নির্দেশিকা পাঠানো হয়েছিল বলে জানান স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা। বিশেষত করোনা চিকিৎসাকেন্দ্রগুলিতে এই নিয়ম কড়াভাবে কার্য়কর করার নির্দেশ দেওয়া হয়েছিল।
আরও পড়ুন: ‘প্রয়োজনে দেওয়া হবে টিকা’, সংসদীয় কমিটির সামনে স্বশরীরে হাজিরের নির্দেশ ফেসবুক কর্তাদের