AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Video: কে বলবে অটো? যেন ‘চলন্ত বাগান’, চালকের হাতের জাদু দেখুন ভিডিয়োয়

Chennai Auto: সোশ্যাল মিডিয়া মারফৎ জানা গিয়েছে অটোটিকে সাজিয়ে তুলেছে চেন্নাইয়ের কোনও এক চালক। ভিডিয়োয় দেখা যাচ্ছে অটোর ছাদে রাখা প্রচুর গাছ। খুব সুন্দরভাবে সাজানো হয়েছে।

Video: কে বলবে অটো? যেন 'চলন্ত বাগান', চালকের হাতের জাদু দেখুন ভিডিয়োয়
কী সুন্দরভাবে সাজিয়েছেন অটোImage Credit: taken screenshot from instagram user depthoughtsz
| Edited By: | Updated on: Sep 02, 2023 | 7:00 AM
Share

চেন্নাই: অটো তো দেখেছেন? নিত্যদিন স্কুল-কলেজ-অফিস বা অন্য কাজে যাওয়ার জন্য নিত্য সঙ্গীর মধ্যে অন্যতম। কিন্তু হলফ করে বলা যায় এই ধরনের অটো খুব কম মানুষই দেখেছেন। আসলে এটাকে অটো বলা ভুল। এক কথায় বলাই যায় ‘চলন্ত বাগান ‘। কারণ সিটের এক পাশ করে বই সঙ্গে বিভিন্ন গাছপালা দিয়ে সাজিয়েছেন চালক। আর সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ঝড়ের গতিতে মানুষ তা পছন্দ করেছেন। শুধু তাই নয় তা শেয়ারও করেছেন।

View this post on Instagram

A post shared by thoughts♡ (@depthoughtsz._)

সোশ্যাল মিডিয়া মারফৎ জানা গিয়েছে অটোটিকে সাজিয়ে তুলেছে চেন্নাইয়ের কোনও এক চালক। ভিডিয়োয় দেখা যাচ্ছে অটোর ছাদে রাখা প্রচুর গাছ। খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। বিভিন্ন ধরনের বাহারি গাছ ব্যবহার করা হয়েছে ছাদটিকে সাজিয়ে তোলার জন্য। ছাদের উপরের দিকে তাকালে শুধু সবুজ আর সবুজ দেখা যাবে। অটোর ভিতরে প্রবেশ করলে আপনি বুঝতেই পারবেন না, বাগানে এসেছেন নাকি অটোতে বসে রয়েছেন। শুধু গাছ নয়, বিভিন্ন ধরনের অনুপ্রেরণা জোগায় সেইরকম বই রাখা রয়েছে সেখানে। এছাড়াও সাজানোর জন্য ব্য়বহার করা হয়েছে বিভিন্ন ধরনের ঘর সাজানোর জিনিস। এক কথায় চেন্নাই গেলে এই অটো একবার চড়েই দেখতে পারেন।

এ দিকে, সোশ্য়াল মিডিয়ায় এই অটোর ভিডিয়ো ভাইরাল হতেই শুধুই প্রশংসা পেয়েছেন চালক। কেউ লিখেছেন, ‘এটা অটো কে বলবে’ কেউ আবার বলেছেন, ‘এটা তো একটা পার্ক’ কেউ কেউ আবার ইনস্টাগ্রামে লিখেছেন, ‘পরিবেশ সচেতনতায় চালকের এই উদ্যোগ সত্যিই প্রশংসা করার মতো। কেউ বলেছেন, ‘এটা হল সব থেকে বেস্ট অটো’