চেন্নাই: “যে রাঁধে, সে চুলও বাঁধে”, এই কথাটি কেবল মহিলাদের জন্যই খাটে না, পুরুষরাও সত্যি করে দেখাতে পারেন এই প্রবাদ। অন্তত এমনটাই প্রমাণ পেলেন চেন্নাইয়ের লোকসভার ডিএমকে সাংসদ দয়ানিধি মারান (Dayanidhi Maran)। প্রেস বিজ্ঞপ্তি জারি করেই তিনি এক অসাধারণ অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন সকলের সঙ্গে।
১৩ জুলাই, মঙ্গলবার তিনি সংসদীয় কমিটির একটি বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন। দিল্লি থেকে চেন্নাই ফিরছিলেন ইন্ডিগোর বিমানে। ঘটনাক্রমে বিমানের প্রথ সারিতেই আসন ছিল তাঁর। বিমানে বোর্ডিং শেষ হতেই ওঠেন ক্যাপ্টেনও। আচমকাই তিনি এসে বলেন, “ওহ, আপনিও এই বিমানেই যাচ্ছেন”। গলার স্বর খুব চেনা মনে হলেও মাস্কের আড়ালে থাকা মুখটিকে চিনতে পারেননি চেন্নাইয়ের সাংসদ।
মাস্কের আড়াল থেকেই ব্যাপারটি আন্দাজ করেন বিমানের ক্যাপ্টেন। হেসেই বললেন, “আমাকে চিনতে পারছেন না!” তখনই দয়ানিধি মারান বুঝতে পারেন, বিমানের ক্যাপ্টেন আর কেউ নয়, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ তিরু রাজীব প্রতাপ রুডি (Thiru Rajiv Pratap Rudy)!
মাত্র দুই ঘণ্টা আগেই সংসদীয় কমিটির বৈঠকে তাঁরা একসঙ্গে আলোচনা করছিলেন তাঁরা। বৈঠক শেষ হতেই তিনি ফিরে আসেন অপর পেশায়। কেবল দেশের দায়িত্বভারই নয়, একইসঙ্গে হাজারো যাত্রীকে সুরক্ষিতভাবে তাঁদের গন্তব্যে পৌঁছে দেওয়ার কর্তব্যও পালন করেন তিনি।
কীভাবে একইসঙ্গে দুটি গুরুদায়িত্ব পালন করছেন, তা দেখে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না দয়ানিধিজী। সাংসদ রাজীব প্রতাপ তাঁকে হেসে জানান, প্রায়দিনই তিনি বিমানের পাইলটের দায়িত্ব পালন করেন।
সংসদের সদস্যকে ক’বারই বা দেখা যায় বাণিজ্যিক উড়ান পরিচালনা করতে? এই বিমানসফর তাঁর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে বলেই জানান চেন্নাইয়ের সাংসদ। তিনি বলেন, “আমার বাবা যখন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী ছিলেন, সেইসময়ও রুডিজী রাজ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন”। আরও পড়ুন: ‘ধার দিতে পারবেন যোগী আদিত্যনাথকে?’, অস্ট্রেলিয়ায় হঠাৎ বাড়ল উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর কদর