Child death: শ্বাসকষ্ট কমাতে গরম লোহার রোডের খোঁচা দেড় মাসের শিশুকে, তারপর…
Pnemonia cure ritual: শ্বাসকষ্ট বা নিউমোনিয়ার মতো রোগ সারাতে শিশুকে গরম রডের ছ্যাঁকা দেওয়ার ঘটনা মধ্য প্রদেশে এটাই প্রথম নয়। গত ফেব্রুয়ারিতেও শাহদোল জেলার আদিবাসী অধ্যুষিত এলাকায় নিউমোনিয়া সারাতে ৩ মাসের এক শিশুকে গরম লোহার রড দিয়ে খোঁচা দেওয়ার ঘটনা প্রকাশ্যে এসেছিল। প্রথা অনুযায়ী, শিশুটিকে ৫১ বার গরম লোহার রডের খোঁচা দেওয়া হয়েছিল বলে অভিযোগ।
শাহদোল: মর্মান্তিক! শ্বাসকষ্টে ভুগছিল দেড় মাসের এক শিশুপুত্র। শ্বাসকষ্ট কমাতে গরম লোহার রড দিয়ে শিশুটির দেহে খোঁচা দেওয়া হয়। মধ্য প্রদেশের শাহদোল জেলায় শ্বাসকষ্ট নিরাময়ের নাকি এটা অন্যতম প্রথা। যদিও সেই প্রথা কাজে আসেনি। শেষ পর্যন্ত শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানেই চিকিৎসা চলাকালীন শিশুটির মৃত্যু হয়। বর্তমান যুগেও শ্বাসকষ্ট কমাতে অদ্ভূত প্রথা প্রচলিত থাকার খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে বিভিন্ন মহলে।
শাহদোল জেলা হাসপাতালে চিকিৎসা চলাকালীন দেড় মাসের শিশুটির মৃত্যু হয়। খবরটি নিশ্চিত করেছেন স্থানীয় পুর চিকিৎসক জিএস পারিহার। তিনি জানান, বান্ধওয়া গ্রামের শিশুটি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিল এবং গত ২১ ডিসেম্বর শাহদোল জেলা হাসপাতালে ভর্তি হয়। শ্বাসকষ্ট কমাতে গরম রডের খোঁচা দেওয়া হয়েছিল এবং তার দাগও ছিল। তারপর জেলা হাসপাতালের পেডিয়াট্রিক ইনসেনটিভ কেয়ার ইউনিটে (PICU) চিকিৎসা চলাকালীন শুক্রবার শিশুটির মৃত্যু হয়েছে বলেও জানিয়েছেন ডা. পারিহার।
প্রসঙ্গত, শ্বাসকষ্ট বা নিউমোনিয়ার মতো রোগ সারাতে শিশুকে গরম রডের ছ্যাঁকা দেওয়ার ঘটনা মধ্য প্রদেশে এটাই প্রথম নয়। গত ফেব্রুয়ারিতেও শাহদোল জেলার আদিবাসী অধ্যুষিত এলাকায় নিউমোনিয়া সারাতে ৩ মাসের এক শিশুকে গরম লোহার রড দিয়ে খোঁচা দেওয়ার ঘটনা প্রকাশ্যে এসেছিল। প্রথা অনুযায়ী, শিশুটিকে ৫১ বার গরম লোহার রডের খোঁচা দেওয়া হয়েছিল বলে অভিযোগ। যদিও শেষ পর্যন্ত শিশুটির মৃত্যু হয়েছে।