AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কয়েক কিলোমিটার দূরেই LAC! পাকা-পোক্ত ঘাঁটি বানাচ্ছে চিন

China PLA: কম সময়ের মধ্যেই যাতে ভারতের সীমান্তবর্তী এলাকায় পৌঁছে যাওয়া যায়, তারই ব্যবস্থা করছে চিন।

কয়েক কিলোমিটার দূরেই LAC! পাকা-পোক্ত ঘাঁটি বানাচ্ছে চিন
ফাইল ছবি
| Edited By: | Updated on: Jul 15, 2021 | 7:47 PM
Share

নয়া দিল্লি: সম্প্রতি চিনের বিদেশমন্ত্রীর মুখোমুখি হয়েছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। দুই দেশের মধ্যে শান্তি স্থাপনের বার্তাও দেন জয়শঙ্কর। আর এরই মধ্যেই ভারতের নজরে এল চিনের বেশ কয়েকটি ঘাঁটি। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের অদূরে পাকা ঘাঁটি বা কংক্রিট ক্যাম্প তৈরি করেছে চিনের সেনাবাহিনী। বিশেষজ্ঞদের মতে, প্রয়োজন পড়লে যাতে দ্রুত সীমান্তে পৌঁছে যাওয়া যায়, সেই ব্যবস্থাই করছে চিন।

ভারত-চিন সীমান্তের কাছে নাকু লাতে এই কংক্রিটের ক্যাম্প চোখে পড়ে্ছে। ধরনের সেনা ছাউনি পূর্ব লাদাখ এবং অরুণাচল প্রদেশেও দেখা গিয়েছে। শুধুমাত্র কংক্রিটের ঘর নয়, পাকা রাস্তাও তৈরি করে দিয়েছে বেজিং। এই পরিস্থিতিতে সীমান্তে আরও কড়া নজর রেখেছে ভারত। বিশেষজ্ঞরা বলছেন, এই অঞ্চল থেকে অতর্কিতে হামলা চালাতে পারে চিন। এর আগে নাকু লা সীমান্তের একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছিল, যেখানে দেখা যায়, চিনা সেনার ভারতে প্রবেশ করার চেষ্টা ব্যর্থ করে ভারতীয় সেনা। সংঘর্ষে দু’পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়।

গত কাল, তাজিকিস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের বৈঠকের পাশাপাশি দ্বিপাক্ষিক বৈঠকে বসেছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়ঙ্কর ও চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই। দুই দেশের সেনা আধিকারিকদের মধ্যে বৈঠক করার ক্ষেত্রে সায় দিয়েছেন তাঁরা দু’জনেই।

বৈঠকের পর টুইট  করেছেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর। জয়শঙ্কর জানিয়েছেন, ‘স্টেটাস কো-র পরিবর্তন কখনই গ্রহণযোগ্য নয়।’ এ কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি, সীমান্তে শান্তি বজায় রাখা দুই দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেছেন বিদেশমন্ত্রী। এর আগে শেষ বার তাঁরা মুখোমুখি হয়েছিলেন ২০২০-তে মস্কোয়। সে কথা উল্লেখ করে জয়শঙ্কর জানিয়েছেন, সীমান্তে শান্তিস্থাপনের প্রক্রিয়া সম্পূর্ণ করতে একটা চুক্তিতে আসা প্রয়োজন। আরও পড়ুন: ‘তৃতীয় ঢেউয়ের প্রারম্ভ পর্যায়ে আমরা’, বিপদ ডেল্টাতেই