‘তৃতীয় ঢেউয়ের প্রারম্ভ পর্যায়ে আমরা’, বিপদ ডেল্টাতেই

Corona Third Wave: হু প্রধান বলেন, "ডেল্টা ১১১টি দেশে ছড়িয়েছে। সারা বিশ্বে দ্রুত এই স্ট্রেনই ভয়ের কারণ হয়ে উঠবে।"

'তৃতীয় ঢেউয়ের প্রারম্ভ পর্যায়ে আমরা', বিপদ ডেল্টাতেই
ছবি - পিটিআই
Follow Us:
| Edited By: | Updated on: Jul 15, 2021 | 5:33 PM

জেনেভা: করোনার (COVID 19) একের পর এক ঢেউ আছড়ে পড়ছে। দ্বিতীয় ঢেউ শেষ হতে না হতেই তৃতীয় ঢেউয়ের চোখরাঙানি ভারত-সহ গোটা বিশ্বে। খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান টেডরস আধানম জানিয়েছেন, সারা বিশ্ব এখন তৃতীয় ঢেউয়ের প্রারম্ভ পর্যায়ে। মূলত ডেল্টা স্ট্রেনের ফলেই আক্রান্তের সংখ্যা ও মৃতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে জানান তিনি।

পাশাপাশি অধিক টিকাকরণের ফলে ইউরোপ ও উত্তর আমেরিকায় আক্রান্ত ও মৃতের সংখ্যা হ্রাস পাওয়ার কথাও বলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল। এ ছাড়া উদ্বেগ প্রকাশ করে টেডরস আধানম জানিয়েছেন, করোনাভাইরাস ক্রমাগত রূপ পরিবর্তন করছে। হু প্রধান বলেন, “ডেল্টা ১১১টি দেশে ছড়িয়েছে। সারা বিশ্বে দ্রুত এই স্ট্রেনই ভয়ের কারণ হয়ে উঠবে।”

বিগত ৪ সপ্তাহ ধরেই সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। ১০ সপ্তাহ করোনায় মৃত্যুর সংখ্যা কম থাকার পরে ফের লাফিয়ে বাড়ছে মৃত্যু। এ ছাড়া সারা বিশ্বে ভ্যাকসিনের অসম বণ্টন নিয়ে ফের একবার উদ্বেগ প্রকাশ করেন হু প্রধান। টেডরস আধানম বলেন, “একাধিক দেশ একটিও ভ্যাকসিন পায়নি। আবার একাধিক দেশ প্রচুর ভ্যাকসিন পাচ্ছে।” সেখান থেকে ফের ভাইরাসের মিউটেশনের সম্ভাবনা থেকে যাচ্ছে। যা ভবিষ্যতে বিপদ সৃষ্টি করতে পারে। হু প্রধান এ-ও জানান, একাধিক দেশ করোনা সতর্কতা অবলম্বন করে বুঝিয়ে দিয়েছে ভাইরাসকে রোখা সম্ভব। তাই ফের একবার সংশোধিত নির্দেশিকা প্রকাশ করে করোনাবিধি পালনের নির্দেশ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আরও পড়ুন: আফগান-পাক সীমান্তও দখল নিল তালিবানরা, পরবর্তী লক্ষ্য কি তবে একসময়ের ‘আশ্রয়দাতা’ই?

COVID third Wave