India-China: দু’মুখো সাপ চিন, দোভালও বুঝিয়ে দিলেন ‘ভারত যুদ্ধ চায় না কিন্তু…’

India-Pakistan Tension: চিন পাকিস্তানকে জানিয়েছে, তারা পাকিস্তানের স্বাধীনতা, সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষা করতে ইসলামাবাদের পাশে রয়েছে সবসময়। এদিকে আবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে ফোন করে চিনা বিদেশমন্ত্রী পহেলগাঁও জঙ্গি হানার নিন্দা করেন।

India-China: দুমুখো সাপ চিন, দোভালও বুঝিয়ে দিলেন ভারত যুদ্ধ চায় না কিন্তু...
চিনা বিদেশমন্ত্রীকে স্পষ্ট বার্তা অজিত দোভালের।Image Credit source: X

|

May 11, 2025 | 10:55 AM

নয়া দিল্লি: দুই নৌকায় পা দিয়ে চলার চেষ্টা করছে চিন। একদিকে ‘ভাই’ পাকিস্তানকে সবদিক থেকে সমর্থনের কথা বলছে, অন্যদিকে ভারতের কাছে আবার পহেলগাঁও জঙ্গি হামলার নিন্দা করছে। ভারত-পাকিস্তানের সংঘর্ষ বিরতি এবং তার ঘণ্টা খানেক বাদেই পাকিস্তানের তা লঙ্ঘন করার পর ময়দানে চিন। চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইশাক দারের সঙ্গে ফোনে কথা বলেন।

চিন পাকিস্তানকে জানিয়েছে, তারা পাকিস্তানের স্বাধীনতা, সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষা করতে ইসলামাবাদের পাশে রয়েছে সবসময়। এদিকে আবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে ফোন করে চিনা বিদেশমন্ত্রী পহেলগাঁও জঙ্গি হানার নিন্দা করেন এবং যে কোনও ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে তারা  বলেই ভরসা জোগানোর চেষ্টা করেন।

তবে চিনের এই দ্বিচারিতার সামনে মাথা নত করেনি ভারত। অজিত দোভাল সাফ জানান, ভারত যুদ্ধ করতে চায় না। যুদ্ধ কারোর স্বার্থেই ভাল নয়। তবে ২২ এপ্রিলের পহেলগাঁও জঙ্গি হানায় অনেক ভারতীয়দের প্রাণহানি হয়েছিল। ভারতকে সন্ত্রাস প্রতিরোধে পদক্ষেপ করতেই হত।

এর জবাবে চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই বলেন, “ভারত ও পাকিস্তান সবসময় প্রতিবেশী থাকবে। আলোচনার মাধ্যমে সংঘর্ষ বিরতি কার্যকর করতে চিন সবসময় পাশে আছে।”

চিনের দাবি, দুই দেশ অনুরোধ করা হয়েছে যে তারা যেন আলোচনার মাধ্যমে নিজেদের মধ্যে সমস্যার সমাধান করে নেয়। পরিস্থিতি যাতে আরও খারাপ না হয়, তার চেষ্টা করে।

প্রতিবেদনটি সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে লেখা।