Chirag Paswan: বৈঠকের আগেই এনডিএ-তে যোগদান চিরাগের, স্বাগত জানালেন নাড্ডা
Chirag Paswan: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জে.পি নাড্ডার সঙ্গে বৈঠকের পরই তিনি গেরুয়া শিবিরে যোগদানের চূড়ান্ত সিদ্ধান্ত নেন। চিরাগ পাসওয়ানের সঙ্গে বৈঠকের পরই তাঁকে এনডিএ পরিবারে স্বাগত জানিয়েছেন নাড্ডা।

নয়া দিল্লি: জল্পনা-ই বাস্তবায়িত হল। এনডিএ-তে যোগ দিলেন লোক জনশক্তি পার্টি (LJP)-র সভাপতি চিরাগ পাসওয়ান (Chirag Paswan)। দিল্লিতে NDA বৈঠকের আগেই বিজেপি নেতৃত্বাধীন এই শিবিরে যোগদান করলেন তিনি। রামবিলাস-পুত্রকে দলে এনডিএ পরিবারে স্বাগত জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে.পি নাড্ডা (J.P Nadda)। তিনিই চিরাগ পাসওয়ানের এনডিএ-তে যোগদানের কথা টুইট করে ঘোষণা করেছেন।
श्री @iChiragPaswan जी से दिल्ली में भेंट हुई। उन्होंने माननीय प्रधानमंत्री श्री @narendramodi जी के नेतृत्व वाले NDA गठबंधन में शामिल होने का निर्णय लिया है। मैं उनका NDA परिवार में स्वागत करता हूँ। pic.twitter.com/vwU67B6w6H
— Jagat Prakash Nadda (@JPNadda) July 17, 2023
চিরাগ পাসওয়ান সোমবার দুপুরেই দিল্লিতে পৌঁছে গিয়েছিলেন এবং মঙ্গলবার এনডিএ বৈঠকে যোগ দেবেন বলে আগেই জানা গিয়েছিল। তারপর সোমবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জে.পি নাড্ডার সঙ্গে বৈঠকের পরই তিনি গেরুয়া শিবিরে যোগদানের চূড়ান্ত সিদ্ধান্ত নেন। চিরাগ পাসওয়ানের সঙ্গে বৈঠকের পরই তাঁকে এনডিএ পরিবারে স্বাগত জানিয়েছেন নাড্ডা।

অমিত শাহের সঙ্গে বৈঠকে চিরাগ পাসওয়ান।
সূত্রের খবর, রামবিলাস পাসওয়ানের লোকসভা কেন্দ্র হাজিপুর থেকে চিরাগ পাসওয়ান প্রতিদ্বন্দ্বিতা করতে চান। বর্তমানে ওই কেন্দ্রের সাংসদ তাঁর কাকা পশুপতি কুমার পরস। তিনি এই কেন্দ্র ছাড়তে নারাজ। এটা নিয়ে দীর্ঘদিন ধরেই কাকা-ভাইপোর মধ্যে বিরোধ চলছে। চিরাগ পাসওয়ান সেই প্রসঙ্গও শাহ ও নাড্ডার সঙ্গে বৈঠকে তুলে ধরেছেন। হাজিপুর কেন্দ্র থেকে বিজেপির প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করার দাবি জানিয়েছেন তিনি। অন্যদিকে, কাকা-ভাইপোর বিরোধ মিটিয়ে এলজেপি-র হাত ধরে নীতীশ কুমারকে জোর ধাক্কা দিতে তৎপর হয়েছে বিজেপি। কেননা নীতীশ কুমার একদিকে যেমন বিজেপির মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, তেমনই কাকা-ভাইপোর বিরোধ পাসওয়ান ভোটে ভাগ বসাতে পারে বলে আশঙ্কা বিজেপির। তাই চিরাগকে দলে স্বাগত জানানোর পাশাপাশি পশুপতির সঙ্গে তাঁকে এক ছাতার তলায় আনতে তৎপর গেরুয়া শিবির।
