Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CISF Officer: বিমানবন্দরে হৃদরোগে আক্রান্ত যাত্রী, সিআইএসএফের তৎপরতায় বাঁচল প্রাণ

Life Saving Action: ভিডিয়োয় দেখা যাচ্ছে, মাটিতে লুটিয়ে পড়া ওই যাত্রীর বুকে হাত দিয়ে চাপ দিচ্ছেন সিআইএসএফের ওই অফিসার। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় তিনি কার্ডিওপালমোনারি সিসাকসিনেশন করছিলেন।

CISF Officer: বিমানবন্দরে হৃদরোগে আক্রান্ত যাত্রী, সিআইএসএফের তৎপরতায় বাঁচল প্রাণ
Follow Us:
| Edited By: | Updated on: Dec 24, 2022 | 12:45 AM

আহমেদাবাদ: গুজরাতের আহমেদাবাদ থেকে বিমানে মুম্বই যাওয়ার কথা ছিল এক ব্যক্তি। মুম্বই যাওয়ার জন্য তিনি নির্দিষ্ট সময়ে পৌঁছে গিয়েছিলেন আহমেদাবাদ বিমানবন্দরে। সেখানে পৌঁছে সিকিউরিটি পরীক্ষা চলছিল। বিমানবন্দরে কর্তব্যরত সিআইএসএফ জওয়ানরা করছিলেন সেই চেক। তখনই হৃদরোগে আক্রান্ত হন ওই ব্যক্তি। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। কিন্তু হৃদরোগে আক্রান্ত হলেও প্রাণ সংশয় হয়নি ওই ব্যক্তির। সৌজন্যে সেখানে কর্তব্যরত সিআইএসএফ সাব ইনস্পেক্টর। তাঁর তৎপরতাতেই প্রাণে বাঁচেন ওই ব্যক্তি। সেই ঘটনার ভিডিয়ো সিআইএসএফের অফিসিয়াল টুইটার হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। যা দেখে ওই নিরাপত্তারক্ষীর প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।

ভিডিয়োয় দেখা যাচ্ছে, মাটিতে লুটিয়ে পড়া ওই যাত্রীর বুকে হাত দিয়ে চাপ দিচ্ছেন সিআইএসএফের ওই অফিসার। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় তিনি কার্ডিওপালমোনারি সিসাকসিনেশন করছিলেন। এর মাধ্যমেই ওই ব্যক্তির প্রাণে বাঁচেন। প্রাথমিক ধাক্কা কেটে যেতে তাঁকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছিল।

সিআইএসএফ অফিসারের এই ভিডিয়ো পোস্ট করেছেন বিজেপির জাতীয় সেক্রেটারি সুনীল দেওধর। সেই ভিডিয়ো পোস্ট করে তিনি লিখেছেন, “সিআইএসএফ অফিসারের তৎপরতায় আহমেদাবাদ বিমানবন্দরে প্রাণ বাঁচল। দেশের এই বাহিনীকে স্যালুট।” এই ভিডিয়ো দেখে বিভিন্ন মন্তব্য করেছেন নেটিজেনরা। তাঁরাও সিআইএসএফের প্রশংসায় পঞ্চমুখ।