‘ধর্ষিতাকে বিয়ে করলে সাহায্য’, মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে, দাবি প্রধান বিচারপতির

সুমন মহাপাত্র |

Mar 08, 2021 | 2:21 PM

এসএ বোবদের (SA Bobde) বক্তব্য, "আমি বিয়ে করবেন কি না জিজ্ঞাসা করিনি। আমি জিজ্ঞাসা করেছি আপনি কি বিয়ে করতে চলেছেন?"

ধর্ষিতাকে বিয়ে করলে সাহায্য, মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে, দাবি প্রধান বিচারপতির
ফাইল চিত্র

Follow Us

নয়া দিল্লি: ধর্ষণের একটি মামলয়া সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি (Chief Justice of India) এসএ বোবদের (S A Bobde) মন্তব্যের জেরে বিতর্ক দেখা দিয়ছিল গোটা দেশজুড়ে। এ বার সে সম্পর্কে ভুল ব্যাখ্যার অভিযোগ তুললেন খোদ প্রধান বিচারপতি এসএ বোবদে। তাঁর মতে তিনি এমন কোনও কথাই বলেননি যাতে মহিলাদের অসম্মান হয়। অন্য একটি মামলার শুনানি চলাকালীন নারী দিবসে তিনি জানান, “সুপ্রিম কোর্ট সবসময় মহিলাদের সম্মান জানায়।”

গত ১ মার্চ সুপ্রিম কোর্টের একটি শুনানি বিভিন্ন সংবাদ মাধ্যম মারফত প্রকাশ্যে আসে। যেখানে জানা যায়, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদে পকসো আইনে অভিযুক্ত এক ব্যক্তিকে পরামর্শ দিয়েছেন অভিযোগকারীকে (যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে) বিয়ে করার। এমনও জানা গিয়েছিল যে যদি তিনি অভিযোগকারীকে বিয়ে করেন, তাহলে তাঁকে সাহায্য করতে প্রস্তুত সুপ্রিম কোর্ট। এ কথাও বলেছিলেন এস এ বোবদে। বিভিন্ন সংবাদ মাধ্যমে লেখা হয়, বিচারপতি এসএ বোবদে বলেছেন, “আপনি যদি ওকে বিয়ে করেন, তাহলে আমরা আপনাকে সাহায্য করতে পারি। যদি তা না হয় আপনি চাকরি হারাবেন এবং জেলেও যাবেন।”

এ বার নারী দিবসে সেই মামলায় তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যার অভিযোগ তুলে এসএ বোবদের বক্তব্য, “আমি বিয়ে করবেন কি না জিজ্ঞাসা করিনি। আমি জিজ্ঞাসা করেছি আপনি কি বিয়ে করতে চলেছেন?” সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এসএ বোবদের মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে, এ কথা সমর্থন করেন সলিসিটর জেনারেল তুষার মেহতাও। তিনিও জানান, আদালতে এই প্রশ্নের প্রেক্ষাপট আলাদা ছিল।

আরও পড়ুন: ‘খেলা শেষ’ করোনার, টিকাকরণেও ‘জন আন্দোলনে’র ডাক হর্ষবর্ধনের

Next Article