‘অবশেষে ৪ মাস পর উনি শুনলেন’, তীর্যক সুরে কেন্দ্রের ফ্রি টিকাকরণের সিদ্ধান্তকে স্বাগত মমতার

যদিও এই সিদ্ধান্ত আগে নিলে অনেক প্রাণ বাঁচত বলে টুইটে উল্লেখ করেছেন তৃণমূল নেত্রী।

অবশেষে ৪ মাস পর উনি শুনলেন, তীর্যক সুরে কেন্দ্রের ফ্রি টিকাকরণের সিদ্ধান্তকে স্বাগত মমতার
অলংকরণ- অভীক দেবনাথ

|

Jun 07, 2021 | 8:56 PM

কলকাতা: জাতির উদ্দেশে ভাষণ দিতে এসে সোমবার বিকেলে বড় ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান, সমস্ত রাজ্যগুলিকে ফের একবার বিনামূল্যে টিকা প্রদান করবে কেন্দ্রীয় সরকার। রাজ্য়গুলিকে নিজের টাকা খরচ করে কোনও ভ্যাকসিন কিনতে হবে না। দেরিতে হলেও অবশেষে কেন্দ্রের নেওয়া এই সিদ্ধান্তকে কিছুটা তীর্যক সুরে স্বাগত জানিয়ে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের এই সিদ্ধান্তের প্রেক্ষিতে এ দিন সন্ধ্যায় টুইট করে তিনি লেখেন, গত ফেব্রুয়ারি মাস থেকে শুরু করে একাধিকবার কেন্দ্রকে সবাইকে বিনামূল্যে টিকাকরণের আবেদন তিনি জানিয়েছিলেন। অবশেষে ৪ মাস পর চাপের মুখে এই সিদ্ধান্ত নিতে হল মোদী সরকারকে। যদিও এই সিদ্ধান্ত আগে নিলে অনেক প্রাণ বাঁচত বলে টুইটে উল্লেখ করেছেন তৃণমূল নেত্রী।

মমতা এ দিন লিখেছেন, “গত ফেব্রুয়ারি মাসে এবং তার পরেও অনেকবার আমি প্রধানমন্ত্রীকে চিঠিতে লিখেছিলাম যেন সবাইকে বিনামূল্যে টিকা দেওয়া হয়। ওনার ৪ মাস সময় লাগল তবে বহু চাপের পর অবশেষে উনি আমাদের কথা শুনলেন এবং আমরা এতদিন যেটা চেয়েছিলাম সেটাই কার্যকর করলেন।” পাশাপাশি মমতা আরও লেখেন, “এই অতিমারির শুরু থেকেই ভারতবাসীর সুস্থতাকে অগ্রাধিকার দেওয়ার উচিত ছিল। দুর্ভাগ্যবশত প্রধানমন্ত্রীর এই বিলম্বিত সিদ্ধান্তের কারণে অনেক মানুষের প্রাণ চলে গিয়েছে। আশা করব এ বার আরও সুচারুভাবে টিকাকরণ করা হবে এবং প্রোপাগান্ডা ছেড়ে মানুষের দিকে নজর দেওয়া হবে।”

আরও পড়ুন: রাজ্যের হাতছাড়া সিকিভাগও, বিনামূল্যে ভ্যাকসিনেশনের সম্পূর্ণ দায়ভার কেন্দ্রের

মমতার টুইটে একটা বিষয় পরিষ্কার, তিনি কেন্দ্রের এই সিদ্ধান্তকে স্বাগতই জানিয়েছেন। কারণ গত কয়েক মাস ধরেই এই সংক্রান্ত একাধিক চিঠি প্রধানমন্ত্রীকে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। যেখানে বারংবার দাবি তোলা হয়েছিল, কেন্দ্র যেন আপামর জনগণের বিনামূল্যে টিকাকরণের বন্দোবস্ত করে। শুধু মমতা তো নয়, একই দাবি তুলেছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক থেকে শুরু করে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও। ফলে ফ্রি-তে টিকা পাওয়ার দাবিতে গড়ে উঠতে দেখা যাচ্ছিল বিরোধী জোট। এই অবস্থায় সোমবার কেন্দ্রের এই সিদ্ধান্তের পিছনে যে বিরোধীদের চাপও কাজ করেছে, তা অস্বীকার করার কোনও কারণ দেখতে পাচ্ছে না রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশ।

আরও পড়ুন: ‘বিনামূল্যে রেশন’, ৮০ কোটি ভারতীয়র জন্য বড় ঘোষণা প্রধানমন্ত্রীর