Sofiya Qureshi: অপারেশন সিঁদুরের বর্ণনা দিয়েছিলেন দেশবাসীকে, কর্নেল সোফিয়া কুরেশি পাচ্ছেন রাষ্ট্রপতি পদক

Operation Sindoor: 'অপারেশন সিঁদুর’-এর ব্রিফিংয়ে নেতৃত্ব দিয়েছিলেন কর্নেল সোফিয়া কুরেশি। দেশবাসীকে জানিয়েছিলেন, কীভাবে পাকিস্তানের মাটিতে ঢুকে তাদের জঙ্গিঘাঁটি ধ্বংস করে দিয়ে এসেছে ভারতীয় বায়ুসেনা। অপারেশন সিঁদুরের প্রতিটি পদক্ষেপ এবং কেন তা করা হয়েছিল, সেই ছবি তথ্য প্রমাণ সহ তুলে ধরেছিলেন সোফিয়া কুরেশি।

Sofiya Qureshi:  অপারেশন সিঁদুরের বর্ণনা দিয়েছিলেন দেশবাসীকে, কর্নেল সোফিয়া কুরেশি পাচ্ছেন রাষ্ট্রপতি পদক
কর্নেল সোফিয়া কুরেশি।Image Credit source: PTI

|

Jan 26, 2026 | 10:28 AM

নয়া দিল্লি: প্রজাতন্ত্র দিবসের আগের রাতে এল সুখবর। কর্নেল সোফিয়া কুরেশিকে বিশিষ্ট সেবা পদকে সম্মানিত করা হচ্ছে। রাষ্ট্রপতি ভবন থেকেই এই ঘোষণা করা হয়েছে। দেশের সামরিক বাহিনীতে কর্নেল সোফিয়া কুরেশির অবদান, গুরুত্বপূর্ণ অপারেশনাল ও কমান্ড দায়িত্বে নেতৃত্বের স্বীকৃতি হিসেবেই তাঁকে এই বিশেষ সম্মানে সম্মানিত করা হচ্ছে।

২৫ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসের আগেই গ্যালান্ট্রি ও ডিস্টিংগুইশড সার্ভিস অ্যাওয়ার্ডসের তালিকা প্রকাশ করা হয় কেন্দ্রের তরফে। এ বছর মোট ৮৫টি বিশিষ্ট সেবা পদক ঘোষণা করা হয়েছে। এই পদকগুলি সশস্ত্র বাহিনীতে কর্মকর্তাদের অবদানকে স্বীকৃতি জানাতে প্রদান করা হয়।

‘অপারেশন সিঁদুর’-এর ব্রিফিংয়ে নেতৃত্ব দিয়েছিলেন কর্নেল সোফিয়া কুরেশি। দেশবাসীকে জানিয়েছিলেন, কীভাবে পাকিস্তানের মাটিতে ঢুকে তাদের জঙ্গিঘাঁটি ধ্বংস করে দিয়ে এসেছে ভারতীয় বায়ুসেনা। অপারেশন সিঁদুরের প্রতিটি পদক্ষেপ এবং কেন তা করা হয়েছিল, সেই ছবি তথ্য প্রমাণ সহ তুলে ধরেছিলেন সোফিয়া কুরেশি। দেশের মেয়ের বীরত্বে গর্বে বুক ফুলে উঠেছিল সবার। আরও একবার বার্তা পৌছেছিল নারী শক্তির।

তবে কর্নেল সোফিয়া কিন্তু তাঁর পেশাদারিত্ব ও দক্ষ নেতৃত্বের জন্য আগেই জাতীয় স্তরে পরিচিতি অর্জন করেছিলেন। ২০১৬ সালে তিনি প্রথম খবরের শিরোনামে উঠে এসেছিলেন ১৮টি দেশের সামনে ভারতের সামরিক মহড়ায় নেতৃত্ব দিয়ে। প্রথম মহিলা হিসাবে সোফিয়া এই কৃতিত্ব অর্জন করেছিলেন।

কঠিন ও চ্যালেঞ্জিং দায়িত্বে ধারাবাহিক সাফল্য এবং বাহিনীর অপারেশনাল প্রস্তুতি আরও শক্তিশালী করার ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য তাঁকে এই সম্মানে ভূষিত করা হয়েছে।

সরকারি বিবৃতি অনুযায়ী, রাষ্ট্রপতি এ বছর বিভিন্ন শ্রেণিতে মোট বহু সম্মান অনুমোদন করেছেন। এর মধ্যে রয়েছে ২টি কীর্তি চক্র, ১০টি শৌর্য চক্র এবং বীরত্বের জন্য ৪৪টি সেনা পদক। এছাড়াও তালিকায় আছে ১৯টি পরম বিশিষ্ট সেবা পদক, ৩৫টি অতি বিশিষ্ট সেবা পদক এবং ৭টি যুদ্ধ সেবা পদক।

সম্মান প্রাপ্তদের মধ্যে রয়েছেন ৮১ জন ‘মেনশন-ইন-ডিসপ্যাচেস’, যাঁরা অপারেশন রক্ষক, অপারেশন স্নো লেপার্ড, অপারেশন হিফাজত, অপারেশন অর্কিড, অপারেশন মেঘদূতসহ বিভিন্ন বড় সামরিক অভিযানে অংশ গ্রহণ এবং উদ্ধার ও আহতদের সরিয়ে নেওয়ার মিশনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।