Rahul Gandhi: ‘রাহুল গান্ধীও গণতন্ত্রের জন্য লড়ছেন’, মাচাদোর সঙ্গে তুলনা, নোবেল চাইবে কংগ্রেস?

Congress: শুক্রবার নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পরই কংগ্রেস মুখপাত্র রাহুল গান্ধীকে নোবেলজয়ীর সঙ্গে তুলনা করেন। একদিকে মারিয়া কোরিনা মাচাদো ও অন্যদিকে পাঁচ বারের লোকসভা সাংসদ রাহুল গান্ধীর ছবি পোস্ট করেন দলেরই মুখপাত্র সুরেন্দ্র রাজপুত।

Rahul Gandhi: রাহুল গান্ধীও গণতন্ত্রের জন্য লড়ছেন, মাচাদোর সঙ্গে তুলনা, নোবেল চাইবে কংগ্রেস?
রাহুল গান্ধী।Image Credit source: PTI

|

Oct 11, 2025 | 8:49 AM

নয়া দিল্লি: নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো (Maria Corina Machado)। দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, দেশের মানুষের অধিকার রক্ষার জন্য তিনি যে লড়াই করেছেন, তার জন্যই এই পুরস্কার দেওয়া হয়েছে। মাচাদো নোবেল পেতেই তাঁর সঙ্গে কংগ্রেস নেতা তথা বিরোধী দলনেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) তুলনা করলেন দলেরই মুখপাত্র সুরেন্দ্র রাজপুত।

শুক্রবার নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পরই কংগ্রেস মুখপাত্র রাহুল গান্ধীকে নোবেলজয়ীর সঙ্গে তুলনা করেন। একদিকে মারিয়া কোরিনা মাচাদো ও অন্যদিকে পাঁচ বারের লোকসভা সাংসদ রাহুল গান্ধীর ছবি পোস্ট করে তিনি লেখেন, এই বছর নোবেল শান্তি পুরস্কার দেওয়া হল ভেনেজুয়েলার বিরোধী দলনেতাকে, সংবিধান রক্ষার জন্য। ভারতের বিরোধী দলনেতা রাহুল গান্ধীও দেশের সংবিধান রক্ষার জন্য লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছেন।

রাহুল গান্ধীরও নোবেল পাওয়া উচিত, এ কথা সরাসরি না লিখলেও, তার পোস্ট দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে তিনি কী বলতে চেয়েছেন। কংগ্রেস বারবারই দাবি করেছে যে রাহুল গান্ধী এনডিএ সরকারের একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়াই করছেন। ভোট চুরি নিয়েও তিনি সরব হয়েছেন। তাহলে কি কংগ্রেস এবার রাহুল গান্ধীর জন্য নোবেল শান্তি পুরস্কার দাবি করবে?