Padma Bhushan Award: বুদ্ধদেবের প্রশংসায় ‘আজাদ হোন, গুলাম নয়’, টুইট কংগ্রেস নেতার, কী বোঝাতে চাইলেন এই মন্তব্যে?

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jan 26, 2022 | 7:48 AM

Jairam Ramesh Criticize Ghulam Nabi Azad: প্রবীণ কংগ্রেস নেতার পদ্ম সম্মান পাওয়াকে কেন্দ্র করে কটাক্ষ ফের একবার কংগ্রেসের অন্দরে যে ঠাণ্ডা যুদ্ধ চলছে বিগত কয়েক বছর ধরে, তাকেই ফের একবার তুলে ধরেছে বলে দাবি রাজনৈতিক বিশ্লেষকদের।

Padma Bhushan Award: বুদ্ধদেবের প্রশংসায় আজাদ হোন, গুলাম নয়, টুইট কংগ্রেস নেতার, কী বোঝাতে চাইলেন এই মন্তব্যে?
সতীর্থের পদ্ম সম্মান পাওয়ায় খুশি নন জয়রাম রমেশ?

Follow Us

নয়া দিল্লি: ঘোষিত হয়েছে পদ্ম সম্মান প্রাপকদের তালিকা। সংসদীয় রাজনীতিতে তাঁর অসামান্য ভূমিকার জন্য পদ্মভূষণ (Padma Bhushan) সম্মানে ভূষিত করা হচ্ছে প্রবীণ কংগ্রেস নেতা গুলাম নবি আজাদকে (Ghulam Nabi Azad)। তবে কংগ্রেস নেতার এই জাতীয় সম্মানকে শশী থারুরের মতো নেতারা স্বাগত জানালেও, কটাক্ষও করেছেন অনেকে। তাঁদের মধ্যেই অন্যতম হলেন জয়রাম রমেশ(Jairam Ramesh)। মঙ্গলবার গুলাম নবি আজাদের পদ্মভূষণ পুরস্কার পাওয়ার কথা জানতে পেরেই তিনি টুইট করে লেখেন, “আজাদ থাকুন, গুলাম নয়।”

বুদ্ধদেবের পদ্ম পুরস্কার প্রত্যাখ্যানের প্রশংসা:

এই বছরের পদ্ম সম্মান প্রাপকদের তালিকায় নাম রয়েছে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ বাম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য। গতকালই কেন্দ্রের তরফে জানানো হয়, সামাজিক ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য বুদ্ধদেব ভট্টাচার্যকে পদ্মভূষণ সম্মানে সম্মানিত করা হচ্ছে। তবে পুরস্কারের কথা জানতে পেরেই সবিনয়ে তা প্রত্যাখ্যান করেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “পদ্মভূষণ পুরস্কার নিয়ে আমি কিছুই জানি না, আমাকে এই নিয়ে কেউ কিছু বলেনি। যদি আমাকে পদ্মভূষণ পুরস্কার দিয়ে থাকে তাহলে আমি তা প্রত্যাখ্যান করছি।”

বুদ্ধদেবের এই সিদ্ধান্তেরই প্রশংসা করেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তিনি টুইট করে লেখেন, “সঠিক কাজ করেছেন। উনি স্বাধীন থাকতে চান, গুলাম নয়।” এই টুইটের কয়েক মিনিট আগেও তিনি প্রাক্তন আমলা পিএন হাকসরের পদ্ম সম্মান প্রত্যাখ্যান নিয়ে লেখা বইয়ের একটি উদ্ধৃতি টুইট করেন। ক্যাপশনে তিনি লেখেন, “১৯৭৩ সালের জানুয়ারি মাসে দেশের অন্যতম শক্তিশালী সরকারি কর্মচারীকে বলা হয় যে প্রধানমন্ত্রীর দফতরের কাজ ছাড়ায় তাঁকে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করা হচ্ছে। পিএন হাকসরের এই প্রতিক্রিয়া ছিল।”

কংগ্রেসের অন্তর্দ্বন্দ্বই সামনে এল ফের একবার: 

প্রবীণ কংগ্রেস নেতার পদ্ম সম্মান পাওয়াকে কেন্দ্র করে কটাক্ষ ফের একবার কংগ্রেসের অন্দরে যে ঠাণ্ডা যুদ্ধ চলছে বিগত কয়েক বছর ধরে, তাকেই ফের একবার তুলে ধরেছে বলে দাবি রাজনৈতিক বিশ্লেষকদের। কাশ্মীরের নেতা গুলাম নবি আজাদ কংগ্রেসের বিক্ষুব্ধ জি-২৩-র অন্যতম সদস্য বলেই পরিচিত, যিনি বারংবার দলের সাংগঠনিক পরিবর্তন ও একজন স্থায়ী নেতৃত্বের দাবি জানিয়েছিলেন। অন্যদিকে, জয়রাম রমেশ গান্ধী পরিবার ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত। “গুলাম নয়, আজাদ থাকো”- এই মন্তব্যে তিনি যে সরাসরি প্রবীণ কংগ্রেস নেতাকেই পদ্ম সম্মান গ্রহণ করার জন্য কটাক্ষ করেছেন, তা বলার প্রয়োজন রাখে না।

শশী থারুরের শুভেচ্ছাবার্তা:

জয়রাম রমেশ কটাক্ষ করলেও, গুলাম নবি আজাদের পদ্ম সম্মান পাওয়ায় শুভেচ্ছাবার্তা জানিয়েছেন অপর কংগ্রেস নেতা শশী থারুর। তিনি টুইট করে লেখেন, “পদ্মভূষণ পুরস্কার পাওয়ার জন্য গুলাম নবি আজাদকে অনেক অভিনন্দন। এটা অত্যন্ত গর্বের যখন অন্য পক্ষের সরকারও সামাজিক অবদানের জন্য স্বীকৃতি দেয়।”

গুলাম নবি আজাদ রাজ্যসভা থেকে অবসর নেওয়ার সময়ে চোখে জল এসেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও। সেই প্রসঙ্গও টেনে এনে শশি থারুর টুইটে বলেন, “একমাত্র কংগ্রেস কর্মী, যিনি প্রধানমন্ত্রীরও চোখে আনিয়েছিলেন।”

প্রসঙ্গত, পদ্ম সম্মান দেশের অন্যতম নাগরিক সম্মান হওয়ায় তা মূলত কেউ খারিজ করেন না, কারণ আগেই পুরস্কার প্রাপকদের এই বিষয়ে জানানো হয়, তারা সেই সম্মান গ্রহণ করতে রাজি হওয়ার পরই সরকারের তরফে তালিকা প্রকাশ করা হয়। বুদ্ধদেবের ক্ষেত্রে কেন্দ্রের আধিকারিকরা জানিয়েছেন, তাঁর স্ত্রীকে এই পুরস্কার সম্পর্কে জানানো হয়েছিল এবং তিনি স্বরাষ্ট্র সচিবকে ধন্যবাদও জানিয়েছিলেন।

Next Article