Congress: ‘জঙ্গিদের ধর্ম জানার সময় থাকে নাকি?’, বিতর্কিত মন্তব্য কংগ্রেস নেতার

Congress: কংগ্রেস নেতা বলেন, "পহেলগাঁও হামলার দায় নেওয়া উচিত সরকারের। কেন নিরাপত্তা ছিল না? সীমান্ত টপকে ২০০ কিলোমিটার ভিতরে চলে এল জঙ্গিরা, আপনাদের ইনটেলিজেন্স কী করছিল? সরকারের ব্যর্থতা নয় এটা?"

Congress: জঙ্গিদের ধর্ম জানার সময় থাকে নাকি?, বিতর্কিত মন্তব্য কংগ্রেস নেতার
কংগ্রেস নেতার বিতর্কিত মন্তব্য।Image Credit source: ANI

|

Apr 28, 2025 | 1:01 PM

মুম্বই: পহেলগাঁওয়ের জঙ্গি হামলা নিয়ে বিতর্কিত মন্তব্য কংগ্রেস বিধায়কের। মহারাষ্ট্রের কংগ্রেস নেতা বিজয় ওয়াদেত্তিয়ার বলেন, “ওরা বলছে জঙ্গিরা নাকি গুলি চালানোর আগে ধর্মীয় পরিচয় যাচাই করেছে। জঙ্গিদের হাতে কি এত সময় থাকে?”

কংগ্রেস নেতা বলেন, “পহেলগাঁও হামলার দায় নেওয়া উচিত সরকারের। কেন নিরাপত্তা ছিল না? সীমান্ত টপকে ২০০ কিলোমিটার ভিতরে চলে এল জঙ্গিরা, আপনাদের ইনটেলিজেন্স কী করছিল? সরকারের ব্যর্থতা নয় এটা?”

তিনি আরও বলেন, “ওরা বলছে জঙ্গিরা নাকি হিন্দু ধর্ম জেনে খুন করেছে। জঙ্গিদের কাছে এত সময় থাকে নাকি? কেউ বলছে এরকম হয়েছে, কেউ বলছে হয়নি। জঙ্গিদের কোনও ধর্ম হয় নাকি? এই হামলায় যারা অভিযুক্ত, তাদের ধরুন এবং শাস্তি দিন। এটা দেশবাসীর অনুভূতি।”