Rahul Gandhi: বিহার জুড়তে পথে নামছেন রাহুল গান্ধী, থাকবেন ইন্ডিয়া জোটের নেতারাও

Voter Adhikar Yatra: জানা গিয়েছে, আগামী ১ সেপ্টেম্বর পটনায় বিরাট মিছিলের আয়োজন করা হবে। কংগ্রেসের দাবি, এটা দেশের গণতন্ত্র রক্ষার লড়াইয়ের বিশেষ স্মরণীয় মুহূর্ত হবে।

Rahul Gandhi: বিহার জুড়তে পথে নামছেন রাহুল গান্ধী, থাকবেন ইন্ডিয়া জোটের নেতারাও
রাহুল গান্ধী।Image Credit source: PTI

|

Aug 17, 2025 | 10:08 AM

পটনা: ভোটার তালিকায় নিবিড় সংশোধন তালিকা নিয়ে সরব হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এবার গণতন্ত্র ও নির্বাচনী অধিকার নিয়ে পথে নামছেন রাহুল গান্ধী। বিহারের বিধানসভা নির্বাচনের আগেই আজ থেকে ভোটার অধিকার যাত্রা শুরু করছেন তিনি।

লোকসভা নির্বাচনের আগে ভারত জোড়ো যাত্রা শুরু করেছিলেন রাহুল গান্ধী। এবার বিহারের বিধানসভা নির্বাচনের আগে ‘ভোটার অধিকার যাত্রা’ শুরু করছেন।

আজ, ১৭ অগস্ট বিহারের সাসারাম থেকে ‘ভোটার অধিকার যাত্রা’ শুরু করছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। বিহারে এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে এবং ভোট চুরির অভিযোগ নিয়েই এই পদযাত্রা শুরু করছেন রাহুল গান্ধী। ১৬ দিনের পদযাত্রায় বিহারের বিভিন্ন অংশে পৌঁছবেন রাহুলরা।

শুধু কংগ্রেস নয়, এই পদযাত্রা আয়োজন করা হয়েছে ইন্ডিয়া জোটের অধীনে। তাই বিরোধী শিবিরের নেতারাও এই পদযাত্রায় অংশ নেবেন রাহুলের সঙ্গে। আরজেডি নেতা তেজস্বী যাদব যোগ দেবেন বলে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। বাকি বিরোধী নেতারাও পা মেলাতে পারেন।

জানা গিয়েছে, আগামী ১ সেপ্টেম্বর পটনায় বিরাট মিছিলের আয়োজন করা হবে। কংগ্রেসের দাবি, এটা দেশের গণতন্ত্র রক্ষার লড়াইয়ের বিশেষ স্মরণীয় মুহূর্ত হবে।

দিল্লিতে সাংবাদিক বৈঠকে কংগ্রেসের মুখপাত্র পবন খেরা জানিয়েছেন, বিহারে মোট ১৩০০ কিলোমিটার পথ পরিক্রমা করা হবে। মূলত যে জায়গাগুলিতে ভোটারদের নাম বাদ গিয়েছে বলে দাবি, সেখানে পদযাত্রা হবে। তিনি বলেন, “এটা শুধু যাত্রা নয়, এটা জনগণের আন্দোলন। ভোটার অধিকার যাত্রা গণতন্ত্রের মাইলস্টোন হয়ে থাকবে। গরিব, দলিত, পিছিয়ে পড়া শ্রেণি, সংখ্যালঘু মানুষদের কণ্ঠরোধ করার যে ষড়যন্ত্র করা হয়েছে, তার বিরুদ্ধে এই আন্দোলন।”

নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও সমালোচনা করে কংগ্রেস। পবন খেরা দাবি করেন, বিজেপির সঙ্গে হাত মিলিয়ে এসআইআরের আড়ালে ভোটার তালিকা বদল করে দিচ্ছে নির্বাচন কমিশন। শীর্ষ আদালতের নির্দেশের পর নির্বাচন কমিশন স্ক্রুটিনি করছে।