AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

UPA সরকার রিলায়েন্সকে গ্যাসের দর নির্ধারণে সুবিধা পাইয়ে দিয়েছিল, দাবি প্রাক্তন আমলার

UPA-Reliance Industries: প্রাক্তন আমলার বইতে লেখা হয়েছে, মুকেশ আম্বানীর রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ়ের গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্তকে হয়ত সমর্থন করেছিল কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকার।

UPA সরকার রিলায়েন্সকে গ্যাসের দর নির্ধারণে সুবিধা পাইয়ে দিয়েছিল, দাবি প্রাক্তন আমলার
প্রাক্তন আমলা কে এম চন্দ্রশেখর
| Edited By: | Updated on: Jan 14, 2023 | 11:17 PM
Share

নয়া দিল্লি: প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের (Manmohan Singh) মন্ত্রিসভার সচিব ছিলেন কে এম চন্দ্রশেখর (KM Chandrasekhar)। ২০০৭-২০১১ সাল পর্যন্ত মন্ত্রিসভার সচিবের দায়িত্ব পালন করেছেন তিনি। সম্প্রতি তিনি একটি বই প্রকাশ করেছেন, ‘অ্যাজ় গুড অ্যাজ় মাই ওয়ার্ড’। বইতে মনমোহন সিং জমানার বিভিন্ন বিষয় তুলে ধরেছেন তিনি। রয়েছে বিভিন্ন চাঞ্চল্যকর তথ্যও। প্রাক্তন আমলার ওই বইয়ের কিছু কিছু অংশ তুলে ধরেই এবার কংগ্রেসকে একহাত নিলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য (Amit Malaviya)। সেখানে লেখা হয়েছে, মুকেশ আম্বানীর রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ়ের গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্তকে হয়ত সমর্থন করেছিল কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকার।

কে এম চন্দ্রশেখরের লেখা ওই বইতে লেখা হয়েছে, আন্তর্জাতিক স্তরের নিলামের মাধ্যমেই গ্যাসের দর ঠিক হয়। মুকেশ আম্বানীর রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ়, এনটিপিসি এবং তাঁর ভাই অনিল আম্বানীর সঙ্গে মিলিতভাবে দর ঠিক করেছিল প্রতি এমএমবিটিইউ (মেট্রিক মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট) পিছু ২.৩৪ মার্কিন ডলার। কিন্তু পরবর্তীতে রিলায়েন্স দর পাল্টানোর সিদ্ধান্ত নিয়েছিল। প্রাক্তন আমলা তাঁর বইতে লিখেছেন, যে দর বলা হচ্ছিল, তা অনেকটাই বেশি। তাঁর কথায়, এই নতুন দর বেশ সন্দেহজনক এবং একেবারেই দেশের স্বার্থে ছিল না।

সেই সংশোধিত প্রস্তাবনায়, রিলায়েন্সের তরফে সংশোধিত প্রস্তাবে ৮০ এমএমএসসিএমডি (মিলিয়ন স্ট্যান্ডার্ড কিউবিক ফুট/দিন) গ্যাস উৎপাদনকে দ্বিগুণ করতে যে দর হাঁকানো হয়েছিল, তা প্রথমে সম্মত হওয়া দরের প্রায় চার গুণ। অর্থাৎ, তৎকালীন হিসেবে ৮.৮ বিলিয়ন মার্কিন ডলার। তৎকালীন গ্যাস ও পেট্রোলিয়াম মন্ত্রী এই সংশোধনের বিষয়ে কোনওকিছুই বলেননি, দাবি প্রাক্তন আমলার। চন্দ্রশেখর তাঁর বইতে লিখেছেন, এই ঘটনার পর ওই মন্ত্রীকে বদল করা হয়েছিল এবং তাঁকে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ একটি পোর্টফোলিওর দায়িত্ব দেওয়া হয়েছিল।

তৎকালীন প্রধানমন্ত্রীর ইকোনমিক অ্যাডভাইজরি কাউন্সিলের প্রধান সি রঙ্গরাজনের অধীনে একটি কমিটি গ্যাসের দাম নির্ধারণের জন্য গঠিত হয়েছিল। পাশাপাশি প্রয়াত বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রণব মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে মন্ত্রীদের একটি বিশেষ দলও গঠন করা হয়েছিল। প্রাক্তন আমলা তাঁর বইতে লিখেছেন, একাধিক পরামর্শ সত্ত্বেও একটি “প্রস্তাবিত রুপি-ভিত্তিক মূল্যের পরিবর্তে ডলার-ভিত্তিক মূল্য নির্ধারণ সহ আরও কিছু ছোটখাটো অদল-বদল করা ‘সন্দেহজনক’ ওই ফর্মুলা গৃহীত হয়েছিল। তিনি বইতে এও লিখেছেন, গ্যাসের মূল্য নির্ধারণ সংক্রান্ত সমস্যাটি ২০১৪ সালে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকারের আমলে সমাধান করা হয়েছিল। ২০১৩ সালে রঙ্গরাজন কমিটির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে ২০১৪ সালের অক্টোবরে একটি উন্নত ফর্মুলা তুলে আনা হয়েছিল।

এই নতুন ফর্মুলায় অধীনে, প্রতি এমএমবিটিইউ গ্যাসের দাম করা হয়েছিল ৫.৫৫ মার্কিন ডলার, যেটি আগে ছিল ৪.২-৫.২৫ ডলার। অমিত মালব্যর টুইটারে পোস্ট করা প্রাক্তন আমলার বইয়ের অংশ বিশেষ অনুযায়ী, নতুন ফর্মুলা গ্রস ক্যালোরিফিক ভ্যালুর উপর ভিত্তি করে মূল্যের আন্তর্জাতিক নিয়মের উপর তৈরি করা হয়েছিল। ওই বইয়ে রিজার্ভ ব্যাঙ্কের স্বাধীনতা, সন্ত্রাসবাদ মোকাবিলার নীতি এবং প্রশাসনিক সংস্কারের বিষয়েও মন্তব্য করেছেন প্রাক্তন আমলা।

শুনানিতে যেতে না পারলে কী হবে? অকূলপাথারে বর্ধমানের মুখোপাধ্যায় পরিবার
শুনানিতে যেতে না পারলে কী হবে? অকূলপাথারে বর্ধমানের মুখোপাধ্যায় পরিবার
'এরা বাংলাকে বাংলাদেশ তৈরি করতে চাইছে...', তৃণমূলকে তোপ মিঠুনের
'এরা বাংলাকে বাংলাদেশ তৈরি করতে চাইছে...', তৃণমূলকে তোপ মিঠুনের
তৃণমূলকে এনেছিলাম, এবার বিজেপিকে আনব: শুভেন্দু
তৃণমূলকে এনেছিলাম, এবার বিজেপিকে আনব: শুভেন্দু
'বাবরি পাহারা দিচ্ছে পুলিশ...', বাংলা নিয়ে তোপ BJP নেতার
'বাবরি পাহারা দিচ্ছে পুলিশ...', বাংলা নিয়ে তোপ BJP নেতার
কারা হচ্ছেন মাইক্রো অবজার্ভার, উদ্দেশ্য কী?
কারা হচ্ছেন মাইক্রো অবজার্ভার, উদ্দেশ্য কী?
মদ্যপান, ছোট পোশাকে নাচ নাকি ব্রাহ্মণের মেয়ে বলে বাদ পড়লেন নিশা?
মদ্যপান, ছোট পোশাকে নাচ নাকি ব্রাহ্মণের মেয়ে বলে বাদ পড়লেন নিশা?
মেয়ে হারিয়েছেন, হাঁসখালিকাণ্ডে সাজা শুনে কী বললেন নির্যাতিতার মা?
মেয়ে হারিয়েছেন, হাঁসখালিকাণ্ডে সাজা শুনে কী বললেন নির্যাতিতার মা?
সারারাত বিছানায় শুয়ে কষ্টে ছটফট! কী ভয়ঙ্কর কাজ হল উরফির সঙ্গে?
সারারাত বিছানায় শুয়ে কষ্টে ছটফট! কী ভয়ঙ্কর কাজ হল উরফির সঙ্গে?
বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে? চাপ বাড়ছে ইউনূসের উপর
বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে? চাপ বাড়ছে ইউনূসের উপর
দিল্লি মরুভূমি হল বলে, আরাবল্লীর ৯০ শতাংশই নাকি পাহাড় নয়!
দিল্লি মরুভূমি হল বলে, আরাবল্লীর ৯০ শতাংশই নাকি পাহাড় নয়!