PM Narendra Modi: ‘নেহরু নয়, সর্দার প্যাটেলকে প্রধানমন্ত্রী করতে চেয়েছিল ১২টি প্রদেশ কংগ্রেস’, সংসদেই সব খোলসা করলেন মোদী

Jyotirmoy Karmokar | Edited By: সঞ্জয় পাইকার

Dec 14, 2024 | 9:38 PM

PM Narendra Modi: শনিবার সংসদে গান্ধী পরিবারকে তীব্র আক্রমণ করেন মোদী। দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু নিজের স্বার্থে সংবিধান পরিবর্তন করেন বলে মন্তব্য করেন। মোদী বলেন, "যখন ১৯৪৭ সালের পর প্রথম নির্বাচনের আগে নির্বাচিত সরকার ছিল না, তখন সংবিধান সংশোধন করে দিয়েছিলেন।"

PM Narendra Modi: নেহরু নয়, সর্দার প্যাটেলকে প্রধানমন্ত্রী করতে চেয়েছিল ১২টি প্রদেশ কংগ্রেস, সংসদেই সব খোলসা করলেন মোদী
সংসদে গান্ধী পরিবারের বিরুদ্ধে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Follow Us

নয়াদিল্লি: সংসদে সংবিধান বিতর্কে বক্তব্য রাখতে গিয়ে নেহরু-গান্ধী পরিবারকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের স্বার্থে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু সংবিধান পরিবর্তন করেছিলেন বলে মন্তব্য করেন তিনি। সংবিধান পরিবর্তন নিয়ে ‘রক্তের স্বাদ’ পাওয়া গান্ধী পরিবার তারপর বারবার সংবিধান পরিবর্তন করেছে বলে আক্রমণ করেন তিনি। একইসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেসের প্রদেশ কমিটিগুলি প্রধানমন্ত্রী হিসেবে সর্দার বল্লভভাই প্যাটেলকে চেয়েছিলেন। তারপরও প্রধানমন্ত্রী হন জওহরলাল নেহরু।

শনিবার সংসদে গান্ধী পরিবারকে তীব্র আক্রমণ করেন মোদী। দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু নিজের স্বার্থে সংবিধান পরিবর্তন করেন বলে মন্তব্য করেন। মোদী বলেন, “যখন ১৯৪৭ সালের পর প্রথম নির্বাচনের আগে নির্বাচিত সরকার ছিল না, তখন সংবিধান সংশোধন করে দিয়েছিলেন। স্বাধীনতার উপর হাতুড়ি মেরে সংবিধান নির্মাতাদের অপমান করেছিলেন। সংবিধান সভায় যা যা করতে পারেনি, তা পিছনের দরজা দিয়ে করেছেন।”

নেহরুকে আক্রমণ করে মোদী বলেন, “নেহরু মুখ্যমন্ত্রীদের চিঠি লিখে জানিয়েছিলেন, যদি আমাদের কাজে কোথাও সংবিধান প্রতিবন্ধক হিসেবে আসে, তাহলে যে কোনও পরিস্থিতিতে সংবিধান বদলাতে হবে।”

এই খবরটিও পড়ুন

কংগ্রেসের মুখে সংবিধানের কথা শোভা পায় না মন্তব্য করেন মোদী। সেই প্রসঙ্গেই সর্দার বল্লভভাই প্যাটেলের কথা টেনে আনেন প্রধানমন্ত্রী। বলেন, “সেইসময় ১২টি প্রদেশ কংগ্রেস সর্দার বল্লভভাই প্যাটেলকে প্রধানমন্ত্রী করতে চেয়েছিল। নেহরুকে একটি প্রদেশ কংগ্রেস কমিটিও চায়নি। তারপরও দলের সংবিধান না মেনে প্রধানমন্ত্রী হয়েছেন নেহরু। কংগ্রেস নিজেদের পার্টি সংবিধান কখনও স্বীকার করেনি। তারা দেশের সংবিধান কী মানবে।”

প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকেও নিশানা করেন মোদী। তিনি বলেন, “সংবিধান পরিবর্তন করে যে রক্তের স্বাদ নেহরু পাইয়ে দেন, তারপর যখন ইচ্ছে সংবিধানের খুন করেছেন ওঁরা। ইন্দিরা গান্ধীর আমলে আদালতের ক্ষমতা খর্ব করা হয়েছিল।” জরুরি অবস্থার প্রসঙ্গও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

কেন্দ্রের কোনও পদে না থেকেও ইউপিএ সরকারের সময় সনিয়া গান্ধীর ক্ষমতা নিয়ে আক্রমণ করেন মোদী। টেনে আনেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের একটি বক্তব্য। পুরো কংগ্রেস পার্টিকে একটি পরিবার কব্জা করে নিয়েছে বলে তোপ দাগেন মোদী।

 

Next Article