Congress-NC Alliance: জম্মু-কাশ্মীরের জোটে ‘ঘোঁট’, সরকারের অংশ হবে না কংগ্রেস! কী ভাগ্যে আছে ওমর আবদুল্লার?

ঈপ্সা চ্যাটার্জী |

Oct 16, 2024 | 9:18 AM

Jammu Kashmir: জম্মু-কাশ্মীরের বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছে ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেস জোট। আজ মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ ওমর আবদুল্লার। এর মধ্যেই বড় খবর। ওমর আবদুল্লার সরকারের অংশ হতে চায় না কংগ্রেস।

Congress-NC Alliance: জম্মু-কাশ্মীরের জোটে ঘোঁট, সরকারের অংশ হবে না কংগ্রেস! কী ভাগ্যে আছে ওমর আবদুল্লার?
ভোটে জেতার পর রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়্গের সঙ্গে ফারুক ও ওমর আবদুল্লা।
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি: জোটে জট। জম্মু-কাশ্মীরের বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছে ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেস জোট। আজ মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ ওমর আবদুল্লার। এর মধ্যেই বড় খবর। ওমর আবদুল্লার সরকারের অংশ হতে চায় না কংগ্রেস। এমনটাই সূত্রের খবর। তাহলে সরকার গঠন কীভাবে হবে?

সূত্র মারফত জানা গিয়েছে, কংগ্রেস সরকারের অংশ না হলেও, বাইরে থেকে ন্যাশনাল কনফারেন্সের সরকারকেই সমর্থন করবে। হঠাৎ কেন এই সিদ্ধান্ত, সে সম্পর্কে দলের তরফে আপাতত কিছু জানানো হয়নি।

১০ বছর পর বিধানসভা নির্বাচন হয়েছে জম্মু-কাশ্মীরে। সেই নির্বাচনে ৯০টি আসনের মধ্যে ৪২টিতে জয়ী ন্যাশনাল কনফারেন্স এবং ৬টিতে জয়ী কংগ্রেস মিলেই জোট সরকার গঠন করছে। আজ ওমর আবদুল্লার শপথ গ্রহণ। তার আগেই এই ধাক্কা।

জানা গিয়েছে, সরকারে না থাকলেও, বাইরে থেকে পূর্ণ সমর্থন জানানোর আশ্বাস দিয়েছে কংগ্রেস। তারা সরকারে কোনও মন্ত্রী পদও নেবে না।

দলীয় সূত্রে খবর, জম্মু-কাশ্মীর নির্বাচনে আশাতীত ফল না হওয়ার কারণেই সরকারে সামিল না হওয়ার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। ন্যাশনাল কনফারেন্সের যেহেতু আসন সংখ্যা অনেক বেশি, তাই সরকার পরিচালনের যাবতীয় ক্ষমতাও তাদের হাতেই থাকবে। সরকারে কোণঠাসা হয়ে যেতে হবে কংগ্রেসকে। পাশাপাশি প্রত্যাশিত সংখ্যায় মন্ত্রিত্ব না পাওয়ার কারণে কংগ্রেসের এই সিদ্ধান্ত বলে খবর। জানা যাচ্ছে, কংগ্রেসকে একটির বেশি পূর্ণ মন্ত্রক ছাড়তে নারাজ ওমর আবদুল্লা।

আজকের শপথ গ্রহণ অনুষ্ঠানে ন্যাশনাল কনফারেন্সের তরফে ইন্ডিয়া জোটের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। শোনা যাচ্ছে শপথ গ্রহণ অনুষ্ঠানে যেতে পারেন প্রিয়ঙ্কা গান্ধী ও মল্লিকার্জুন খাড়্গে। আমন্ত্রণ পেলেও যাচ্ছেন না রাহুল গান্ধী।

Next Article