২ কোটি কৃষকের সই নিয়ে রাষ্ট্রপতির কাছে যাচ্ছে কংগ্রেস

ঈপ্সা চ্যাটার্জী | Edited By: সোমনাথ মিত্র

Dec 23, 2020 | 1:23 PM

এক বিবৃতিতে ভেনুগোপাল বলেন,"আগামী ২৪ ডিসেম্বর তিনটি কালা আইন প্রত্যাহারের বিষয়ে রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়ে কংগ্রেসের প্রতিনিধিরা রাহুল গান্ধীর নেতৃত্বে দুই কোটি কৃষকের সই সহ একটি স্মারকলিপি জমা দেবেন।"

২ কোটি কৃষকের সই নিয়ে রাষ্ট্রপতির কাছে যাচ্ছে কংগ্রেস
কৃষকদের বলে দেওয়া হয়েছে, 'বল এবার আপনাদের কোর্টে- ফাইল চিত্র।

Follow Us

নয়া দিল্লি: কেন্দ্র উদাসীন, তাই কৃষক আন্দোলনে রাষ্ট্রপতির হস্তক্ষেপ চাইলো বিরোধী দল কংগ্রেস (Congress)। আগামী ২৪ ডিসেম্বর রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের প্রতিনিধি দল দুই কোটি কৃষকের স্বাক্ষর সহ একটি স্মারকলিপি (memorandum) জমা দিতে চলেছে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (Ram Nath Kovind) কাছে।

কিছুদিন আগেই তিনটি নয়া কৃষি আইন (Farm Laws) ও কৃষক আন্দোলনের (Farmers Protest) বিষয়ে আলোচনা করতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করেছিলেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। মঙ্গলবার কংগ্রেসের জেনারেল সেক্রেটারি কে সি ভেনুগোপাল (KC Venugopal) জানান, প্রাক্তন দলীয় প্রধান রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস প্রতিনিধিরা রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দেবেন আগামী বৃহস্পতিবার।

এক বিবৃতিতে ভেনুগোপাল বলেন,”আগামী ২৪ ডিসেম্বর তিনটি কালা আইন প্রত্যাহারের বিষয়ে রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়ে কংগ্রেসের প্রতিনিধিরা রাহুল গান্ধীর নেতৃত্বে দুই কোটি কৃষকের সই সহ একটি স্মারকলিপি জমা দেবেন।”

আরও পড়ুন: দাবি না মিটলে প্রজাতন্ত্র দিবসে না আসার আর্জি! ব্রিটিশ প্রধানমন্ত্রীকে চিঠি লিখছেন আন্দোলনরত কৃষকরা

তিনি জানান, কংগ্রেস দেশজুড়ে একটি প্রচারাভিযান শুরু করেছে যেখানে কৃষক ও কৃষির সঙ্গে যুক্ত মানুষরা এই তিনটি আইনের বিরোধিতা ও প্রত্যাহারের দাবি জানিয়েছেন এবং স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)-র সরকার নিজের পুঁজিবাদী বন্ধুদের সাহায্যের জন্য যে কৃষক বিরোধী আইন এনেছে, তার বিরুদ্ধে লক্ষ লক্ষ কৃষক হাড় হিম করা ঠান্ডায় বসে প্রতিবাদ জানাচ্ছে, তবুও নিরুত্তর থাকছে সরকার।

কংগ্রেস সেক্রেটারি আরও যোগ করে বলেন, “এই তিনটি কৃষি আইন দেশজুড়ে কৃষকদের ইতিমধ্যেই বহু কষ্ট দিয়েছে। আইন প্রত্যাহারের দাবিতে তারা প্রায় বিগত এক মাস ধরে সরকারের কাছে অনুরোধ করছে এবং গত কয়েকদিন ধরে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে বসেছে। ”

আরও পড়ুন: নতুন স্ট্রেনের খোঁজে কনসর্টিয়াম গড়ার পরিকল্পনা ভারতেও

Next Article