দাবি না মিটলে প্রজাতন্ত্র দিবসে না আসার আর্জি! ব্রিটিশ প্রধানমন্ত্রীকে চিঠি লিখছেন আন্দোলনরত কৃষকরা
কৃষকদের দাবি পূরণ না হলে বরিস যেন ভারতে না আসেন। ব্রিটিশ প্রধানমন্ত্রীকে চিঠি লিখে এই আর্জিই জানাবেন অন্নদাতারা।
নয়া দিল্লি: এবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে (Boris Johnson) চিঠি লিখতে চলেছেন আন্দোলনরত কৃষকরা। প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধান অতিথি হয়ে আসতে চলেছেন বরিস। কৃষকদের দাবি পূরণ না হলে বরিস যেন ভারতে না আসেন। ব্রিটিশ প্রধানমন্ত্রীকে চিঠি লিখে এই আর্জিই জানাবেন অন্নদাতারা। পঞ্জাবের কৃষক নেতা কুলবন্ত সিং সন্ধু সংবাদসংস্থা এএনআইকে জানিয়েছেন একথা।
প্রজাতন্ত্র দিবসে দিল্লির কুচকাওয়াজে প্রধান অতিথি হয়ে আসার কথা ব্রিটিশ প্রধানমন্ত্রীর। গত সপ্তাহে বরিস জনসন জানিয়েছিলেন, ভারতের প্রজাতন্ত্র দিবসে আমন্ত্রণ পেয়ে তিনি ধন্য। এবার সেই বরিসকেই চিঠি লিখতে চলেছেন আন্দোলনরত অন্নদাতারা।
যদি বরিস জনসন প্রজাতন্ত্র দিবসে ভারতে আসেন তাহলে এটাই হবে প্রধানমন্ত্রী হিসাবে ভারতে তাঁর প্রথম দ্বিপাক্ষিক ভ্রমণ। প্রজাতন্ত্র দিবসে বরিস এলে তিনি হবেন দ্বিতীয় ব্রিটিশ নেতৃত্ব যিনি ভারতের প্রজাতন্ত্র দিবসে দিল্লির কুচকাওয়াজে অংশগ্রহণ করবেন। এর আগে একমাত্র ১৯৯৩ সালে জন মেজর দিল্লির কুচকাওয়াজে এসেছিলেন।
সেপ্টেম্বর থেকে সারা দেশে শুরু হয়েছে কৃষক আন্দোলন। সিঙ্ঘু সীমান্তে আন্দোলনে বসেছেন হাজারো কৃষক। তিনটি কৃষি আইন প্রত্যাহার করতে হবে, এই দাবিতে অনড় কৃষকরা। কেন্দ্রের সঙ্গে কৃষক নেতাদের একাধিক বৈঠক হলেও রফাসূত্র মেলেনি।
আরও পড়ুন: কৃষকদের কালো পতাকার সামনে গাড়ি ঘোরাতে বাধ্য হলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী
এর আগে কৃষকদের আন্দোলনের সমর্থনে কথা বলেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ব্রিটেনের ৩৬ জন সাংসদ বিদেশ সচিবকে এস জয়শঙ্করের সঙ্গে কথা বলে ব্রিটিশ পঞ্জাবির কথা জানানোর আবেদন করেছিলেন। কিন্তু বিদেশি নেতৃত্বের কড়া সমালোচনা করেছে দেশ। দেশের অভ্যন্তরীণ বিষয়ে মাথা ঢোকানোর পর কানাডার হাই কমিশনারকে সমনও পাঠিয়েছিল কেন্দ্র।