Rahul Gandhi: আদালতে ঝুলেছিল মামলা, দু’বছর পর সাভারকার মানহানি-কাণ্ডে রেহাই পেলেন রাহুল

Rahul Gandhi: ২০২৩ সালে লন্ডনে গিয়ে সাভারকারকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী। সেই মন্তব্যের ভিত্তিতে রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করে সাভারকারের নাতি সত্যকি সাভারকার।

Rahul Gandhi: আদালতে ঝুলেছিল মামলা, দু'বছর পর সাভারকার মানহানি-কাণ্ডে রেহাই পেলেন রাহুল
লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীImage Credit source: PTI
Follow Us:
| Updated on: Jan 10, 2025 | 9:08 PM

পুনে: অবশেষে মিলল রেহাই। মানহানি মামলায় জামিন পেলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সাভারকার নিয়ে বিতর্কিত মন্তব্য করায় তাঁর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিল খোদ সাভারকারের পরিবারেরই একজন। অবশেষে সেই মামলায় পুনের আদালতে রেহাই পেলেন রাহুল।

এদিন রাহুলের প্রতিনিধি হিসাবে আদালতে হাজির হয়েছিলেন কংগ্রেস নেতা মোহন যোশী। ভিডিয়ো কনফারেন্স মাধ্যমে শুনানিতে যোগ দিয়েছিলেন রাহুল গান্ধী। জানা গিয়েছে, নতুন বছর উপলক্ষে বিদেশ ভ্রমণে গিয়েছেন রাহুল। সেই কারণেই আদালতে নিজ শরীরে উপস্থিত হতে পারেননি তিনি। তবে যোগ দিয়েছিলেন ভার্চুয়ালি।

২০২৩ সালে লন্ডনে গিয়ে সাভারকারকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী। সেই মন্তব্যের ভিত্তিতে রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করে সাভারকারের নাতি সত্যকি সাভারকার। তবে এদিন সেই মামলা থেকে নির্দ্বিধায় রেহাই পান কংগ্রেস সাংসদ। ২৫ হাজার টাকার বন্ডের ভিত্তিতে জামিন পান তিনি।

তবে এদিন রাহুলের বিরুদ্ধে দায়ের হওয়া আরও একটি মানহানি মামলার শুনানি ছিল উত্তরপ্রদেশে। কিন্তু আইনজীবীদের প্রতিবাদ মিছিলের জেরে সেই মামলার শুনানি আপাতত পিছিয়ে যায় বলেই খবর। আগামী ২২ জানুয়ারি শুনানি হবে বলে জানা গিয়েছে আদালত সূত্রে।

২০১৮ সালে কংগ্রেস নেতার বিরুদ্ধে মামলা দায়ের করে বিজেপি নেতা বিজয় মিশ্রা। কর্নাটক নির্বাচনের সময় একাধিক বিতর্কিত মন্তব্য করেছেন রাহুল, এমনটাই অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন এই বিজেপি। এদিন, সাভারকার মামলার পাশাপাশি উত্তরপ্রদেশে এই মামলারও শুনানি ছিল বলে খবর।