AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কৃষকদের কালো পতাকার সামনে গাড়ি ঘোরাতে বাধ্য হলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী

প্রতিবাদী কৃষকদের সামনে পড়ে প্রথমে গাড়ির গতি কমানো হলেও পরে অবস্থা বেগতিক দেখে গাড়ি ঘুরিয়ে নেন মুখ্যমন্ত্রী,বাতিল হয়ে যায় মুখ্যমন্ত্রীর অম্বালা সফর।

কৃষকদের কালো পতাকার সামনে গাড়ি ঘোরাতে বাধ্য হলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী
ফাইল চিত্র।
| Updated on: Dec 22, 2020 | 7:34 PM
Share

চন্ডীগড়: কৃষকদের রোষের মুখে পড়লেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর (Manohar Lal Khattar)। কালো পতাকা টপকে এগোতে না পেরে অবশেষে ‘ইউ টার্ন’ নিয়েই ফিরে যেতে হল তাঁকে।

মঙ্গলবার পুরসভা নির্বাচনে বিজেপি (BJP) প্রার্থীদের সমর্থনে অম্বালা যাচ্ছিলেন হরিয়ানা (Haryana)-র মুখ্যমন্ত্রী। সেই সময়ই কয়েকশো আন্দোলনকারী কৃষক তাঁর কনভয়কে অম্বালার আগ্রাসেন চকের কাছে ঘিরে ধরে এবং কালো পতাকা দেখাতে শুরু করে। ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় দেখা যায়, কালো পতাকার পাশাপাশি কয়েকজন আন্দোলনকারীর হাতে ছিল লাঠিও।

প্রতিবাদী কৃষকদের সামনে পড়ে প্রথমে গাড়ির গতি কমানো হলেও পরে অবস্থা বেগতিক দেখে গাড়ি ঘুরিয়ে নেন মুখ্যমন্ত্রী,বাতিল হয়ে যায় মুখ্যমন্ত্রীর অম্বালা সফর।

আরও পড়ুন: দশম-দ্বাদশের বোর্ড পরীক্ষা জানুয়ারিতে হচ্ছে না

কৃষকদের রোষের মুখে মনোহর লাল খট্টরই প্রথম নন, এর আগে ১ ডিসেম্বর কেন্দ্রীয়মন্ত্রী রতন লাল কাতারিয়া (Rattan Lal Kataria)-ও একই পরিস্থিতির শিকার হন। অম্বালার একটি গ্রামে গেলে তাঁকে কালো পতাকা দেখান একদল কৃষক।

কৃষক আন্দোলনের শুরু থেকেই মনোহর লাল দাবি করেছিলেন, তাঁর রাজ্যে কেবল হাতে গোনা কয়েকজন কৃষকই নয়া কৃষি আইন (Farm Laws) নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। আন্দোলনকারী কৃষকদের দিল্লি প্রবেশে বাধা দেওয়া নিয়েও প্রতিবেশী রাজ্য পঞ্জাবের মুখ্যমন্ত্রীর সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন তিনি।

আরও পড়ুন: এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের থেকে ২১০০ কোটি টাকার ঋণ নিচ্ছে বিপ্লব দেবের সরকার