AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Veg-Non Veg Controversy: মাছ-মাংস-ডিম ‘ব্যান’! প্রজাতন্ত্র দিবসেও নিরামিষ খেতে হবে? নির্দেশিকা ঘিরে হইচই

Republic Day 2026: বন্দে ভারত স্লিপারে শুধুমাত্র নিরামিষ খাবার পরিবেশন করা হচ্ছে। এতেই আপত্তি অনেকের। এই খাবার বিতর্ককে হাতিয়ার করেছে তৃণমূল কংগ্রেস। এবার সেই বিতর্কেই নতুন সংযোজন। প্রজাতন্ত্র দিবসেও নিরামিষ খেতে হবে? এমনই এক নির্দেশিকা ঘিরে হইচই পড়ে গিয়েছে। 

Veg-Non Veg Controversy: মাছ-মাংস-ডিম 'ব্যান'! প্রজাতন্ত্র দিবসেও নিরামিষ খেতে হবে? নির্দেশিকা ঘিরে হইচই
প্রজাতন্ত্র দিবসেও খাবার নিয়ে ফতোয়া।Image Credit: PTI
| Edited By: | Updated on: Jan 24, 2026 | 12:00 PM
Share

ভুবনেশ্বর: বন্দে ভারত স্লিপার চালু হতেই সুপারহিট। তবে বিতর্ক বেঁধেছে অন্য একটি বিষয় নিয়ে। বন্দে ভারত স্লিপারের খাবার নিয়ে। অভিযোগ, বন্দে ভারত স্লিপারে শুধুমাত্র নিরামিষ খাবার পরিবেশন করা হচ্ছে। এতেই আপত্তি অনেকের। এই খাবার বিতর্ককে হাতিয়ার করেছে তৃণমূল কংগ্রেস। তারা সুর চড়িয়েছে যে কী খাবার খাবে সাধারণ মানুষ, তাও চাপিয়ে দেওয়া হচ্ছে। এবার সেই বিতর্কেই নতুন সংযোজন। প্রজাতন্ত্র দিবসেও নিরামিষ খেতে হবে? এমনই এক নির্দেশিকা ঘিরে হইচই পড়ে গিয়েছে।

এই নির্দেশিকা জারি করা হয়েছে ওড়িশার কোরাপুটে। জেলাশাসক মনোজ সত্যয়ণ মহাজন নির্দেশিকা জারি করে বলেছেন, ৭৭ তম প্রজাতন্ত্র দিবসে কোরাপুটে মাছ, মাংস, ডিম ও অন্যান্য আমিষ খাবার বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। ওই দিন কোনও ধরনের আমিষ খাবার বিক্রি করা যাবে না। সকল তহশিলদার, ব্লক ডেভেলপমেন্ট অফিসার ও অন্যান্য সরকারি আধিকারিকদের অনুরোধ করা হয়েছে, তারা যাতে এই নির্দেশিকা অনুসরণে সহায়তা করে।

জেলাশাসক অফিসের তরফে জানানো হয়েছে, যারা এই নির্দেশিকা মানবে না, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। প্রজাতন্ত্র দিবসের নিয়মানুবর্তিতা মানতেই এই নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ইতিমধ্যেই বন্দে ভারত স্লিপার ট্রেনে নিরামিষ খাবার পরিবেশন নিয়ে বিতর্ক শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেস এক্স হ্যান্ডেলে পোস্ট করে বিজেপিকে আক্রমণ করেছে। নিরামিষ সাম্রাজ্যবাদকে হাতিয়ার করে লেখা হয়েছে, “এই ট্রেনটি এমন দু’টি রাজ্যের মধ্যে দিয়ে যাতায়াত করছে যেখানকাল মানুষের খাদ্যসংস্কৃতিতে আমিষের বিশেষ গুরুত্ব রয়েছে। অথচ সেখানে খালি নিরামিষ খাবার দেওয়া হচ্ছে”। তৃণমূলের আরও অভিযোগ, বিজেপি মানুষের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে। কে কী খাবে, কে কী পরবে, কীভাবে বাঁচবে-তা ঠিক করে দিচ্ছে।

এর আগে রামনবমীতে নিরামিষ খাবার, উত্তর প্রদেশের অযোধ্যায় রামপথে আমিষ নিষিদ্ধ করা, এমনকী অনলাইন ডেলিভারিতেও আমিষ খাবার ব্যান করে দেওয়া হয়েছে। এবার প্রজাতন্ত্র দিবসেও নিরামিষ খাবারে ফতোয়া জারি হতেই জলঘোলা শুরু হল।