AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Video: রেললাইনেই স্টোভ জ্বালিয়ে চলছে রান্না থেকে পড়াশোনা, ভাইরাল ভিডিয়ো

Rail Track: রেললাইনেই স্টোভ জ্বালিয়ে চলছে রান্না। তার মাঝে আবার কেউ শুয়ে ঘুমোচ্ছে, বাচ্চা দৌড়াদৌড়ি করছে। বলা যায়, একেবারে সংসার পেতে বসেছে রেললাইনে। শুনতে অবিশ্বাস্য লাগলেও এমনই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও ভিডিয়োটি প্রকাশ্যে আসার পরই পদক্ষেপ করেছে রেল।

Video: রেললাইনেই স্টোভ জ্বালিয়ে চলছে রান্না থেকে পড়াশোনা, ভাইরাল ভিডিয়ো
রেললাইনে বসে চলছে পড়াশোনা।Image Credit: twitter
| Updated on: Jan 27, 2024 | 4:04 PM
Share

মুম্বই: রেললাইনের উপর বসেই চলছে পড়াশোনা। শুধু তাই নয়, রেললাইনেই স্টোভ জ্বালিয়ে চলছে রান্না। তার মাঝে আবার কেউ শুয়ে ঘুমোচ্ছে, বাচ্চা দৌড়াদৌড়ি করছে। বলা যায়, একেবারে সংসার পেতে বসেছে রেললাইনে। শুনতে অবিশ্বাস্য লাগলেও এমনই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যার প্রেক্ষিতে রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।

রেললাইনের উপর সংসার পেতে বসেছে একেবারে মুম্বইয়ের মহিম জংশন স্টেশন চত্বরের মধ্যেই। যেখানে রান্না হচ্ছে তার কয়েকটি লাইন ছেড়েই রয়েছে প্ল্যাটফর্ম। সেটাও ভাইরাল ভিডিয়োতে ধরা পড়েছে। অর্থাৎ স্টেশন চত্বরে কী ভাবে এই ঘটনা ঘটছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন, প্রত্যেকের জীবন ঝুঁকির মধ্যে। কেউ লিখেছেন, এটা নিশ্চিতভাবে প্রশাসনের গাফিলতি। কেউ আবার এই ঘটনায় রেললাইনে বসে থাকা মানুষগুলোর অসহায়তার কথা তুলে ধরে এটাকে রেলের গাফিলতি বলে কমেন্ট বক্সে উল্লেখ করেছেন। প্রত্যেকেই এই ঘটনার বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি তুলেছেন।

রেলের তরফে অবশ্য অবিলম্বে এই ঘটনার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার কথা জানানো হয়েছে। মধ্য রেলওয়ের মুম্বই শাখার ডিভিশনাল ম্যানেজার ভিডিয়োটি দেখে রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান এবং মধ্য রেলওয়ে এই বিষয়ে পদক্ষেপ করবে বলে জানান। তারপর মধ্য রেলওয়ে আরপিএফ-কে ওই মানুষগুলোকে রেললাইন থেকে সরিয়ে নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ দেয়। তারপর তাঁদের সরানো হয়েছে বলে রেলের তরফে জানানো হয়।