উপত্যকার পুরসভায় জঙ্গিহানা, হামলায় মৃত্যু পুলিশ ও কাউন্সিলরের

সুমন মহাপাত্র |

Mar 29, 2021 | 3:37 PM

জঙ্গিদের গুলিতে আরও এক পুলিশকর্মীও প্রাণ হারিয়েছেন। জঙ্গিহানার পর সেখানে ছুটে যায় নিরাপত্তারক্ষীদের বিশাল বাহিনী।

উপত্যকার পুরসভায় জঙ্গিহানা, হামলায় মৃত্যু পুলিশ ও কাউন্সিলরের
সোপোরে জঙ্গিহানা

Follow Us

শ্রীনগর: উপত্যকার একটি পুরসভায় বৈঠক চলছিল, ঠিক তখনই হামলা করে জঙ্গিরা। সোপোর (Sopore) মিউনিসিপ্যাল অফিসে জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছেন একজন পুলিশ আধিকারিক ও একজন কাউন্সিলর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মিটিংয়ের জন্য কাউন্সিলররা পৌঁছতেই সেখানে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। ঘটনাস্থলেই প্রাণ হারান রেয়াজ আহমেদ নামে এক কাউন্সিলর। গুরুতর জখম হয়েছেন আরও এক কাউন্সিলর।

জঙ্গিদের গুলিতে আরও এক পুলিশকর্মীও প্রাণ হারিয়েছেন। জঙ্গিহানার পর সেখানে ছুটে যায় নিরাপত্তারক্ষীদের বিশাল বাহিনী। ঘিরে ফেলা হয় গোটা এলাকা। সোপোরে নিরাপত্তা বাহিনীর উচ্চতর আধিকারিকরা পৌঁছেছেন। গত ৫ দিনের মধ্যে এই নিয়ে দু’বার হামলার ঘটনা ঘটল ভূস্বর্গে। কয়েক দিন আগেই শ্রীনগরে জঙ্গিহানায় শহিদ হয়েছিলেন ২ জন সিআরপিএফ জওয়ান।

সোপোরের এই ঘটনায় আহত কাউন্সিলর শামস-উদ্দিন পিরকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হামলাকারী ২ জঙ্গি স্থানীয় কোথাও লুকিয়ে থাকতে পারে বলে অনুমান নিরাপত্তারক্ষীদের। তাদের উদ্দেশে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।

আরও পড়ুন: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রীর পাসপোর্ট আবেদন অভ্যন্তরীণ সুরক্ষার প্রশ্ন!’, কেন্দ্রকে নিশানা মেহবুবার

Next Article