শ্রীনগর: উপত্যকার একটি পুরসভায় বৈঠক চলছিল, ঠিক তখনই হামলা করে জঙ্গিরা। সোপোর (Sopore) মিউনিসিপ্যাল অফিসে জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছেন একজন পুলিশ আধিকারিক ও একজন কাউন্সিলর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মিটিংয়ের জন্য কাউন্সিলররা পৌঁছতেই সেখানে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। ঘটনাস্থলেই প্রাণ হারান রেয়াজ আহমেদ নামে এক কাউন্সিলর। গুরুতর জখম হয়েছেন আরও এক কাউন্সিলর।
#Terrorists fired at Municipal Office #Sopore. In this #terror incident, police personnel Shafqat Ahmad & councillor Riyaz Ahmad got #martyred & councillor Shams-ud-din Peer got injured. Injured shifted to hospital for treatment. Area cordoned off & further details shall follow.
— Kashmir Zone Police (@KashmirPolice) March 29, 2021
জঙ্গিদের গুলিতে আরও এক পুলিশকর্মীও প্রাণ হারিয়েছেন। জঙ্গিহানার পর সেখানে ছুটে যায় নিরাপত্তারক্ষীদের বিশাল বাহিনী। ঘিরে ফেলা হয় গোটা এলাকা। সোপোরে নিরাপত্তা বাহিনীর উচ্চতর আধিকারিকরা পৌঁছেছেন। গত ৫ দিনের মধ্যে এই নিয়ে দু’বার হামলার ঘটনা ঘটল ভূস্বর্গে। কয়েক দিন আগেই শ্রীনগরে জঙ্গিহানায় শহিদ হয়েছিলেন ২ জন সিআরপিএফ জওয়ান।
সোপোরের এই ঘটনায় আহত কাউন্সিলর শামস-উদ্দিন পিরকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হামলাকারী ২ জঙ্গি স্থানীয় কোথাও লুকিয়ে থাকতে পারে বলে অনুমান নিরাপত্তারক্ষীদের। তাদের উদ্দেশে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।
আরও পড়ুন: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রীর পাসপোর্ট আবেদন অভ্যন্তরীণ সুরক্ষার প্রশ্ন!’, কেন্দ্রকে নিশানা মেহবুবার