‘প্রাক্তন মুখ্যমন্ত্রীর পাসপোর্ট আবেদন অভ্যন্তরীণ সুরক্ষার প্রশ্ন!’, কেন্দ্রকে নিশানা মেহবুবার

অগস্ট মাসের ২০১৯ সাল থেকে জম্মু কাশ্মীরের অন্যান্য নেতানেত্রীদের সঙ্গে আটক করা হয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকেও।

'প্রাক্তন মুখ্যমন্ত্রীর পাসপোর্ট আবেদন অভ্যন্তরীণ সুরক্ষার প্রশ্ন!', কেন্দ্রকে নিশানা মেহবুবার
ছবি- পিটিআই
Follow Us:
| Updated on: Mar 29, 2021 | 2:32 PM

কাশ্মীর: জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির (Mehbooba Mufti) পাসপোর্ট আবেদন খারিজ করে দিয়েছে পাসপোর্ট অফিস। সেই নিয়ে টুইটে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। পাসপোর্ট অফিস মেহবুবার আবেদন খারিজ করে জানিয়েছে, সিআইডির রিপোর্ট অনুযায়ী এটা অভ্যন্তরীণ নিরাপত্তার প্রশ্ন। এই কারণ দেখিয়ে তাঁর পাসপোর্ট আবেদন খারিজ হওয়ায় কাশ্মীরের স্বাভাবিক অবস্থায় ফিরে আসা নিয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছেন মেহবুবা।

টুইটে তিনি লিখেছেন, “পাসপোর্ট অফিস সিআইডির রিপোর্ট দেখিয়ে আমার আবেদন খারিজ করে জানিয়েছে এটি অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য ক্ষতিকর। ২০১৯ সালের অগস্ট মাসের পর থেকে কাশ্মীর সেই স্বাভাবিক অবস্থায় পৌঁছেছে যেখানে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর পাসপোর্ট আবেদন দেশের সার্বভৌমত্বে প্রশ্ন খাড়া করে দেয়।” অগস্ট মাসের ২০১৯ সাল থেকে জম্মু কাশ্মীরের অন্যান্য নেতানেত্রীদের সঙ্গে আটক করা হয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকেও। গত বছরই জেল থেকে ছাড়া পেয়েছেন তিনি।

কেন্দ্রীয় সরকার অনুচ্ছেদ ৩৭০ বাতিল করে জম্মু ও কাশ্মীরের বিষেয মর্যাদা তুলে নেওয়ার পর দাবি করেছিল সেই অঞ্চলে শান্তি ফিরে এসেছে। সেই আবহে জম্মু ও কাশ্মীরে জেলা উন্নয়ন পরিষদের অবাধ নির্বাচন হয়েছিল। যেখানে নিজেদের অস্তিত্ব প্রমাণে সফল হয়েছিল বিজেপি শিবির। ২০টি জেলায় হওয়া নির্বাচনে ৬টি জেলা উড়েছিল গেরুয়া পতাকা। জম্মুতে ভাল ফল করেছিল বিজেপি। উধমপুর, সাম্বা, কাঠুয়া, রিসায়ি-সহ মোট ৭১টি আসনে জয়লাভ করেছিল তারা।

আরও পড়ুন: Corona Cases and Lockdown News live: একদিনেই আক্রান্ত ৬৮ হাজার! মৃত্যু প্রায় ৩০০ জনের