আরও ভয়াবহ হয়ে উঠছে দেশের করোনা পরিস্থিতি। প্রায় দুই লাখ ছুঁইছুঁই দৈনিক আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৪ হাজার ৩৭২ জন। যা সর্বকালের সর্বোচ্চ সংক্রমণ। অন্যদিকে মৃতের সংখ্যাও এক লাফে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ১ হাজার ২৭ জনের। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮৪ লাখ ৩৭২। এরমধ্যে সক্রিয় রোগীর সংখ্যা ১৩ লাখ ৬৫ হাজার ৭০৪। দেশে মোট মৃতের সংখ্যা ১ লাখ ৭২ হাজার ৮৫।
সরাসরি লকডাউন ঘোষণা না করলেও কঠোর নির্দেশিকা জারি করল মহারাষ্ট্র সরকার। আগামী ১৫ দিন অবধি কেবল জরুরি পরিষেবাগুলিই চালু থাকবে বলে জানিয়েছে রাজ্য সরকার।
বিস্তারিত পড়ুন: করোনা নিয়ন্ত্রণে লকডাউন-সম নিষেধাজ্ঞা জারি মহারাষ্ট্রে, কী কী খোলা থাকবে আগামী ১৫ দিন?
নৈশ কার্ফুতে বাগ মানছে না করোনা সংক্রমণ। তাই উত্তর প্রদেশে জেলা ভিত্তিক লকডাউন জারির পরামর্শ দিল এলাহাবাদ হাইকোর্ট। আগামী ১৯ তারিখের মধ্যে আদালতকে জবাব দিতে হবে।
বিস্তারিত পড়ুন: ব্যর্থ নৈশ কার্ফু, করোনা নিয়ন্ত্রণে যোগীরাজ্যকে লকডাউনের পরামর্শ এলাহাবাদ হাইকোর্টের
করোনাকালেও আয়োজন করা হয়েছে কুম্ভ মেলার। গঙ্গায় শাহি স্নান করতে লক্ষাধিক দর্শনার্থী ভিড় জমিয়েছেন হরিদ্বারে। সামাজিক দূরত্ব সহ যাবতীয় স্বাস্থ্যবিধি শিকেয় ওঠায় বাড়ছে করোনা সংক্রমণও। দুদিনেই রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন হাজারেরও বেশি মানুষ।
বিস্তারিত পড়ুন: চলছে শাহি স্নান, সঙ্গে বাড়ছে করোনা, ২ দিনেই রাজ্যে আক্রান্ত হাজারেরও বেশি দর্শনার্থী
মঙ্গলবার দেশের ৫ রাজ্যে রেকর্ড সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশের পরিস্থিতিতে চিন্তিত কেন্দ্রীয় সরকার ৷ এই পরিস্থিতিতে সব রাজ্যের রাজ্যপালদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন উপ রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু। বুধবার সন্ধ্যা সাড়ে ছ’টায় বৈঠক।
বিস্তারিত পড়ুন: বাংলা-সহ ৫ রাজ্যে রেকর্ড সংক্রমণ! উপায় খুঁজতে রাজ্যপালদের সঙ্গে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী
চলতি বছরের এটিই সর্বোচ্চ মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণের কারণে মৃত্যু হয়েছে ১ হাজার ২৭ জনের।