e
কলকাতা: হাত গোনার দিন শেষ, এবার বাজেট ঘোষণার পালা। ভারতের মতো বৃহৎত্তর সংসারের, সাংসারিক খরচ কত পড়বে, হিসাব করছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বৃহস্পতিবার সংসদে পেশ হয়েছে ইকোনমিক সার্ভে রিপোর্ট। রবিবার অর্থাৎ পয়লা ফেব্রুয়ারিতে পেশ হবে বাজেট। টানা ন’বার সংসদে দাঁড়িয়ে বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
সংসদ সূত্রে জানা গিয়েছে, পয়লা ফেব্রুয়ারি সকাল ১১টা নাগাদ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আসন্ন ২০২৬-২৭ আর্থিক বর্ষের দিশা দেখাবেন তিনি। কোন খাতে, কত খরচ — হিসাব করা হবে সেই নিয়েও। তবে চলতি বেনজির ঘটনা হল রবিবার অর্থাৎ ছুটির দিনে পেশ হবে বাজেট। সেই উপলক্ষে খোলা থাকবে শেয়ার বাজারও।
অরুণ জেটলি অর্থমন্ত্রী হওয়ার পূর্বে বাজেট পেশ হত ফেব্রুয়ারির শেষ তারিখে। কিন্তু সময়ের সঙ্গে সেই ধারায় বদল এনেছে। বদল এনেছেন জেটলিই। মাসের শেষ তারিখ নয়, প্রথম তারিখকেই বাজেট পেশ করার জন্য নির্ধারণ করেছিলেন তিনি। সেই থেকেই প্রতিবছর পয়লা ফেব্রুয়ারি বাজেট পেশ করেন কর্তব্যরত কেন্দ্রীয় অর্থমন্ত্রী। কিন্তু এই বছর সেই পয়লা তারিখ পড়েছে রবিবার, যা আসলে ছুটির দিন। কিন্তু কেন্দ্র থেকেছে অনড়, তৈরি করতে চলেছে নজির।
অর্থনীতিবিদদের একাংশের দাবি, এ বছর পশ্চিমবঙ্গ, কেরল, অসম, তামিলনাড়ু ও পুদুচেরিতে বিধানসভা ভোট থাকা ‘জনমোহিনী’ বাজেট পেশ করবেন নির্মলা। নজর থাকবে আম-আদমির প্রতিটি পুঙ্খানুপুঙ্খ সুবিধা-অসুবিধায়। একাংশ মনে করছেন, চলতি বছরের বাজেটে গৃহঋণ নিয়ে বড় কোনও বদল ঘটাতে পারে কেন্দ্র। পরিবর্তন দেখা যেতে পারে, স্বাস্থ্য বিমা খাতেও।
ভাবছেন, এত কিছু তো আসতে চলেছে। কিন্তু এই ‘জনমোহিনী’ বাজেটে নজর রাখবেন কীভাবে? উত্তর রয়েছে এখানেই। বাজেট নিয়ে সাধারণ মানুষের মনে তৈরি সকল প্রশ্নের উত্তর দেবে টিভি৯ বাংলা। থাকবে বাজেটে সফ্ট কপি। ডাউনলোড করবেন এক ক্লিকে।
কলকাতা: হাত গোনার দিন শেষ, এবার বাজেট ঘোষণার পালা। ভারতের মতো বৃহৎত্তর সংসারের, সাংসারিক খরচ কত পড়বে, হিসাব করছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বৃহস্পতিবার সংসদে পেশ হয়েছে ইকোনমিক সার্ভে রিপোর্ট। রবিবার অর্থাৎ পয়লা ফেব্রুয়ারিতে পেশ হবে বাজেট। টানা ন’বার সংসদে দাঁড়িয়ে বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
সংসদ সূত্রে জানা গিয়েছে, পয়লা ফেব্রুয়ারি সকাল ১১টা নাগাদ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আসন্ন ২০২৬-২৭ আর্থিক বর্ষের দিশা দেখাবেন তিনি। কোন খাতে, কত খরচ — হিসাব করা হবে সেই নিয়েও। তবে চলতি বেনজির ঘটনা হল রবিবার অর্থাৎ ছুটির দিনে পেশ হবে বাজেট। সেই উপলক্ষে খোলা থাকবে শেয়ার বাজারও।
অরুণ জেটলি অর্থমন্ত্রী হওয়ার পূর্বে বাজেট পেশ হত ফেব্রুয়ারির শেষ তারিখে। কিন্তু সময়ের সঙ্গে সেই ধারায় বদল এনেছে। বদল এনেছেন জেটলিই। মাসের শেষ তারিখ নয়, প্রথম তারিখকেই বাজেট পেশ করার জন্য নির্ধারণ করেছিলেন তিনি। সেই থেকেই প্রতিবছর পয়লা ফেব্রুয়ারি বাজেট পেশ করেন কর্তব্যরত কেন্দ্রীয় অর্থমন্ত্রী। কিন্তু এই বছর সেই পয়লা তারিখ পড়েছে রবিবার, যা আসলে ছুটির দিন। কিন্তু কেন্দ্র থেকেছে অনড়, তৈরি করতে চলেছে নজির।
অর্থনীতিবিদদের একাংশের দাবি, এ বছর পশ্চিমবঙ্গ, কেরল, অসম, তামিলনাড়ু ও পুদুচেরিতে বিধানসভা ভোট থাকা ‘জনমোহিনী’ বাজেট পেশ করবেন নির্মলা। নজর থাকবে আম-আদমির প্রতিটি পুঙ্খানুপুঙ্খ সুবিধা-অসুবিধায়। একাংশ মনে করছেন, চলতি বছরের বাজেটে গৃহঋণ নিয়ে বড় কোনও বদল ঘটাতে পারে কেন্দ্র। পরিবর্তন দেখা যেতে পারে, স্বাস্থ্য বিমা খাতেও।
ভাবছেন, এত কিছু তো আসতে চলেছে। কিন্তু এই ‘জনমোহিনী’ বাজেটে নজর রাখবেন কীভাবে? উত্তর রয়েছে এখানেই। বাজেট নিয়ে সাধারণ মানুষের মনে তৈরি সকল প্রশ্নের উত্তর দেবে টিভি৯ বাংলা। থাকবে বাজেটে সফ্ট কপি। ডাউনলোড করবেন এক ক্লিকে।