Bengaluru: বিবাহিত হওয়ার পরও প্রেম, গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা যুগলের

Bengaluru: মৃতের নাম সৌমিনি দাস (২০)। তিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা। অপরজনের নাম অভিল আব্রাহাম (২৯)। তিনি কেরালার বাসিন্দা। সৌমিনি দ্বিতীয় বর্ষের ছাত্রী। অভিল একটি এজেন্সিতে কাজ করতেন। সম্প্রতি সৌমিনি নিজের বাড়িতে ফিরে আসেন।

Bengaluru: বিবাহিত হওয়ার পরও প্রেম, গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা যুগলের
আগুন লাগিয়ে আত্মহত্যা যুগলের Image Credit source: India Today
Follow Us:
| Edited By: | Updated on: Nov 08, 2023 | 7:00 AM

বেঙ্গালুরু: নার্সিং পড়তে গিয়ে বেঙ্গালুরুতে প্রেম। তবে যুবতী বিবাহিত থাকায় বাড়ছিল সমস্যা। শেষে সব রকম সমস্যা থেকে মুক্তি পেতে শেষে দুজনই একে অপরের গায়ে আগুন জ্বালিয়ে আত্মহত্যা করলেন তাঁরা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। পুলিশ ইতিমধ্য়েই অস্বাবিক মামলা রুজু করেছে।

মৃতের নাম সৌমিনি দাস (২০)। তিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা। অপরজনের নাম অভিল আব্রাহাম (২৯)। তিনি কেরালার বাসিন্দা। সৌমিনি দ্বিতীয় বর্ষের ছাত্রী। অভিল একটি এজেন্সিতে কাজ করতেন। সম্প্রতি সৌমিনি নিজের বাড়িতে ফিরে আসেন। এখানে এসে পুরো বিষয়টি শ্বশুরবাড়ি এবং তার পরিবারকে জানায়। পুলিশের অনুমান, স্ত্রীর প্রেমের বিষয়টি জানার পর সৌমিনির স্বামী এমন কোনও ঘটনা ঘটিয়েছেন যার জেরে এমন পথ বাছতে ব্যস্ত হলেন তারা।

জানা গিয়েছে, রবিবার দিন আশপাশের লোকজন দেখেন সৌমিনিদের বাড়ি থেকে আগুন জ্বলছে। দরজা ঠেলে তারা ভিতরে ঢোকেন। ততক্ষণে মৃত্যু হয়েছে ওই যুবতীর। অপরদিকে, অভিলকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে চিকিৎসকরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন।