Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

লক্ষদ্বীপের ‘অভিযুক্ত’ পরিচালককে রক্ষাকবচ হাইকোর্টের

এ দিন হাইকোর্টে আয়েশা জানান, তিনি বুঝতে পারেননি 'জৈব অস্ত্র' শব্দ ব্যবহার অপরাধ হয়ে দাঁড়াবে।

লক্ষদ্বীপের 'অভিযুক্ত' পরিচালককে রক্ষাকবচ হাইকোর্টের
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Jun 17, 2021 | 9:21 PM

তিরুবনন্তপুরম: দেশদ্রোহিতার মামলায় লক্ষদ্বীপের চিত্র পরিচালক আয়েশা সুলতানাকে (Aisha Sultana) রক্ষাকবচ দিল কেরল হাইকোর্ট। যদি পুলিশ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করতে চায়, সে কথা ভেবে আগেই আয়েশার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে রাখল কেরল হাইকোর্ট। তবে মূল জামিনের রায় এখনও জানায়নি কেরল হাইকোর্ট। তা পরবর্তীকালে জানাবে তারা।

সম্প্রতি একটি মালয়লম সংবাদমাধ্যমের বিতর্ক সভায় বিস্ফোরক অভিযোগ করেন লক্ষদ্বীপের প্রথম মহিলা পরিচালক আয়েশা সুলতানা। তিনি বলেন, “সংক্রমণের শুরুর দিকে লক্ষদ্বীপে একজনও করোনা আক্রান্ত ছিলেন না। এখন রোজদিনই ১০০ জন করে করোনা আক্রান্ত হচ্ছেন। কেন্দ্রের তরফে করোনাকে জৈব অস্ত্র হিসাবে পাঠানো হয়েছে।”

আয়েশার এই মন্তব্যের পরই বিজেপি কর্মী-সমর্থকরা পথে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। লক্ষদ্বীপের বিজেপি প্রধান সংগঠক সি আব্দুল কাদের হাজি থানায় তাঁর বিরুদ্ধে দেশদ্রোহী মন্তব্য করার অভিযোগ করেন। এর প্রেক্ষিতেই বিদ্বেষমূলক মন্তব্য ছড়ানো ও দেশদ্রোহের মামলা করা হয় আয়েশার বিরুদ্ধে। মামলা দায়ের হওয়ার পরই আয়েশা সুলতানা একটি ফেসবুক পোস্টে লেখেন, “আমার বিরুদ্ধে দেশদ্রোহীতার অভিযোগ দায়ের করা হয়েছে। তবে আমি বলতে চাই যে সত্যের জয় হবেই। আমি যেখানে জন্মেছি, সেই মাটির জন্য লড়াই চালিয়ে যাব।”

এ দিন হাইকোর্টে আয়েশা জানান, তিনি বুঝতে পারেননি ‘জৈব অস্ত্র’ শব্দ ব্যবহার অপরাধ হয়ে দাঁড়াবে। তিনি ক্ষমাপ্রার্থী। আয়েশা সুলতানা যখন এই মন্তব্য করেছিলেন, তখন নেট মাধ্যমে ঝড় উঠেছিল #সেভ লক্ষদ্বীপের। সেখানকার প্রশাসক প্রফুল্ল পটেলের বিরুদ্ধে বিতর্কিত খসড়া আইন আনার জন্য সরব হচ্ছিল বিরোধীরা।

আরও পড়ুন: অবশেষে ছাড়া পেলেন সিএএ আন্দোলনকারী নাতাশা-দেবাঙ্গনা-আসিফ