১২ পেরনো কিশোর কিশোরীদের উপর পরীক্ষামূলক টিকাকরণের অনুমোদন কোভ্যাকসিনকে

পর্যাপ্ত তথ্যের ভিত্তিতেই 'ক্লিনিক্যাল মোডে' ১২ বছরের বেশিদের উপর করোনা টিকা ট্রায়ালের অনুমতি পেল কোভ্যাকসিন।

১২ পেরনো কিশোর কিশোরীদের উপর পরীক্ষামূলক টিকাকরণের অনুমোদন কোভ্যাকসিনকে
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Jan 04, 2021 | 2:22 PM

নয়া দিল্লি: কোভ্যাকসিনের (Covaxin) অনুমোদন নিয়ে বিরোধীদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রককে। কেন তৃতীয় পর্বের ট্রায়ালের আগে অনুমোদন দেওয়া হল কোভ্যাকসিনকে, এই নিয়ে জলঘোলা করেছে কংগ্রেস। যদিও ডিসিজিআই সাফ জানিয়েছেন, ‘ক্লিনিক্যাল ট্রায়াল মোডে’ অনুমোদন পেয়েছে কোভ্যাকসিন। এবার ১২ বছরের বেশি বয়সী কিশোরদের উপর ট্রায়াল চালানোর অনুমতি পেল ভারত বায়োটেকের কোভ্যাকসিন।

এখন তৃতীয় পর্বের ট্রায়াল চালাচ্ছে ভারত বায়োটেক। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত প্রাপ্রবয়স্কদের উপর টিকাকরণের অনুমতি দিলেও পর্যাপ্ত তথ্যের ভিত্তিতে ভবিষ্যতে সব বয়সীদের উপর করোনা টিকাকরণের অনুমতি দেওয়া হবে। তৃতীয় পর্বে ১২ বছরের বেশি বয়সী কিশোরদের উপর করোনা টিকার ট্রায়াল চালিয়েছে ভারত বায়োটেক। সেখানকার পর্যাপ্ত তথ্যের ভিত্তিতেই ‘ক্লিনিক্যাল মোডে’ ১২ বছরের বেশিদের উপর করোনা টিকা ট্রায়ালের অনুমতি পেল কোভ্যাকসিন।

আরও পড়ুন: জানুয়ারিতেই প্রথম ডোজ়! ‘অদূর ভবিষ্যতে’ টিকাকরণ শুরু ভারতে

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানিয়েছেন, কোভ্যাকসিনের অনুমোদন কোভিশিল্ডের থেকে আলাদা। কোভ্যাকসিনের ক্ষেত্রে টিকাকরণ ‘ক্লিনিক্যাল ট্রায়াল মোডে’ হবে। যার অর্থ কোভ্যাকসিন পাওয়া সকলকেই ট্রায়ালের মতো পর্যবেক্ষণে রাখা হবে। কংগ্রেসর তোলা প্রশ্নের উত্তরে হর্ষ বর্ধন জানিয়েছেন, প্রোটোকল মেনেই শর্তসাপেক্ষে অনুমোদন দেওয়া হয়েছে কোভ্যাকসিনকে। পাশাপাশি তিনি এ-ও জানিয়েছেন, নতুন স্ট্রেনের উপরও কার্যকরী হবে কোভ্যাকসিন।