জানুয়ারিতেই প্রথম ডোজ়! ‘অদূর ভবিষ্যতে’ টিকাকরণ শুরু ভারতে
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানিয়েছেন, জানুয়ারি মাসেই প্রথম ডোজ় পাবেন স্বাস্থ্যকর্মীরা। প্রথম পর্বের ৩০ কোটি মানুষকে টিকা দেওয়া সম্পূর্ণ হবে ২০২১ সালের অগস্ট মাসের মধ্যেই।
নয়া দিল্লি: দেশে অনুমোদন পেয়েছে কোভিশিল্ড ও কোভ্যাকসিন। এবার করোনা (COVID) বিশেষজ্ঞ দলের প্রধান জানালেন, ‘অদূর ভবিষ্যতেই’ দেশে শুরু হবে টিকাকরণ। ইতিমধ্যেই দুই ভ্যাকসিন নির্মাতাকে দেশের ৩০ টি ভ্যাকসিন হাবের জন্য যথেষ্ট পরিমাণে ডোজ় সরবরাহের কথা জানিয়েছে ভারত সরকার। ইতিমধ্যেই কেন্দ্র জানিয়েছে, প্রথম করোনা টিকা পাবেন দেশের ৩০ কোটি নাগরিক। যাদের মধ্যে প্রথম প্রাধান্য দেওয়া হবে স্বাস্থ্যকর্মী, প্রথম সারির যোদ্ধা ও গুরুতর আক্রান্ত বয়স্কদের।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানিয়েছেন, জানুয়ারি মাসেই প্রথম ডোজ় পাবেন স্বাস্থ্যকর্মীরা। প্রথম পর্বের ৩০ কোটি মানুষকে টিকা দেওয়া সম্পূর্ণ হবে ২০২১ সালের অগস্ট মাসের মধ্যেই। নীতি আয়োগের সদস্য তথা টিকাকরণ দলের প্রধান ডঃ ভিকে পাল জানিয়েছেন, খুব শীঘ্রই করোনা টিকাকরণের তালিকা প্রকাশ করবে সরকার।
ইতিমধ্যেই দেশের সর্বত্রই করোনা টিকাকরণের ‘ড্রাই রান’ চালিয়েছে কেন্দ্র। ডঃ ভিকে পালের কথা অনুযায়ী, ‘ড্রাই রান’-এর পর টিকাকরণ শুরু হতে খুব একটা দেরি হবে না। তবে ভারত বায়োটেকের কোভ্যাকসিনের কত ডোজ় তৈরি হয়েছে! এখনও এই বিষয় স্পষ্ট নয়। তবে কোভিশিল্ড নির্মাতা সেরাম ইনস্টিটিউটের প্রধান পুনাওয়ালা অবশ্য জানিয়েছেন, সরকারের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হওয়ার ৭ থেকে ৮ দিনের মধ্যেই ৫ কোটি ডোজ় দিতে পারবেন তারা।
প্রথম পর্বের প্রথম দফায় করোনা টিকা দেওয়া হবে দেশের ৭০ লক্ষ স্বাস্থ্যকর্মীকে। ডঃ ভিকে পাল জানিয়েছেন, যত দ্রুত সম্ভব হবে টিকাকরণ। তবে তিনি এই বিষয়টাও স্পষ্ট করেই জানিয়েছেন যে স্বাস্থ্যকর্মীদের টিকাকরণ চলাকালীনই শুরু হবে প্রথম সারির যোদ্ধাদের টিকাকরণ।
আরও পড়ুন:আগে ভারত, তারপর বিদেশে রফতানি, সেরাম কর্তার বক্তব্যে টিকা নিয়ে ধন্দে বাংলাদেশ!
প্রথম পর্বের ৩০ কোটির মধ্যে টিকা পাবেন গুরুতর অসুস্থ বয়স্ক ২৬ কোটি নাগরিক। সেরাম কর্তার সাফ জানিয়েছেন, আগে ভারতে পর্যাপ্ত করোনা টিকা সরবরাহ করেই বিদেশে রফতানি হবে কোভিশিল্ডের ডোজ়।