নয়া দিল্লি: আগে কোভিশিল্ড (Covishield) মিলত ২৮ দিনের ব্যবধানে। পরবর্তীকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক করোনা টিকা নেওয়ার ক্ষেত্রে ব্যবধান বাড়িয়ে ৮ সপ্তাহ করেছিল। এ বার সিরাম প্রধান আদর পুনাওয়ালা দাবি করেছেন, কোভিশিল্ড ২-৩ মাসের ব্যবধানে নিলে কার্যকরিতা ৯০ শতাংশ হয়। এক সংবাদ মাধ্যমকে এ কথা জানিয়েছেন বিশ্বের সবচেয়ে বড় ভ্যাকসিন নির্মাতা সংস্থার প্রধান আদর পুনাওয়ালা।
এই বছরের শুরুর দিকে ল্যানসেট জার্নালে একটি গবেষণা প্রকাশিত হয়েছিল, যেখানে বিজ্ঞানীরা দাবি করেছিলেন ১ মাসের ব্যবধানে করোনা টিকা নিলে কার্যকরিতা ৭০ শতাংশ হয়। তারপর বিভিন্ন দেশের একাধিক গবেষণায় দেখা গিয়েছে, টিকার দু’টি ডোজ়ের মধ্যে ব্যবধান বাড়িয়ে ৬-৮ সপ্তাহ করলে কার্যকরিতা বাড়ে। সেই মতো কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ৮ সপ্তাহের ব্যবধানে কোভিশিল্ড দেওয়ার নির্দেশ দিয়েছে। তবে এ বার পুনাওয়ালার দাবি, একাধিক সমীক্ষায় দেখা গিয়েছে, ভ্যাকসিনের দুটি ডোজ়ের মধ্যে ব্যবধান ২-৩ মাস করলে কার্যকরিতা ৯০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
টিকার দ্বিতীয় ডোজ় যাতে ৮ সপ্তাহের মধ্যেই দেওয়া হয়, সেদিকে কড়া নজর রাখতে বলেছে কেন্দ্র। ভারতে দু’টি অনুমোদিত করোনা প্রতিষেধক রয়েছে। যার মধ্যে অ্যাস্ট্রাজ়েনেকার সহযোগে কোভিশিল্ড তৈরি করেছে অক্সফোর্ড। দেশে এই টিকা তৈরি করে সিরাম। শুধু ভারতই নয়, বিশ্বের একাধিক দেশে করোনা টিকা পাঠিয়েছে পুনাওয়ালার সংস্থা। টিকা পৌঁছেছে বাংলাদেশ, নেপাল ছাড়িয়ে কানাডাতেও।
প্রসঙ্গত, দেশের একাধিক রাজ্যে হু হু করে ছড়াচ্ছে করোনা সংক্রমণ। করোনার বাড়বাড়ন্ত রুখতে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক করে টিকাকরণে জোর দেওয়া-সহ একাধিক সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। সেই মতো প্রত্যেক রাজ্যের কাছে পৌঁছেছে চিঠি। করোনা টিকাকরণের দ্রুততা বাড়ানোর জন্য সারা এপ্রিলে ছুটির দিনেও দেশজুড়ে চলছে করোনা টিকাকরণ।
আরও পড়ুন: দুপুর ১টায় কেরল, পুদুচেরিতে ভোটের হার ৫০ শতাংশ, তামিলনাড়ুতে ভোট পড়ল মাত্র ৩৯ শতাংশ