Tamil Nadu, Kerala And Puducherry Assembly Election Live: তিন রাজ্যে শেষ হল ব্যালট যুদ্ধ, ভোট কমল তামিলনাড়ুতে

| Updated on: Apr 06, 2021 | 7:33 PM

পশ্চিমবঙ্গ ও অসমের পাশাপাশি একই দিনে কেরল, তামিলনাড়ু ও পুদুচেরিতেও চলছে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব।

Tamil Nadu, Kerala And Puducherry Assembly Election Live: তিন রাজ্যে শেষ হল ব্যালট যুদ্ধ, ভোট কমল তামিলনাড়ুতে
অলঙ্করণ: অভীক দেবনাথ।

একই দিনে দেশের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন হতে চলেছে। এরমধ্যে পশ্চিমবঙ্গ ও অসমে তৃতীয় দফার ভোটগ্রহণ পর্ব হলেও, বাকি তিন রাজ্য অর্থাৎ তামিলনাড়ু, কেরল ও পুদুচেরিতে একটি দফাতেই নির্বাচন সম্পন্ন হবে। তামিলনাড়ুতে ২৩৪টি আসনে, কেরলে ১৪০টি আসনে ও পুদুচেরিতে মোট ৩০টি আসনে ভোটগ্রহণ হবে। একদিকে, তামিলনাড়ুতে যেমন প্রধান প্রতিপক্ষ এআইএডিএমকে ও ডিএমকে। তেমনই কেরলে প্রধান দুই শিবির হল এলডিএফ ও ইউডিএফ। কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে বর্তমানে রাষ্ট্রপতি শাসন জারি থাকলেও এখানে প্রধান প্রতিপক্ষ হল কংগ্রেস ও বিজেপি জোট। নির্বাচন কমিশনের তরফে জানানো হল দিনের শেষে কেরলে ৭০.০৪ শতাংশ, পুদুচেরিতে ৭৮.১৩ শতাংশ ও তামিলনাড়ুতে মোট ৬৫.১১ শতাংশ ভোট পড়েছে।

নির্বাচনের যাবতীয় আপডেট দেখে নিন এক নজরে-

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 06 Apr 2021 07:26 PM (IST)

    Tamil Nadu Assembly Election: ৬৫ শতাংশ ভোট পড়ল তামিলনাড়ুতে

    বাকি রাজ্যের তুলনায় ভোটের হার অনেকটাই কম তামিলনাড়ুতে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, তামিলনাড়ুতে সন্ধে সাতটা অবধি মোট ৬৫.১১ শতাংশ ভোট পড়েছে।

  • 06 Apr 2021 07:23 PM (IST)

    Puducherry Assembly Election: ৭৮ শতাংশ ভোট পড়ল পুদুচেরিতে

    ৩০টি আসনে সন্ধে সাতটা অবধি মোট ৭৮.১৩ শতাংশ ভোট পড়েছে বলেই জানিয়েছে নির্বাচন কমিশন।

  • 06 Apr 2021 07:22 PM (IST)

    Kerala Assembly Election: মতদান করলেন ৭০ শতাংশ ভোটার

    কেরলে দিনের শেষে মোট ৭০.০৪ শতাংশ ভোট পড়ল।

  • 06 Apr 2021 07:18 PM (IST)

    Tamil Nadu Assembly Election: ভোট দিলেন করোনা আক্রান্ত কানিমোজি়

    ভোটের দুদিন আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন ডিএমকে সাংসদ কানিমোজ়ি। তবে ভোট দেওয়া থেকে বিরত থাকলেন না তিনি। সন্ধে ছটা থেকে সাতটা, নির্বাচন কমিশনের নির্ধারিত বিশেষ সময়েই পিপিই কিট পরে ভোট দিলেন তিনি।

  • 06 Apr 2021 06:25 PM (IST)

    Tamil Nadu Assembly Election: তামিলরাজ্যে ভোটের হার তুলনামূলক কম

    বাকি চার রাজ্যের তুলনায় তামিলনাড়ুতে ভোটের হার অনেকটাই কম। নির্বাচন কমিশনের তরফে জানা গিয়েছে, বিকেল সাড়ে পাঁচটা অবধি তামিলনাড়ুতে মোট ৬৩.৪৭ শতাংশ ভোটগ্রহণ হয়েছে।

  • 06 Apr 2021 06:22 PM (IST)

    Puducherry Assembly Election: সাড়ে পাঁচটা অবধি ভোট পড়ল ৭৭ শতাংশ

    পশ্চিমবঙ্গ, অসম ও কেরলের মতোই পুদুচেরিতেও দিনের শেষে ভোটের হার আশাতীত। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, পুদুচেরিতে মোট ৭৭.৯০ শতাংশ ভোট পড়েছে।

  • 06 Apr 2021 06:20 PM (IST)

    Kerala Assembly election: দিনের শেষে ভোট দিলেন ৬৯ শতাংশ

    গতবারের তুলনায় কিছুটা কমল ভোটের হার। কেরলে শেষবেলাতে মোট ৬৯.৯৫ শতাংশ ভোট পড়েছে বলে জানাল নির্বাচন কমিশন।

  • 06 Apr 2021 04:54 PM (IST)

    Tamil Nadu Assembly Election: উদয়নিধির নামে অভিযোগ এআইএডিএমকে-র

    বিধানসভা নির্বাচনে ভোট দিতে সকালেই বুথে হাজির হয়েছিলেন স্তালিন পুত্র উদয়নিধি। তবে সাদা শার্টে দলীয় প্রতীক থাকায় ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলল এআইএডিএমকে। শাসক দলের বাবু মুরুগাভেল এ দিন কমিশনের কাছে এ বিষয়ে অভিযোগ জানান।

  • 06 Apr 2021 03:43 PM (IST)

    Tamil Nadu Assembly Election: দৃষ্টিহীন ভোটারকে সাহায্য বুথ কর্মীদের

    ভোট কেন্দ্রে দেখা গেল মানবিক মুখ। এ দিন দুপুরে তামিলনাড়ুর ত্রীচি কেন্দ্রে ভোট দিতে আসেন এক দৃষ্টিহীন ভোটার। পরিবারের সদস্য ও বুথকর্মীরা তাঁকে মতদানে সাহায্য করে।

  • 06 Apr 2021 02:12 PM (IST)

    Tamil Nadu Assembly Election: ব্যাপক প্রচারেও ভাটা ভোটার সংখ্যায়

    পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের মধ্যে সবথেকে বেশি সংখ্যক আসন ও ভোটার সংখ্যা তামিলনাড়ুতেই। তবুও বাকি রাজ্যের তুলনায় ভোটের হার সবচেয়ে কম তামিলনাড়ুতে। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, দুপুর একটা অবধি মোট ৩৯ শতাংশ ভোট গ্রহণ হয়েছে।

  • 06 Apr 2021 02:08 PM (IST)

    Puducherry Assembly Election: দুপুরেই সম্পন্ন ৫০ শতাংশের বেশি ভোট

    ৩০টি আসনে পুদুচেরির বিধানসভা নির্বাচন হচ্ছে। সকাল থেকেই ভোটের হার আশাজনক। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, দুপুর একটা অবধি পুদুচেরিতে মোট ৫৩.৭৬ শতাংশ ভোটগ্রহণ হয়েছে। বাকি রাজ্যগুলির তুলনায় কেন্দ্র শাসিত অঞ্চলেই ভোটের হার সবচেয়ে বেশি।

  • 06 Apr 2021 02:04 PM (IST)

    Kerala Assembly Election: দুপুরে বাড়ল ভোটের শতাংশ

    কেরলেও বিধানসভা নির্বাচনে মিলছে ভোটারদের সাড়া। সকাল থেকেই ভোটারদের লম্বা লাইন দেখা গিয়েছিল বিভিন্ন কেন্দ্রে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়, দুপুর একটা অবধি কেরলে মোট ৪৭.২৮ শতাংশ ভোট পড়েছে।

  • 06 Apr 2021 12:29 PM (IST)

    Tamil Nadu Assembly Election: দুপুর ১২টা অবধি ভোট পড়ল ২২.৯২ শতাংশ

    সকাল থেকেই বুথে বুথে তারকা প্রার্থীদের ভিড় দেখা গেলেও বেলা গড়াতেই বাকি রাজ্যের তুলনায় তামিলনাড়ুতে মোট ২২.৯২ শতাংশ ভোট গ্রহণ হয়েছে বলে জানা গেল।

  • 06 Apr 2021 12:18 PM (IST)

    Puducherry Assembly Election: সকাল ১১টা অবধি ভোট পড়ল ২০ শতাংশ

    নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, সকাল ১১টা অবধি পুদুচেরিতে মোট ২০.০৭ শতাংশ ভোট পড়েছে। পুদুচেরি কেন্দ্রে ১৯.৯২ শতাংশ, কাড়াইকাল কেন্দ্রে ২০.৭০ শতাংশ, মাহেতে ১৫.৪৬ শতাংশ ও ইয়ানামে  এখনও অবধি মোট ভোটের ২৪.১৭ শতাংশ ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

  • 06 Apr 2021 11:02 AM (IST)

    Tamil Nadu Assembly Election: ভোট দিলেন বিদায়ী মুখ্যমন্ত্রী ই কে পালানিস্বামী

    বেলা গড়াতেই এড্ডাপাড্ডি কেন্দ্রে ভোট দিলেন বিদায়ী মুখ্যমন্ত্রী ইকে পালানিস্বামী।

  • 06 Apr 2021 10:58 AM (IST)

    Tamil Nadu Assembly Election: ডিএমকে-র বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানাল বিজেপি

    থাউজেন্ড লাইটস বিধানসভার বিজেপি প্রার্থী খুশবু সুন্দর বিরোধী দল ডিএমকে-র বিরুদ্ধে টাকা দিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ জানান। তিনি বলেন,"ডিএমকের কর্মীদের ভোটারদের মধ্যে টাকা বিলি করতে দেখেছি আমরা। এই বিষয়ে আমরা নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছি। ডিএমকে যেন তেন প্রকারে ভোটে জিততে চাইছে।"

  • 06 Apr 2021 10:52 AM (IST)

    Tamil Nadu Assembly Election: সাইকেল চালিয়ে ভোট দিতে এলেন অভিনেতা বিজয়

    চেন্নাইয়ের নালানকারাই কেন্দ্রে বোট দিলেন দক্ষিণী অভিনেতা বিজয়। তিনি সাইকেল চালিয়ে ভোট দিতে আসেন।

  • 06 Apr 2021 10:49 AM (IST)

    চেন্নাইয়ের ভিরুগামবাক্কাম কেন্দ্রে ভোট দিলেন পুদুচেরির উপ রাজ্যপাল তামিলিসাই সৌন্দরারাজন।

  • 06 Apr 2021 10:45 AM (IST)

    Kerala Assembly Election: ভোট দিলেন কে কে শৈলজা

    কন্নুর কেন্দ্রে ভোট দিলেন স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা। তিনি ভোট দিয়ে তিনি বলেন, "করোনা সংক্রমণের কারণে কেরলে মৃত্যুর হার ০.৪ শতাংশ। করোনা সংক্রমণ চলাকালীনও আমরা নানা সামাজিক উন্নয়নমূলক কাজ করা হয়েছে। রাজ্যের সাধারণ মানুষ তা দেখেছেন এবং সেই কারণেই আমাদের ভোট দেবেন।"

  • 06 Apr 2021 10:39 AM (IST)

    Kerala Assembly election: ভোট দিলেন বিজেপি প্রেসিডেন্ট কে সুরেন্দ্রন

    কোঝিকোড়ে মোদাকাল্লুর কেন্দ্রে ভোট দিলেন বিজেপি প্রেসিডেন্ট কে সুরেন্দ্রন ও তাঁর পরিবার।

  • 06 Apr 2021 10:34 AM (IST)

    Tamil Nadu Assembly Election: ভোট দিলেন ও পন্নিরসিলভম

    ভোট দিলেন উপ মুখ্যমন্ত্রী ও পন্নিরসিলভম। তিনি ভোট দিয়ে বেরিয়ে বলেন, "সমস্ত এনডিএ প্রার্থীরাই জয়ী হবেন। তৃতীয়বারের জন্য ফের সরকার গড়বে এআইএডিএমকে।"

  • 06 Apr 2021 10:22 AM (IST)

    Satgachhia: ভোট চলাকালীন বুথে বোমাতঙ্ক

    বুথে বোমাতঙ্ক। সাতগাছিয়া বিধানসভার অন্তর্গত নোদাখালি গ্রাম পঞ্চায়েতের আইমা এফপি স্কুলের ঘটনা। বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে এই স্কুলের ২০৫ ও ২০৬ নম্বর বুথে ভোট গ্রহণ চলছিল। সেই সময় তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতী বিজেপির লোককে মারধর করে। চার থেকে পাঁচজন বিজেপি কর্মী আহত হয় বলেও জানা গিয়েছে। চিকিৎসার জন্য তাঁদের মুচিশা গ্রামীণ হাসপাতালে নিয়ো যাওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যান সেক্টর অফিসার সহ বিশাল পুলিশ বাহিনী।

  • 06 Apr 2021 10:22 AM (IST)

    Puducherry Assembly Election: ভোট দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী

    পুুদুচেরি বিধানসভায় দলের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে না পারায় পদত্যাগ করতে হয়েছিল মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামীকে। এ দিন সকালে তিনিও ভোট দেন।

  • 06 Apr 2021 10:19 AM (IST)

    Puducherry Assembly Election: ভোট দিলেন বিজেপি সভাপতি ভি স্বামীনাথন

    পুদুচেরি বিজেপি সভাপতি তথা ল'সপেট কেন্দ্রের প্রার্থী ভি স্বামীনাথন ভোট দিলেন।

  • 06 Apr 2021 10:16 AM (IST)

    Tamil Nadu Assembly Election: ভোট দিলেন ডিএমকে নেতা স্তালিন

    সকালেই ভোট দিতে গেলেন ডিএমকে প্রেসিডেন্ট এমকে স্তালিন। তিনি তেয়নামপেটের সিয়েট কলেজে ভোট দেন। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী দুর্গা ও ছেলে উদয়নিধি স্তালিনও। এ বারের নির্বাচনে লড়ছেন উদয়নিধিও।

  • 06 Apr 2021 10:13 AM (IST)

    Kerala Assembly Election: ভোট দিলেন মুখ্য়মন্ত্রী পিনারাই বিজয়ন

    এ দিন সকালেই কন্নুর কেন্দ্রে ভোট দিতে গেলেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

  • 06 Apr 2021 10:11 AM (IST)

    Puducherry Assembly Election: ভোট দেওয়ার আগে পুজো দিলেন এনআর কংগ্রেস নেতা রঙ্গস্বামী

    পুদুচেরি বিধানসভা নির্বাচনে ইয়ানাম ও থাট্টানচাভাডি নামক দুটি আসন থেকে লড়ছেন এনআর কংগ্রেসের প্রধান এন রঙ্গস্বামী। ভোট দিতে যাওয়ার আগে এ দিন সকালে তিনি একটি মন্দিরে পুজো দেন।

  • 06 Apr 2021 10:07 AM (IST)

    Tamil Nadu Election: ভোট দিলেন পি চিদাম্বরম

    শিবগঙ্গা জেলার কান্দানুর কেন্দ্রে ভোট দিলেন কংগ্রেস নেতা পি চিদাম্বরম। ভোট দিয়ে বেরিয়ে তিনি বলেন, "আমাদের ধর্মনিরপেক্ষ জোট জয়ের জন্য প্রস্তুত। তামিলনাড়ুর মানুষ এ বার পরিবর্তন চায়।"

  • 06 Apr 2021 10:03 AM (IST)

    Tamil Nadu Assembly Election: ভোট দিলেন সুপারস্টার রজনীকান্ত

    থাউজেন্ড লাইটস বিধানসভা কেন্দ্রে ভোট দিলেন দক্ষিণের সুপারস্টার রজনীকান্ত। তাঁকে দেখতে উপচে পড়ে ভিড়।

  • 06 Apr 2021 09:54 AM (IST)

    Puducherry Assembly Election: পুদুচেরিতেও ভোট পড়ল ০.৩৮ শতাংশ

    কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে সকাল ন'টা অবধি মোট ০.৩৮ শতাংশ ভোট পড়েছে।

  • 06 Apr 2021 09:53 AM (IST)

    Tamil Nadu Assembly Election: ন'টা অবধি ভোট পড়ল ০.২৪ শতাংশ

    অসম, কেরল, পুদুচেরির পাশাপাশি তামিলনাড়ুতেও চলছে ভোটগ্রহণ পর্ব। সকাল নটা অবধি ২৩৪টি আসনে মোট ০.২৪ শতাংশ ভোট পড়েছে বলেই জানা গিয়েছে।

  • 06 Apr 2021 09:50 AM (IST)

    Kerala Assembly Election: সকাল ৯টা অবধি ভোট পড়ল ৩.২১ শতাংশ

    কেরলে সকাল থেকেই ভিড় দেখা গিয়েছিল বিভিন্ন কেন্দ্র। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে সকাল নটা অবধি কেরলে মোট ৩.২১ শতাংশ ভোট গ্রহণ হয়েছে।

  • 06 Apr 2021 09:42 AM (IST)

    Tamil Nadu Assembly Election: দুই কন্যা নিয়ে ভোট দিলেন কমল হাসান

    মক্কাল নিধি মাইয়াম দলের প্রধান কমল হাসান তাঁর দুই মেয়ে- শ্রুতি ও অক্ষরা হাসানকে নিয়ে চেন্নাইয়ের একটি স্কুলে ভোট দিলেন।

  • 06 Apr 2021 09:37 AM (IST)

    সকালেই ভোট দিলেন 'মেট্রোম্যান'

    এ দিন সকালে ভোটগ্রহণ শুরু হতেই পোন্নানি কেন্দ্রে ভোট দিলেন কেরলের বিজেপি প্রার্থী ই শ্রীধরন। ভোট দিয়ে বেরিয়ে তিনি বলেন "এই বছর বিজেপি দারুণ ফল করবে, এই বিষয়ে কোনও সন্দেহ নেই। আমি নিজেও পালাক্কাড আসন থেকে বিপুল সংখ্যক  ভোটে জয়ী হব। বিজেপিতে আমার অংশগ্রহণ দলের ভাবমূর্তিতে পরিবর্তন এনেছে।"

    BJP will have an impressive show this time, there's no doubt about it. I will win from the Palakkad constituency with a big margin. My entry into BJP has given a different image to the party: 'Metro Man' E Sreedharan, BJP candidate

Published On - Apr 06,2021 7:26 PM

Follow Us: