AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CRPF: অনলাইনে হয়েছিল নিকাহ! পাকিস্তানি মেয়েকে ‘ঘরে তুলে’ চাকরি খোয়ালেন ভারতীয় জওয়ান

CRPF: চলতি বছরের মার্চ মাসে ভিসা নিয়ে ভারতে চলে আসেন মিনাল। কিন্তু স্বল্পমেয়াদী ভিসা হওয়ায় সেই মাসের ২২ তারিখেই তার মেয়াদ শেষ হয়ে যায়। কিন্তু তারপরেও পাকিস্তানে নিজের বাড়িতে ফিরে যান না মিনাল।

CRPF: অনলাইনে হয়েছিল নিকাহ! পাকিস্তানি মেয়েকে 'ঘরে তুলে' চাকরি খোয়ালেন ভারতীয় জওয়ান
পাকিস্তানি মিনাল খান ও তাঁর ভারতীয় স্বামী মুনির Image Credit: X
| Updated on: May 03, 2025 | 10:08 PM
Share

শ্রীনগর: পাকিস্তানি মেয়ের সঙ্গে চুপিসারে বিয়ে। মাশুল গুনতে হল ভারতীয় আধাসেনা জওয়ানকে। গেল চাকরি।

সেনা সূত্রে খবর, ওই CRPF জওয়ানের নাম মুনির আহমেদ। কর্মসূত্রে তিনি জম্মু-কাশ্মীরে মোতায়েন ছিলেন। পরবর্তীতে সেখানেই মিনাল খান নামে এক পাকিস্তানি মেয়ের প্রেমে পড়ে বিয়ে করে বসেন। জানা যায়, গত বছরই সমাজমাধ্যমে আলাপচারিতার পর প্রণয়ের সম্পর্ক তৈরি হয় ভারতীয় জওয়ান মুনির ও পাকিস্তানি মেয়ে মিনালের মধ্যে। তারপর বিয়ে। যা গোটাটাই হয়েছিল অনলাইনে।

চলতি বছরের মার্চ মাসে ভিসা নিয়ে ভারতে চলে আসেন মিনাল। কিন্তু স্বল্পমেয়াদী ভিসা হওয়ায় সেই মাসের ২২ তারিখেই তার মেয়াদ শেষ হয়ে যায়। কিন্তু তারপরেও পাকিস্তানে নিজের বাড়িতে ফিরে যান না মিনাল। স্বামী CRPF এই মনবল নিয়েই থেকে যান ভারতে। যদিও তার আইনজীবী জানিয়েছেন, ওই সময়কালেই দীর্ঘ মেয়াদী ভিসার আবেদন করেছিলেন মিনাল।

পহেলগাঁও হামলার পর যখন নতুন করে বিষিয়ে গিয়েছে দুই দেশের আবহ। সাময়িক ভাবে বন্ধ হয়েছে ভারত-পাক সীমানা। ফিরে যেতে বলা হয়েছে, ভারতে আসা পাকিস্তানি নাগরিকদের। তখন কিন্তু দেশে ফেরার জন্য ওয়াঘা সীমানায় পৌঁছে যান খোদ মিনালও। কিন্তু শেষ মুহূর্তেই তাকে ভারতে থাকার অনুমতি দেয় আদালত।

মিনাল খান

কিন্তু আদালতে মিনাল স্বস্তি পেলেও, স্বস্তি পায় না তার স্বামী। মুনিরের বিরুদ্ধে তদন্তে নামে সেনা। তখনই তারা জানতে পারে যে কাউকে না জানিয়েই গোপনে পাকিস্তানি মহিলার সঙ্গে বিয়ে করেছিলেন তিনি। যা দেশের নিরাপত্তাকেও ঘুরপথে প্রশ্নের মুখে ফেলার সমান। এরপর সঙ্গে সঙ্গে উদ্বেগ প্রকাশ করে চাকরি থেকে বরখাস্ত করা হয় তাকে।