Pics: স্থলভাগে আছড়ে পড়ার আগেই মিগজাউম-এর দাপটে লণ্ডভণ্ড ৩ রাজ্য, বাতিল একাধিক ট্রেন-বিমান

Cyclone Michaung: 'মিগজাউম'-এর মোকাবিলা করতে ইতিমধ্যে অন্ধ্র ও তামিলনাড়ুর উপকূলবর্তী এলাকাগুলিতে বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন করা হয়েছে। নীচু এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। অন্ধ্র প্রদেশের ৮ জেলায় সতর্কতা জারি করা হয়েছে। এনডিআরএফ, এসডিআরএফ নামানো হয়েছে।

Pics: স্থলভাগে আছড়ে পড়ার আগেই মিগজাউম-এর দাপটে লণ্ডভণ্ড ৩ রাজ্য, বাতিল একাধিক ট্রেন-বিমান
অন্ধ্র উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'মিগজাউম'।Image Credit source: ANI
Follow Us:
| Edited By: | Updated on: Dec 05, 2023 | 12:04 PM

চেন্নাই: যত সময় এগোচ্ছে, ততই দাপট বাড়াচ্ছে সাইক্লোন ‘মিগজাউম’ (Cyclone Michaung)। যার জেরে মঙ্গলবার সকাল থেকে অন্ধ্র প্রদেশ, তামিলনাড়ু এবং পুদুচেরি উপকূলে তীব্র ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাতেও হালকা বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে। তবে সবচেয়ে খারাপ অবস্থা চেন্নাই-সহ তামিলনাড়ু ও অন্ধ্র প্রদেশের উপকূলবর্তী এলাকার। মিগজাউম-এর জেরে তামিলনাড়ুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮। অপ্রীতিকর ঘটনা এড়াতে দক্ষিণ ভারতগামী একাধিক ট্রেন ও বিমান বাতিল করা হয়েছে। অন্ধ্র প্রদেশের ৮ জেলায় সতর্কতা জারি করা হয়েছে। এদিকে, মিগজাউম মোকাবিলা সম্পর্কিত খবর নিতে ইতিমধ্যে তামিলনাড়ু, অন্ধ্র প্রদেশ ও পুদুচেরির মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।

মৌসম ভবন সূত্রে খবর, মিগজাউম ধীরে-ধীরে উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। এদিন দুপুর আড়াইটে নাগাদ অন্ধ্র উপকূল বাপাতলার কাছে মিগজাউম আছড়ে পড়বে। এখন থেকেই বাপাতলায় ঝড়ের দাপট বাড়তে শুরু করেছে। ল্যান্ডফলের সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১০০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে মৌসম ভবন। বাপাতলায় মিগজাউম-এর ল্যান্ডফল হলেও সংলগ্ন এলাকাগুলিও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

large image- flood

‘মিগজাউম’-এর মোকাবিলা করতে ইতিমধ্যে অন্ধ্র ও তামিলনাড়ুর উপকূলবর্তী এলাকাগুলিতে বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন করা হয়েছে। নীচু এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। রাস্তাঘাট, ঘরবাড়ি জলমগ্ন হওয়ার পাশাপাশি ভাসছে বিমানবন্দরও। অন্ধ্র প্রদেশের ৮ জেলায় সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলির মধ্যে রয়েছে, তিরুপতি, নেল্লোর, প্রকাসাম, বাপাতলা, কৃষ্ণা, পশ্চিম গোদাবরী, কোনাসিমা এবং কাকিনাড়া। ঘূর্ণিঝড়-বিধ্বস্ত এলাকাগুলির উপর নজরদারি এবং দুর্যোগ মোকাবিলার জন্য বিশেষ আধিকারিক নিয়োগ করেছেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি। ৩০০টি ত্রাণ শিবির খোলা হয়েছে বলে জানান তিনি।

large image- cyclone2

জলের নীচে চেন্নাই বিমানবন্দর।

অন্যদিকে, ঝড়-বিধ্বস্ত এলাকা পরিদর্শনে বেরিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে স্ট্যালিন স্বয়ং। তিনি জানান, ঘূর্ণিঝড় মোকাবিলায় সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। এনডিআরএফ, এসডিআরএফ নামানো হয়েছে।

large image- flood1