UP Cop: পুলিশের গাড়িতেই দলিত মহিলাকে ধর্ষণের অভিযোগ, ফের বিতর্কে যোগীরাজ্য
ধর্ষণে অভিযুক্ত সাব ইনস্পেক্টরকে ইতিমধ্যেই সাসপেন্ড করেছে উত্তর প্রদেশ পুলিশ। এবং ঘটনা নিয়ে ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে। ঘটনারও তদন্ত শুরু হয়েছে। যদিও অভিযুক্ত পুলিশ অফিসার পলাতক বলে জানা গিয়েছে।
প্রয়াগরাজ: দলিত মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল এক পুলিশ অফিসারের বিরুদ্ধে। পুলিশের গাড়িতে তুলে ওই মহিলাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। সম্প্রতি ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশেৎ প্রয়াগরাজ জেলায়। ধর্ষণে অভিযুক্ত সাব ইনস্পেক্টরকে ইতিমধ্যেই সাসপেন্ড করেছে উত্তর প্রদেশ পুলিশ। এবং ঘটনা নিয়ে ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে। ঘটনারও তদন্ত শুরু হয়েছে। যদিও অভিযুক্ত পুলিশ অফিসার পলাতক বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, নির্যাতিতা মহিলা ২১ সেপ্টেম্বর ঝানঘাই পুলিশ আউটপোস্টে এসেছিলেন অভিযোগ দায়ের করতে। বেশ কিছুদিন ধরে বেশ কয়েক জন যুবক ওই মহিলাকে হেনস্থা করছিলেন বলে অভিযোগ। এমনকি তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হচ্ছিল। সেই অভিযোগ করতেই থানায় এসেছিলেন ওই মহিলা। সে দিন সন্ধ্যাবেলা ওই মহিলাকে থানায় ডেকে পাঠান অভিযুক্ত পুলিশ অফিসার। অভিযুক্তদের ধরতে যাবেন বলে ওই মহিলাকে গাড়িকে উঠতে বলেন। অভিযোগ, মাঝপথে মহিলাকে মাদক মেশানো কোল্ডড্রিঙ্কস খেতে দেন অভিযুক্ত পুলিশ অফিসার। তা খেয়ে অচৈতন্য হয়ে পড়েন ওই মহিলা। এর পর পুলিশের গাড়ির মধ্যেই তাঁকে পুলিশ অফিসার ধর্ষণ করেন বলে অভিযোগ।
ঘটনা নিয়ে প্রয়াগরাজ পুলিশের অন্দরেই ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। অভিযুক্ত পুলিশ অফিসারকে সাসপেন্ডের পাশাপাশি তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ১২০(বি) ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। যদিও অভিযুক্তকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। তিনি পলাতক বলে জানানো হয়েছে পুলিশের তরফে। ঘটনা নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে উত্তর প্রদেশ পুলিশ।