India-Pakistan Conflict: ‘সন্ত্রাসের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ব’,ভারতকে আশ্বাস আমেরিকার, ৩ সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে রাজনাথ

India-Pakistan War: এরপরই রাজস্থান সীমান্তে ব্ল্যাকআউটের করা হয়। ভারতের উপরে যখন চোরের মতো হামলা চালাচ্ছে পাকিস্তান, ঠিক সেই সময় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে জরুরি বৈঠকে বসলেন তিন বাহিনীর প্রধান।

India-Pakistan Conflict: সন্ত্রাসের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ব,ভারতকে আশ্বাস আমেরিকার, ৩ সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে রাজনাথ
ফাইল ছবিImage Credit source: PTI

| Edited By: অবন্তিকা প্রামাণিক

May 08, 2025 | 11:04 PM

নয়া দিল্লি:  কাপুরুষের মতে ফের হামলা চালাচ্ছে পাকিস্তান। সেনা ছাউনিগুলি লক্ষ্য বারাবর আঘাত হানার চেষ্টা করছে তারা। সন্ধে নামতেই জম্মুর আকাশে ৫ থেকে ৭টি বিস্ফোরণের আওয়াজ শোনা গিয়েছে। শুধু তাই নয়, জম্মুর পাশাপাশি আজ  কুপওয়ারাতেও পরপর গুলির শব্দ শোনা গিয়েছে। এরপরই রাজস্থান সীমান্তে ব্ল্যাকআউটের করা হয়। ভারতের উপরে যখন চোরের মতো হামলা চালাচ্ছে পাকিস্তান, ঠিক সেই সময় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে জরুরি বৈঠকে বসলেন তিন বাহিনীর প্রধান। পাশাপাশি বিদেশ মন্ত্রীর সঙ্গে ফোনে কথা মার্কিন বিদেশ সচিবের।

জানা যাচ্ছে, বৃহস্পতিবার রাতে একের পর এক জায়গায় হামলা চালানোর পরই তড়িঘড়ি পরিস্থিতি বুঝে বৈঠকে বসেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তাঁর সঙ্গে এ দিনের মিটিংয়ে উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রধান অনিল চৌহান, সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, নৌ বাহিনীর প্রধান দীনেশ ত্রিপাঠী ও বায়ু সেনার প্রধান এপি সিং। পাশাপাশি মার্কিন বিদেশ সচিব ফোনে কথা বলেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ভারতের সঙ্গে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। কাঁধে কাঁধে মিলিয়ে লড়াই বার্তা দিয়েছে।

এ দিকে, পাকিস্তান হামলা চালালেও ভারতে লাগাতার তার যোগ্য জবাব দিয়েছে। আকাশ ও স্থলপথে একযোগে হামলা চালাচ্ছে। এবার পাল্টা জবাব দিচ্ছে ভারতও। লাহোর, ইসলামাবাদ, সিয়ালকোটে পাল্টা মিসাইল হামলা চালাচ্ছে ভারত। বাহাওয়ালপুরের সেনা ক্য়াম্পেও হামলা চালানো হয়েছে।