Delhi vote: আড়াই দশক পর দিল্লির মসনদে বিজেপি? নাকি ফের ‘পহলে আপ’? শনিতে নজর সবার
Delhi vote: বুধবার ভোটগ্রহণ শেষে বেশিরভাগ বুথফেরত সমীক্ষায় বিজেপিকে এগিয়ে রাখা হয়েছে। দিল্লিতে সরকার গড়তে ৩৬ জন বিধায়কের সমর্থন দরকার। বিজেপি সেই সংখ্যা পেরিয়ে যাবে বলে বেশিরভাগ বুথফেরত সমীক্ষা জানিয়েছে।

নয়াদিল্লি: একটা দল ২০১৪ সাল থেকে দিল্লিতে ক্ষমতায় রয়েছে। অন্য দলটি ২৬ বছর আগে দিল্লির মসনদ হারিয়েছে। ২০২৫-র নির্বাচনে জিতে দিল্লিতে সরকার গড়বে কারা? বিজেপি নাকি আপ? লড়াইয়ে কি টিকে থাকতে পারবে কংগ্রেস? আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা। শনিবার সকাল থেকে ভোটগণনা শুরু হবে। কার দিকে পাল্লা ঝুঁকবে, তার আভাস পাওয়া যাবে গণনা শুরুর কয়েকঘণ্টা পর থেকে।
দিল্লিতে মোট ভোটার সংখ্যা দেড় কোটির বেশি। বুধবার (৫ ফেব্রুয়ারি) এক দফায় দিল্লির ৭০টি আসনে ভোটগ্রহণ হয়েছে। শেষপর্যন্ত ভোট পড়েছে ৬০.৪২ শতাংশ। কোনও ভোটকেন্দ্রেই পুনর্নির্বাচন হয়নি। শনিবার সকাল ৮টা থেকে ভোটগণনা শুরু হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, প্রায় ৫ হাজার ভোটকর্মী ভোটগণনার সঙ্গে যুক্ত থাকবেন। ৭০টি কেন্দ্রে মোট ৬৯৯ জন প্রার্থীর ভাগ্য শনিবার নির্ধারণ হবে।
২০১৪ সাল থেকে দিল্লিতে ক্ষমতায় রয়েছে আম আদমি পার্টি (আপ)। লোকসভা নির্বাচনের ফল যাই হোক, বিধানসভা নির্বাচনে আপকেই ‘পহলে’ রেখেছে দিল্লিবাসী। অন্যদিকে, ১৯৯৮ সালের ডিসেম্বরে দিল্লি থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর আর সেখানে সরকার গড়তে পারেনি বিজেপি।
তবে বুধবার ভোটগ্রহণ শেষে বেশিরভাগ বুথফেরত সমীক্ষায় বিজেপিকে এগিয়ে রাখা হয়েছে। দিল্লিতে সরকার গড়তে ৩৬ জন বিধায়কের সমর্থন দরকার। বিজেপি সেই সংখ্যা পেরিয়ে যাবে বলে বেশিরভাগ বুথফেরত সমীক্ষা জানিয়েছে। এখন দেখার, বুথফেরত ফেরত সমীক্ষার পূর্বাভাস মেলে নাকি দিল্লিতে ফের ‘পহলে আপ’ থাকে। কয়েকঘণ্টার মধ্যে সেই উত্তর পাওয়া যাবে।





