জোড়া গাড়িতে বিস্ফোরণ। মৃত্যু একাধিক নিরীহ মানুষের। দিল্লির লালকেল্লার ঘটনায় কাউকে যে রেয়াত করা হবে না সেই হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এবার দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সেই এক কথা বললেন। এই ঘটনার সঙ্গে যে যে জড়িত রয়েছে প্রত্যেককে বের করতে হবে খুঁজে-খুঁজে।
বিস্তারিত পড়ুন: ‘প্রতিটি কালপ্রিটকে খুঁজে বের করতে হবে’, বৈঠকে বার্তা শাহের
দিল্লি বিস্ফোরণের পর তৎপর প্রশাসন। বুধবার বিকেল সাড়ে ৫টায় বৈঠকে বসবে নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভার কমিটি।
সূত্রের খবর, সোমবার দুপুর ৩টে ১৯ মিনিট নাগাদ ‘ঘাতক’ গাড়িটি লালকেল্লা সংলগ্ন পার্কিং লটে এসে দাঁড়ায়। এরপর টানা তিন ঘণ্টা সেখানেই ওঁত পেতে দাঁড়িয়েছিল গাড়িটি। এরপর শুরু হয় রেইকি পর্ব।
বিস্তারিত পড়ুন: আটঘাট বেঁধে জায়গা নির্বাচন? সোমের বিস্ফোরণে লালকেল্লাই ছিল ‘প্রাইম টার্গেট’?
দিল্লির বিস্ফোরণের পর বন্ধ রাখা হচ্ছে লালকেল্লা। আপাতত তিনদিনের জন্য ঐতিহ্যবাহী লালকেল্লা পুরোপুরি বন্ধ থাকছে।
কাশ্মীর, ফরিদাবাদ, সাহারানপুর থেকে একের পর এক গ্রেফতারি। বিপুল বিস্ফোরক, অস্ত্র উদ্ধারের ঘটনাই ইঙ্গিত দিচ্ছিল বড়সড় নাশকতার ছক কষেছে জঙ্গিরা। টেরর মডিউলের খোঁজ আগে থেকে মিললেও আটকানো গেল না জঙ্গি হামলা! লালকেল্লা বিস্ফোরণের নেপথ্যে উঠে আসছে কাশ্মীর যোগ।
দিল্লি বিস্ফোরণের ঘটনায় জড়িত গাড়ি ভাবাচ্ছে পুলিশকে। সূত্রের খবর, এই গাড়ির রেজিস্ট্রেশনে নাম রয়েছে হরিয়ানার বাসিন্দা মহম্মদ সলমনের। সোমবার রাতেই তাঁকে আটক করেছে পুলিশ। কিন্তু জিজ্ঞাসাবাদ পর্বে তিনি জানিয়েছেন, দেড় বছর আগেই এই গাড়ি বিক্রি করে দিয়েছেন তিনি। আপাতত তিন হাত ঘুরে সন্দেহভাজন গাড়ি পৌঁছেছে পুলওয়ামার তারিকের কাছে।
বিস্তারিত পড়তে ক্লিক করুন: তিন হাত ঘুরে পৌঁছেছে পুলওয়ামার তারিকের কাছে! দিল্লির বিস্ফোরণে নজরে জনৈক সলমনের গাড়ি
মঙ্গলবার ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকের জন্মদিন ও একটি জলবিদ্যুৎ প্রকল্প উদ্বোধনের জন্য ‘ড্রাগনের দেশে’ রওনা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কিন্তু দিল্লির বিস্ফোরণের জেরে সেই সফর বাতিল হতে পারে বলেই মনে করছেন একাংশ। মোদীর ভুটান সফর ঘিরে প্রশাসনিক মহলেও তৈরি হয়েছে অনিশ্চয়তা।
দক্ষিণেশ্বরে চলছে নাকা চেকিং
দিল্লিতে লালকেল্লার সামনে গাড়িতে বিস্ফোরণের পর পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় নজরদারি আরও বাড়ানো হয়েছে। সব থানাকে সতর্ক করেছে লালবাজার। আবার এদিন রাতে দেখা যায়, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত দক্ষিণেশ্বরে গাড়িগুলিতে নাকা চেকিং করছে পুলিশ। হাওড়া স্টেশনেও নজরদারি বাড়ানো হয়।
প্রথমে হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর পৌঁছে যান দিল্লিতে লালকেল্লার কাছে বিস্ফোরণস্থলে। এনএসজি-র তরফে স্বরাষ্ট্রমন্ত্রীকে বিস্তারিত জানানো হচ্ছে। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা।
সোমবার সন্ধ্যায় মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরার কথা ছিল তাঁর। লালকেল্লা স্টেশনের ১ নম্বর গেটেই ছিলেন তিনি। আচমকা বীভৎস শব্দ। তাঁর চোখের সামনেই দাউদাউ করে জ্বলতে থাকে সব। রাস্তার ওপার থেকে ছুটে আসেন ওই ব্যক্তি।
বিস্তারিত পড়ুন: ‘রাস্তা থেকে দুটো আধখানা দেহ তুললাম… গাড়িটায় ছিল ওরা ৪ জন’, নিজে চোখে দেখেছেন সবটা
দিল্লির লালকেল্লার মেট্রোর কাছে ভয়াবহ বিস্ফোরণ। ধোঁয়ায় ঢেকে গোটা এলাকা। চারদিকে ছড়িয়ে দেহাংশ। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, এখনও পর্যন্ত মৃত বেড়ে দশ। ইতিমধ্যেই জানা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। জানা যাচ্ছে, দিল্লি পুলিশ কমিশনারের থেকে প্রাথমিক রিপোর্ট নিয়েছেন তিনি। পাশাপাশি তিনি গোয়েন্দা ব্যুরো প্রধান ও এনএসজি, এনআইএ এবং ফরেন্সিক বিশেষজ্ঞদের সঙ্গেও কথা বলেছেন তিনি।
বিস্তারিত পড়ুন: PM Modi with Amit Shah: দিল্লিতে বিস্ফোরণ, শাহের কাছে ফোন গেল মোদীর, শোকপ্রকাশ মমতারও
একরাশ আতঙ্ক নিয়ে তিনি বলছেন, “আমি তখন ছাদে দাঁড়িয়েছিলাম। তখনই খুব জোরে আওয়াজটা শুনতে পাই। আকাশে একটা বড়সড় আগুনের গোলা উঠে যেতে দেখি। গোটা এলাকা একেবারে দুলে ওঠে। শোনা মাত্রই ছুটে নিচে নেমে এসেছিলাম।”
বিস্তারিত পড়ুন: ‘যেন একটা মিসাইল আকাশ থেকে এসে ফাটল’, লালকেল্লায় দাঁড়িয়ে বলছেন প্রত্যক্ষদর্শী
প্রত্যক্ষদর্শীরা বলছেন, যে জায়গায় বিস্ফোরণ হয়েছে, সন্ধ্যার পর সেখানে তিলধারণের জায়গা থাকে না। তাই মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।
বিস্তারিত পড়ুন: ছড়িয়ে-ছিটিয়ে আছে দেহাংশ! দিল্লির বিস্ফোরণে অন্তত ৯ জনের মৃত্যু, আহত বহু
জনবহুল জায়গায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পার্কিং লটের বাইরে রয়েছে বাড়ি ও দোকান। ব্যস্ত সময়ে পার্কিং লটে ভিড় থাকাটা স্বাভাবিক। সেই জায়গায় বিস্ফোরণের ঘটনা ঘটেছ। তাই মৃত্যুর আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আহত হয়েছেন অনেকে। তাঁদের নিয়ে যাওয়া হচ্ছে দিল্লির লোকনায়ক হাসপাতালে।
Multiple casualties have been brought to the LNJP hospital due to the blast near Gate No 1 of Red Fort Metro Station, sources tell ANI. pic.twitter.com/W8f6AFn60m
— ANI (@ANI) November 10, 2025
BREAKING
Explosion in a car near Red Fort, Delhi. More details awaited. pic.twitter.com/agWSAfi4px
— KrishnaKant Tiwari (@krishnakantt15) November 10, 2025
সোমবার সকালে হরিয়ানার ফরিদাবাদে অভিযান চালিয়ে জম্মু-কাশ্মীর পুলিশ বিপুল বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার করে। উত্তর প্রদেশের সাহারানপুর থেকে ডঃ আদিল আহমেদ রাঠের নামক এক কাশ্মীরী চিকিৎসককে গ্রেফতার করা হয়েছিল। তাঁর সূত্র ধরেই এদিন দিল্লির অদূরে অভিযান চালানো হয়।
সেখান থেকেই জম্মু-কাশ্মীর পুলিশ উদ্ধার করে ৩৫০ কেজি অ্য়ামোনিয়াম নাইট্রেট, একটি একে-৪৭ সহ একাধিক অস্ত্রশস্ত্র। এই ঘটনায় নাশকতার আশঙ্কা তৈরি হয়। আর সন্ধ্যায় বিস্ফোরণ ঘিরে ছড়াল উত্তেজনা।
Explosion reported in a car near Gate No. 1 of Lal Qila Metro Station in Delhi. Fire tenders rushed to the spot #LalQila #Delhi pic.twitter.com/HTxVFGfu9n
— Hemant Rajaura (@hemantrajora_) November 10, 2025
দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ। লালকেল্লার কাছে জোড়া গাড়িতে বিস্ফোরণ। মেট্রো স্টেশনের কাছে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে পরপর পাঁচটি গাড়িতে আগুন লেগে যায়। কোনও দুর্ঘটনার জেরে যে এই বিস্ফোরণ নয়, তা বোঝা যাচ্ছে। তবে মূল কারণ এখনও স্পষ্ট নয়।
সোমবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে পার্কিং লটে দুটি গাড়ি দাঁড়িয়েছিল। সেগুলিতেই বিস্ফোরণ ঘটে। স্টেশনের ১ নম্বর গেটে আগুন ধরে গিয়েছে। সম্প্রতি দেশের একাধিক জায়গা থেকে বিস্ফোরক উদ্ধার হয়েছে। দেশ জুড়ে যে একটা নাশকতার ছক কষা হচ্ছিল, তা গত কয়েকদিনেই অনুমান করেছিলেন গোয়েন্দারা। আর এবার ভর সন্ধ্যায় খাস দিল্লিতেই বিস্ফোরণ।
জোড়া গাড়িতে বিস্ফোরণ। মৃত্যু একাধিক নিরীহ মানুষের। দিল্লির লালকেল্লার ঘটনায় কাউকে যে রেয়াত করা হবে না সেই হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এবার দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সেই এক কথা বললেন। এই ঘটনার সঙ্গে যে যে জড়িত রয়েছে প্রত্যেককে বের করতে হবে খুঁজে-খুঁজে।
বিস্তারিত পড়ুন: ‘প্রতিটি কালপ্রিটকে খুঁজে বের করতে হবে’, বৈঠকে বার্তা শাহের
দিল্লি বিস্ফোরণের পর তৎপর প্রশাসন। বুধবার বিকেল সাড়ে ৫টায় বৈঠকে বসবে নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভার কমিটি।
সূত্রের খবর, সোমবার দুপুর ৩টে ১৯ মিনিট নাগাদ ‘ঘাতক’ গাড়িটি লালকেল্লা সংলগ্ন পার্কিং লটে এসে দাঁড়ায়। এরপর টানা তিন ঘণ্টা সেখানেই ওঁত পেতে দাঁড়িয়েছিল গাড়িটি। এরপর শুরু হয় রেইকি পর্ব।
বিস্তারিত পড়ুন: আটঘাট বেঁধে জায়গা নির্বাচন? সোমের বিস্ফোরণে লালকেল্লাই ছিল ‘প্রাইম টার্গেট’?
দিল্লির বিস্ফোরণের পর বন্ধ রাখা হচ্ছে লালকেল্লা। আপাতত তিনদিনের জন্য ঐতিহ্যবাহী লালকেল্লা পুরোপুরি বন্ধ থাকছে।
কাশ্মীর, ফরিদাবাদ, সাহারানপুর থেকে একের পর এক গ্রেফতারি। বিপুল বিস্ফোরক, অস্ত্র উদ্ধারের ঘটনাই ইঙ্গিত দিচ্ছিল বড়সড় নাশকতার ছক কষেছে জঙ্গিরা। টেরর মডিউলের খোঁজ আগে থেকে মিললেও আটকানো গেল না জঙ্গি হামলা! লালকেল্লা বিস্ফোরণের নেপথ্যে উঠে আসছে কাশ্মীর যোগ।
দিল্লি বিস্ফোরণের ঘটনায় জড়িত গাড়ি ভাবাচ্ছে পুলিশকে। সূত্রের খবর, এই গাড়ির রেজিস্ট্রেশনে নাম রয়েছে হরিয়ানার বাসিন্দা মহম্মদ সলমনের। সোমবার রাতেই তাঁকে আটক করেছে পুলিশ। কিন্তু জিজ্ঞাসাবাদ পর্বে তিনি জানিয়েছেন, দেড় বছর আগেই এই গাড়ি বিক্রি করে দিয়েছেন তিনি। আপাতত তিন হাত ঘুরে সন্দেহভাজন গাড়ি পৌঁছেছে পুলওয়ামার তারিকের কাছে।
বিস্তারিত পড়তে ক্লিক করুন: তিন হাত ঘুরে পৌঁছেছে পুলওয়ামার তারিকের কাছে! দিল্লির বিস্ফোরণে নজরে জনৈক সলমনের গাড়ি
মঙ্গলবার ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকের জন্মদিন ও একটি জলবিদ্যুৎ প্রকল্প উদ্বোধনের জন্য ‘ড্রাগনের দেশে’ রওনা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কিন্তু দিল্লির বিস্ফোরণের জেরে সেই সফর বাতিল হতে পারে বলেই মনে করছেন একাংশ। মোদীর ভুটান সফর ঘিরে প্রশাসনিক মহলেও তৈরি হয়েছে অনিশ্চয়তা।
দক্ষিণেশ্বরে চলছে নাকা চেকিং
দিল্লিতে লালকেল্লার সামনে গাড়িতে বিস্ফোরণের পর পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় নজরদারি আরও বাড়ানো হয়েছে। সব থানাকে সতর্ক করেছে লালবাজার। আবার এদিন রাতে দেখা যায়, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত দক্ষিণেশ্বরে গাড়িগুলিতে নাকা চেকিং করছে পুলিশ। হাওড়া স্টেশনেও নজরদারি বাড়ানো হয়।
প্রথমে হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর পৌঁছে যান দিল্লিতে লালকেল্লার কাছে বিস্ফোরণস্থলে। এনএসজি-র তরফে স্বরাষ্ট্রমন্ত্রীকে বিস্তারিত জানানো হচ্ছে। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা।
সোমবার সন্ধ্যায় মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরার কথা ছিল তাঁর। লালকেল্লা স্টেশনের ১ নম্বর গেটেই ছিলেন তিনি। আচমকা বীভৎস শব্দ। তাঁর চোখের সামনেই দাউদাউ করে জ্বলতে থাকে সব। রাস্তার ওপার থেকে ছুটে আসেন ওই ব্যক্তি।
বিস্তারিত পড়ুন: ‘রাস্তা থেকে দুটো আধখানা দেহ তুললাম… গাড়িটায় ছিল ওরা ৪ জন’, নিজে চোখে দেখেছেন সবটা
দিল্লির লালকেল্লার মেট্রোর কাছে ভয়াবহ বিস্ফোরণ। ধোঁয়ায় ঢেকে গোটা এলাকা। চারদিকে ছড়িয়ে দেহাংশ। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, এখনও পর্যন্ত মৃত বেড়ে দশ। ইতিমধ্যেই জানা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। জানা যাচ্ছে, দিল্লি পুলিশ কমিশনারের থেকে প্রাথমিক রিপোর্ট নিয়েছেন তিনি। পাশাপাশি তিনি গোয়েন্দা ব্যুরো প্রধান ও এনএসজি, এনআইএ এবং ফরেন্সিক বিশেষজ্ঞদের সঙ্গেও কথা বলেছেন তিনি।
বিস্তারিত পড়ুন: PM Modi with Amit Shah: দিল্লিতে বিস্ফোরণ, শাহের কাছে ফোন গেল মোদীর, শোকপ্রকাশ মমতারও
একরাশ আতঙ্ক নিয়ে তিনি বলছেন, “আমি তখন ছাদে দাঁড়িয়েছিলাম। তখনই খুব জোরে আওয়াজটা শুনতে পাই। আকাশে একটা বড়সড় আগুনের গোলা উঠে যেতে দেখি। গোটা এলাকা একেবারে দুলে ওঠে। শোনা মাত্রই ছুটে নিচে নেমে এসেছিলাম।”
বিস্তারিত পড়ুন: ‘যেন একটা মিসাইল আকাশ থেকে এসে ফাটল’, লালকেল্লায় দাঁড়িয়ে বলছেন প্রত্যক্ষদর্শী
প্রত্যক্ষদর্শীরা বলছেন, যে জায়গায় বিস্ফোরণ হয়েছে, সন্ধ্যার পর সেখানে তিলধারণের জায়গা থাকে না। তাই মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।
বিস্তারিত পড়ুন: ছড়িয়ে-ছিটিয়ে আছে দেহাংশ! দিল্লির বিস্ফোরণে অন্তত ৯ জনের মৃত্যু, আহত বহু
জনবহুল জায়গায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পার্কিং লটের বাইরে রয়েছে বাড়ি ও দোকান। ব্যস্ত সময়ে পার্কিং লটে ভিড় থাকাটা স্বাভাবিক। সেই জায়গায় বিস্ফোরণের ঘটনা ঘটেছ। তাই মৃত্যুর আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আহত হয়েছেন অনেকে। তাঁদের নিয়ে যাওয়া হচ্ছে দিল্লির লোকনায়ক হাসপাতালে।
Multiple casualties have been brought to the LNJP hospital due to the blast near Gate No 1 of Red Fort Metro Station, sources tell ANI. pic.twitter.com/W8f6AFn60m
— ANI (@ANI) November 10, 2025
BREAKING
Explosion in a car near Red Fort, Delhi. More details awaited. pic.twitter.com/agWSAfi4px
— KrishnaKant Tiwari (@krishnakantt15) November 10, 2025
সোমবার সকালে হরিয়ানার ফরিদাবাদে অভিযান চালিয়ে জম্মু-কাশ্মীর পুলিশ বিপুল বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার করে। উত্তর প্রদেশের সাহারানপুর থেকে ডঃ আদিল আহমেদ রাঠের নামক এক কাশ্মীরী চিকিৎসককে গ্রেফতার করা হয়েছিল। তাঁর সূত্র ধরেই এদিন দিল্লির অদূরে অভিযান চালানো হয়।
সেখান থেকেই জম্মু-কাশ্মীর পুলিশ উদ্ধার করে ৩৫০ কেজি অ্য়ামোনিয়াম নাইট্রেট, একটি একে-৪৭ সহ একাধিক অস্ত্রশস্ত্র। এই ঘটনায় নাশকতার আশঙ্কা তৈরি হয়। আর সন্ধ্যায় বিস্ফোরণ ঘিরে ছড়াল উত্তেজনা।
Explosion reported in a car near Gate No. 1 of Lal Qila Metro Station in Delhi. Fire tenders rushed to the spot #LalQila #Delhi pic.twitter.com/HTxVFGfu9n
— Hemant Rajaura (@hemantrajora_) November 10, 2025
দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ। লালকেল্লার কাছে জোড়া গাড়িতে বিস্ফোরণ। মেট্রো স্টেশনের কাছে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে পরপর পাঁচটি গাড়িতে আগুন লেগে যায়। কোনও দুর্ঘটনার জেরে যে এই বিস্ফোরণ নয়, তা বোঝা যাচ্ছে। তবে মূল কারণ এখনও স্পষ্ট নয়।
সোমবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে পার্কিং লটে দুটি গাড়ি দাঁড়িয়েছিল। সেগুলিতেই বিস্ফোরণ ঘটে। স্টেশনের ১ নম্বর গেটে আগুন ধরে গিয়েছে। সম্প্রতি দেশের একাধিক জায়গা থেকে বিস্ফোরক উদ্ধার হয়েছে। দেশ জুড়ে যে একটা নাশকতার ছক কষা হচ্ছিল, তা গত কয়েকদিনেই অনুমান করেছিলেন গোয়েন্দারা। আর এবার ভর সন্ধ্যায় খাস দিল্লিতেই বিস্ফোরণ।