Arvind Kejriwal: ফের কেজরীবালকে তলব ইডি-র, দিল্লির মুখ্যমন্ত্রীর ‘ভবিষ্যৎ’ নিয়ে জল্পনা
ED: তবে আগামিকাল, ১৯ ডিসেম্বর ইন্ডিয়া জোটের বৈঠক রয়েছে দিল্লিতে। সেদিন থেকে ১০ দিনের বিশেষ কর্মসূচির ঘোষণা করেছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরীবাল। এর মধ্যেই কেজরীবালকে ইডি তলব করেছে। যা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
নয়া দিল্লি: ফের ইডি-র সমনের মুখে অরবিন্দ কেজরীবাল। আবগারি দুর্নীতি মামলাতেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালকে তলব করেছে ইডি। আগামী বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর তাঁকে ইডি-র সদর দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই নিয়ে দ্বিতীয়বার দিল্লির মুখ্যমন্ত্রীকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
এর আগে গত ২ নভেম্বর আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরীবালকে তলব করেছিল ইডি। কিন্তু, সেই সময়ে তিনি মধ্য প্রদেশের নির্বাচনী প্রচারে ব্যস্ত ছিলেন। ফলে সেদিন ইডি-র দফতরে হাজিরা দিতে পারবেন না বলে চিঠি দিয়ে জানান আপ সুপ্রিমো। পাশাপাশি তাঁকে ইডি-র তলব করার বিষয়টি বেআইনি ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও কেন্দ্রের বিরুদ্ধে সরব হন কেজরীবাল। তবে এবার তিনি ইডি-র ডাকে সাড়া দেবেন কিনা তা এখনও স্পষ্ট করেননি।
তবে আগামিকাল, ১৯ ডিসেম্বর ইন্ডিয়া জোটের বৈঠক রয়েছে দিল্লিতে। সেদিন থেকে ১০ দিনের বিশেষ কর্মসূচির ঘোষণা করেছেন কেজরীবাল। এর মধ্যেই ইডি-র তলব বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
প্রসঙ্গত, দিল্লির আবগারি দুর্নীতি মামলায় কেজরীবালের ডেপুটি মণীশ সিসোদিয়া এবং আপ সাংসদ সঞ্জয় সিংহকে আগেই গ্রেফতার করেছে ইডি। এরপর গত ১৬ এপ্রিল একই মামলায় অরবিন্দ কেজরীবালকে ৯ ঘণ্টা ধরে জেরা করে সিবিআই। এর উপর ইডি-র সমন পাঠানোয় তাঁর রাজনৈতিক ‘ভবিষ্যৎ’ জল্পনা শুরু হয়েছে। ইতিমধ্যে কেজরীবাল গ্রেফতার হলে জেল থেকে সরকার চালানো উচিত কিনা, সে বিষয়ে দিল্লিবাসীর মতামত জানতে স্বাক্ষর গ্রহণ অভিযান শুরু করেছিল আপ। স্বাভাবিকভাবেই কেজরীবাল তথা দিল্লি সরকারের ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।