Doctors Hunger Strike: ‘পাশে আছি’, কালো রিবন বেঁধে, নির্জলা অনশনে দিল্লির চিকিৎসকরাও

ঈপ্সা চ্যাটার্জী |

Oct 09, 2024 | 11:45 AM

Doctors Protest: কলকাতার চিকিৎসকদের সমর্থন জানাতেই প্রতিবাদে সামিল হচ্ছেন দিল্লির মৌলানা আজাদ মেডিক্যা কলেজের চিকিৎসকরা। তাঁরা আজ একদিনের অনশন করবেন। সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত অনশন চলবে। সারাদিন জলও পান করবেন না বলেই জানিয়েছেন চিকিৎসকরা।

Doctors Hunger Strike: পাশে আছি, কালো রিবন বেঁধে, নির্জলা অনশনে দিল্লির চিকিৎসকরাও
আমরণ অনশনে কলকাতার চিকিৎসকরা। (ফাইল ছবি)
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি: উৎসবের মাঝেও প্রতিবাদে মুখর তিলোত্তমা। একদিকে যেখানে প্যান্ডেলে প্যান্ডেলে দর্শনার্থীদের ঢল নামছে, সেখানেই ১০ দফা দাবি নিয়ে ধর্মতলায় আমরণ অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা। তাদের সমর্থন জানাতে মঙ্গলবার আরজি কর হাসপাতালের ৫০ সিনিয়র ডাক্তার গণইস্তফা দেন। আজ গণইস্তফার হুঁশিয়ারি দিয়েছেন কলকাতা মেডিক্যাল কলেজের চিকিৎসকরাও। এবার কলকাতার প্রতিবাদী চিকিৎসকদের পাশে দেশের অন্য় প্রান্তের চিকিৎসকরাও। রাজধানীতে আজ একদিনের অনশনে বসছেন একাধিক মেডিক্যাল কলেজের চিকিৎসকরা। বিকেলে মোমবাতি মিছিলেরও আয়োজন করা হয়েছে।

কলকাতার চিকিৎসকদের সমর্থন জানাতেই প্রতিবাদে সামিল হচ্ছেন দিল্লির মৌলানা আজাদ মেডিক্যা কলেজের চিকিৎসকরা। তাঁরা আজ একদিনের অনশন করবেন। সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত অনশন চলবে। সারাদিন জলও পান করবেন না বলেই জানিয়েছেন চিকিৎসকরা।

পাশাপাশি গুরু তেজ বাহাদুর হাসপাতালের চিকিৎসকরা আজ কালো রিবন বেঁধে কলকাতার এই আন্দোলনে সমর্থন জানাবেন। এইমস-র রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, কলকাতার চিকিৎসকদের প্রতিবাদকে সমর্থন জানাতে আজ সন্ধে ৬টায় একটি মোমবাতি মিছিলের আয়োজন করা হয়েছে।

Next Article