Manish Sisodia: জামিন পেলেন না দিল্লির প্রাক্তন মন্ত্রী মণীশ সিসোদিয়া

আবগারি নীতি মামলায় ধৃত মণীশ সিসোদিয়ার জামিন খারিজ করে দিল দিল্লির স্পেশাল সিবিআই আদালত।

Manish Sisodia: জামিন পেলেন না দিল্লির প্রাক্তন মন্ত্রী মণীশ সিসোদিয়া
মণীশ সিসোদিয়া। ফাইল ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 31, 2023 | 4:56 PM

নয়া দিল্লি: জামিন মিলল না দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী মণীশ সিসোদিয়ার (Manish Sisodia)। শুক্রবার ফের আবগারি নীতি মামলায় ধৃত মণীশ সিসোদিয়ার জামিন খারিজ করে দিল দিল্লির স্পেশাল সিবিআই আদালত। জামিনের আবেদন খারিজ করে এদিন মণীশ সিসোদিয়াকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিলেন রাউস অ্যাভিনিউ কোর্টের (Rouse Avenue Court) বিচারক এম.কে নাগপাল। আগামী ৫ এপ্রিল পর্যন্ত মণীশ সিসোদিয়াকে বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন তিনি।

আদালত সূত্রে জানা গিয়েছে, দিল্লির আবগারি দুর্নীতি মামলায় ধৃত মণীশ সিসোদিয়ার ED হেফাজতের মেয়াদ শেষ হয় গত ২২ মার্চ। তারপর সিসোদিয়ার আইনজীবী মক্কেলের জামিনের আবেদন করেন দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে। জামিনের আবেদনপত্রে মণীশ সিসোদিয়ার আইনজীবীব জানান, তাঁর মক্কেলকে এতদিন ধরে হেফাজতে রেখেও গোয়েন্দারা তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ প্রমাণ করতে পারেননি। পুরো মামলাটাই সাজানো বলেও দাবি জানান তিনি। কিন্তু, তাঁর সেই আবেদনও কার্যত ধোপে টিকল না। আদালত ২৪ মার্চ পর্যন্ত রায়দান স্থগিত রাখার কথা জানায়। তারপর এদিন রাউস অ্যাভিনিউ কোর্টের বিচারক এম.কে নাগপাল মণীশ সিসোদিয়ার জামিনের আবেদন খারিজ করে দেন এবং তাঁকে ৫ দিনের বিচারবিভাগীয় হেফাজত দেন।

প্রসঙ্গত, দিল্লির আবগারি দুর্নীতি মামলায় জড়িত থাকার অভিযোগে গত ২৬ ফেব্রুয়ারি গ্রেফতার হয়েছেন কেজরীবাল সরকারের তৎকালীন ডেপুটি মণীশ সিসোদিয়া। কয়েক দফায় তাঁর বাড়ি ও অফিসে তল্লাশি চালানোর পর ২৬ ফেব্রুয়ারি CBI গোয়েন্দারা তাঁকে গ্রেফতার করেন। তারপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-ও এই মামলার তদন্তে নামে এবং সিবিআই ও ইডি দফায় দফায় মণীশ সিসোদিয়াকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালায়। গত ২২ মার্চ তাঁর ইডি হেফাজত শেষে পুনরায় সিবিআই মণীশ সিসোদিয়াকে হেফাজতে নেওয়ার আবেদন জানায়। অন্যদিকে, মক্কেলের জামিনের আবেদন জানান সিসোদিয়ার আইনজীবী। অবশেষে দু-পক্ষেরই আবেদন খারিজ করে দিয়ে সিসোদিয়াকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিল রাউস অ্যাভিনিউ কোর্ট।