নয়া দিল্লি: রাজধানীতে বিনামূল্যে রেশন প্রকল্পের মেয়াদ আরও ছয় মাস বাড়িয়ে দিলেন অরবিন্দ কেজরিওয়াল। তিনি জানিয়েছেন, দেশে মুদ্রাস্ফীতি এখন সর্বোচ্চ শিখরে রয়েছে। অনেকেরই পেটে দুই বেলার খাবার জুটছে না। করোনা অতিমারির কারণে কাজ হারিয়েছেন অনেকে। এই সব দিক বিবেচনা করে বর্তমানের কঠিন পরিস্থিতিতে বিনামূল্যে রেশন প্রকল্পের মেয়াদ আরও ছয় মাস বাড়িয়ে দিয়েছে দিল্লি সরকার।
এর পাশপাশি, গোটা দেশের জন্য যে বিনামূল্যে রেশন প্রকল্প কেন্দ্রের তরফে চালু করা হয়েছে, সেটিরও মেয়াদ যাতে আরও ছয় মাস বাড়ানো হয়, সেই অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিও পাঠিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। উল্লেখ্য গতকালই কেন্দ্রীয় খাদ্য সচিব সুধাংশু পাণ্ডে এক সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন, আপাতত প্রধানমন্ত্রী গরিব কল্যান অন্ন যোজনার (PMGKAY) মেয়াদ নতুন করে বাড়ানোর কোনও পরিকল্পনা নেই কেন্দ্রে। তারপরেই কেজরিওয়ালের দিল্লিতে ৬ মাসের জন্য বিনামূল্যে রেশন প্রকল্পের মেয়াদ বাড়ানোর ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
কেন্দ্রীয় খাদ্য সচিবের বক্তব্য ছিল, দেশের অর্থনীতি এখন অনেকটাই চাঙ্গা হচ্ছে। এই পরিস্থিতিতে এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী গরিব কল্যান অন্ন যোজনার মেয়াদ বাড়ানোর কোনও প্রস্তাব নেই। এর আগে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অবশ্য ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী গরিব কল্যান অন্ন যোজনার মেয়াদ হোলি পর্যন্ত বাড়ানো হবে। কিন্তু কেন্দ্রীয় খাদ্য সচিবের কথায় তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছে না।
উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে মুখ থুবড়ে পড়া অর্থনীতিতে দেশবাসীর পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী গরিব কল্যান অন্ন যোজনার মাধ্যমে খাদ্য সুরক্ষা নিশ্চিত করতে চেয়েছিলেন নরেন্দ্র মোদী। এই প্রকল্পের আওতায় জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনে যে যে উপভোক্তা রয়েছেন, তাঁদের প্রত্যেককে প্রতি জন পিছু পাঁচ কেজি অতিরিক্ত খাদ্য শস্য দেওয়ার কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী।
এদিকে রাজনৈতিক দিক থেকে দেখতে গেলে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এখন নজর দিয়েছেন ভোটমুখী পঞ্জাবে। পঞ্জাবে কংগ্রেসের বিরুদ্ধে নির্বাচনী ময়দানে নামবে ‘কেজরি অ্যান্ড কোং’। কিছুদিন আগেই পঞ্জাবে গিয়ে অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করে এসেছেন, ক্ষমতায় এলে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দেবেন তিনি।
একই সঙ্গে তাঁর প্রতিশ্রুতি, পঞ্জাবে ক্ষমতায় এলে পুরানো আইন সংশোধন করা হবে এবং অপ্রয়োজনীয় সমস্ত আইন বাতিল করা হবে। আম আদমির সরকার গঠন হলে, এমন এক সিস্টেম তৈরি করা হবে যেখানে শিল্পগুলিকে সরকারের পিছনে ঘুরে ঘুরে সময় নষ্ট করার দরকার পড়বে না। সেই সময়টা ব্যবসায়ীরা নিজেদের ব্যবসায় বিনিয়োগ করতে পারবেন। এই পরিস্থিতিতে পঞ্জাববাসীর অবশ্যই নজর থাকছে কেজরির গতিবিধির উপর। আর দিল্লিতে এই বিনামূল্যে রেশন প্রকল্পের মেয়াদ আরও ছয় মাস বাড়িয়ে দেওয়ায় পঞ্জাবে অনেকটাই সুবিধা পেতে পারেন কেজরিওয়াল।
আরও পড়ুন : Delhi Air Pollution : সিগারেটের ধোঁয়ার থেকেও ক্ষতিকর রাজধানীর বাতাস, কমছে দিল্লিবাসীর আয়ু