দ্বিতীয় ঢেউ সামলে তৃতীয় ঢেউ রোখার চেষ্টায় দিল্লি, কী পদক্ষেপ কেজরীর?

আনলক নির্দেশিকার সঙ্গে এ দিন তৃতীয় ঢেউর বিরুদ্ধে পদক্ষেপের কথাও জানান তিনি।

দ্বিতীয় ঢেউ সামলে তৃতীয় ঢেউ রোখার চেষ্টায় দিল্লি, কী পদক্ষেপ কেজরীর?
ফাইল চিত্র।

|

Jun 05, 2021 | 3:02 PM

নয়া দিল্লি: দ্বিতীয় ঢেউয়ে বেসামাল হয়েছিল দিল্লি (Delhi)। রোজ প্রাণ হারিয়েছেন শ’য়ে শ’য়ে মানুষ। কড়া লকডাউন করে কোনওরকমে দৈনিক আক্রান্তর সংখ্যা কমেছে দিল্লিতে। আক্রান্তের সংখ্যা কমলেও এখনও কমেনি মৃত্যু। তার মধ্যেই তৃতীয় ঢেউয়ের বিরুদ্ধে লড়াই শুরু করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। আনলক নির্দেশিকার সঙ্গে এ দিন তৃতীয় ঢেউর বিরুদ্ধে পদক্ষেপের কথাও জানান তিনি।

কোন ছকে তৃতীয় ঢেউ লড়বে দিল্লি?

১.  তৃতীয় ঢেউ মোকাবিলার জন্য দু’টি কমিটি গড়েছে দিল্লি সরকার। আইসিইউ বেড ও ওষুধের জোগানেও দ্রুততা আনার কাজ চলছে বলে জানান কেজরীবাল। তিনি বলেন, “একদিনে সর্বোচ্চ ৩৭ হাজার জন করোনা আক্রান্ত হতে পারেন, সেই হিসেবেই তৃতীয় ঢেউর প্রস্তুতি চলছে।”

২. দিল্লিতে জিনোম সিকোয়েন্স হবে। কোন স্ট্রেনের বাড়বাড়ন্ত হচ্ছে, তার খেয়াল রাখতে দিল্লিতে দু’টি জিনোম সিকোয়েন্সিং হাব তৈরি হবে।

৩. অক্সিজেন সঙ্কট মেটাতে ২৫টি অক্সিজেন ট্যাঙ্কার কিনবে দিল্লি। কারণ এখন কেজরীবালের হাতে নিজস্ব কোনও অক্সিজেন ট্যাঙ্কার নেই।

৪. ২ মাসের মধ্যে ৬৪টি অক্সিজেন প্ল্যান্ট ও ৪২০ টনের অক্সিজেন স্টোরেড ক্যাপাসিটি তৈরি করবে দিল্লি।

৫. রাজধানীর জন্য ১৫০ টন অক্সিজেন তৈরি করবে ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড।

৬. একাধিক অক্সিজেন কনসান্ট্রেটর ও ৬ হাজার অক্সিজেন সিলিন্ডার কিনছে দিল্লি।

৭. তৃতীয় ঢেউয়ে শিশুরা আক্রান্ত হতে পারে, তাই আগে থেকেই শিশুদের জন্য আইসিইউ তৈরি করছে দিল্লি।

৮. চিকিৎসকদের নিয়ে একটি উপদেষ্টা প্য়ানেল তৈরি করছে দিল্লি।

আরও পড়ুন: টুইটারকে ‘শেষ নোটিস’ কেন্দ্রের, নিয়ম না মানলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি