Anubrata Mondal: পুজোয় ‘ছুটি’ পাচ্ছেন না অনুব্রত, চারদিন কাটবে তিহাড়েই
Anubrata Mondal: এবারও দুর্গাপুজো তিহাড়েই কাটছে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের। জামিন এখনও অধরা তাঁর। দিল্লির রাউস এভিনিউ আদালত আজও তাঁর জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। ইডির মামলায় কেষ্ট মণ্ডলের জেল হেফাজতের মেয়াদ বেড়েছে।
নয়াদিল্লি: এই বছরের পুজোতেও জেলেই থাকতে হচ্ছে অনুব্রত মণ্ডলকে। গত বছরের রাখি পূর্ণিমাতে গ্রেফতার হয়েছিলেন। গতবারের দুর্গাপুজোটাও জেলেই কেটেছে কেষ্টর। আর এবারও দুর্গাপুজো তিহাড়েই কাটছে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের। জামিন এখনও অধরা তাঁর। দিল্লির রাউস এভিনিউ আদালত আজও তাঁর জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। ইডির মামলায় কেষ্ট মণ্ডলের জেল হেফাজতের মেয়াদ বেড়েছে। আগামী ৩০ অক্টোবর পর্যন্ত তিহাড় জেলেই থাকতে হবে তাঁকে।
এদিন নিজের আইনজীবীদের থেকে সুপ্রিম কোর্টে জামিন মামলা কী অবস্থায় রয়েছে, সেই বিষয়েও খোঁজখবর নেন অনুব্রত মণ্ডল। সিবিআই-এর করা মামলায় জামিন চেয়ে ইতিমধ্যেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন গরু পাচার মামলায় গ্রেফতার কেষ্ট মণ্ডল। সূত্রের খবর, শীর্ষ আদালত শুনানির জন্য মামলা গ্রহণ করেছে শুনে কিছুটা সন্তোষ প্রকাশ করেন তিনি। সিবিআই-এর মামলায় জামিনের আবেদনের শুনানি পুজোর আগেই হবে জেনে কিছুটা স্বস্তি বোধ করছেন তিনি। আইনজীবীদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে পরামর্শ করার জন্য আদালতে আবেদন করার জন্যই তিনি আইনজীবীদের বলেছেন বলে জানা যাচ্ছে।
এদিকে কেষ্টহীন বীরভূমে পঞ্চায়তে নির্বাচন পরবর্তী সময়ে তৃণমূলের অন্দরে দাপট বেড়েছে কাজল শেখের। এদিন সেই নিয়েও সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে। তবে এই নিয়ে আজ কোনও উত্তর করেননি তিনি।
বৃহস্পতিবার আদালত চত্বরে হুইল চেয়ারে বসিয়েই নিয়ে আসা হয়েছিল কেষ্ট মণ্ডলকে। তাঁর শারীরিক অবস্থার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে, হুইল চেয়ারে বসেই ঘাড় নেড়ে জানালেন শরীর ঠিক আছে। এরপরই কাজল শেখের বিষয়ে প্রশ্ন করা হয়। কিন্তু তাতে কোনও উত্তর না দিয়েই হুইল চেয়ারে বসে বেরিয়ে যান তিনি।