নয়া দিল্লি: কড়া লকডাউনের সুফল পেয়েছে দিল্লি (Delhi), দৈনিক আক্রান্ত ২৫ হাজার থেকে নেমে এসেছে ১ হাজারে। গত সপ্তাহেই লকডাউনের মেয়াদ বাড়ানোর সময় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল (Arvind Kejriwal) জানিয়েছিলেন, ক্রমাগত আক্রান্তের সংখ্যা হ্রাস পেলে দিল্লিতে আনলক পর্ব শুরু হবে। সেই কথা মতোই আগামী সোমবার থেকে রাজধানীতে আনলক (Unlock) পর্ব শুরুর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
এ দিন মুখ্যমন্ত্রী কেজরীবাল বলেন, “আনলক করার সময় এসেছে। করোনার ভয়ে মানুষকে ক্ষুধায় মরতে দেওয়া যাবে না। আজ রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের সঙ্গে বৈঠক হয়েছে। গত এক মাসে আমরা লকডাউনের মাধ্যমে সংক্রমণ নিয়ন্ত্রণে যে সুবিধা পেয়েছি, তা যেন নষ্ট না হয়ে যায়, সেই কারণে ধীরে ধীরে সমস্ত পরিষেবা আগের মতো স্বাভাবিক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবকিছুকে মানিয়ে চলতে হবে আমাদের।”
মুখ্যমন্ত্রী জানান, আনলক পর্বের সিদ্ধান্ত নেওয়ার প্রধান কারণ হল দিনমজুরেরা। তাঁদের রোজগার প্রতিদিনের কাজের উপর নির্ভর করে। আনলক শুরু না হলে এদের না খেয়ে মরতে হবে।
আগামী সপ্তাহের সোমবার থেকে শিল্পাঞ্চলে উৎপাদন প্রক্রিয়া শুরু হবে বলে জানান মুখ্যমন্ত্রী। একই সঙ্গে নির্দিষ্ট ক্ষেত্রে নির্মাণ কাজের সঙ্গে যুক্ত শ্রমিকদেরও কাজের অনুমতি দেওয়া হয়েছে। কেজরীবাল জানান, প্রতি সপ্তাহে রাজ্যবাসী ও বিশেষজ্ঞদের মতামত নিয়েই ধীরে ধীরে এই আনলক প্রক্রিয়া চালু রাখা হবে। যদি সংক্রমণের সংখ্যা বাড়ে, তবে আনলক প্রক্রিয়া স্থগিত করে দেওয়া হবে। সুতরাং সকলের উচিত সতর্কতা অবলম্বন করে কোভিড বিধি মেনে চলা।
আরও পড়ুন: কেজরীবালের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ, কেন্দ্রকে চিঠি লিখলেন প্রহ্লাদ পটেল