AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ঘণ্টা দেড়েক অক্সিজেন নেই, কাতরাতে কাতরাতে রোগী মৃত্যু হাসপাতালে

হাসপাতালের আধিকারিকরা দিল্লি হাইকোর্টকে জানিয়েছেন. ১২ টা ৪৫ মিনিটে সেখানে অক্সিজেন শেষ হয়ে যায়। অক্সিজেন আসে দেড়টায়।

ঘণ্টা দেড়েক অক্সিজেন নেই, কাতরাতে কাতরাতে রোগী মৃত্যু হাসপাতালে
ফাইল চিত্র
| Updated on: May 01, 2021 | 4:23 PM
Share

নয়া দিল্লি: দেশ করোনা (COVID) সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত। একেবারে ভেঙে গিয়েছে স্বাস্থ্য পরিকাঠামো। অক্সিজেনের পর্যাপ্ত জোগান নেই। অক্সিজেনের অভাবে শ্বাস নিতে না পেরে প্রাণ হারাচ্ছেন রোগীরা। এরকম একাধিক ঘটনার সাক্ষী থাকছে দেশ। কয়েকদিন আগেই রাজধানীতে অক্সিজেনের অভাবে রোগী মৃত্যু হয়েছিল। অক্সিজেনের অভাবে পঞ্জাবের অমৃতসরেও প্রাণ হারিয়েছিলেন অনেকে। এ বার ফের রোগী মৃত্যুর ঘটনা রাজধানীতে। জানা গিয়েছে, সেখানে প্রায় ৮০ মিনিট অক্সিজেনের জোগান ছিল না। তার ফলেই এক চিকিৎসক-সহ একাধিক রোগী প্রাণ হারিয়েছেন।

হাসপাতালের আধিকারিকরা দিল্লি হাইকোর্টকে জানিয়েছেন, ১২ টা ৪৫ মিনিটে সেখানে অক্সিজেন শেষ হয়ে যায়। অক্সিজেন আসে দেড়টায়। মাঝখানে ৮০ মিনিট অক্সিজেনের কোনও জোগান ছিল না। দিল্লির বত্রা হাসপাতালের আধিকারিকরা ১২ টা ১ মিনিট নাগাদ কোর্টকে জানান, তাদের অক্সিজেন শেষ হয়ে যাচ্ছে। হাসপাতাল সূত্রে খবর, দিল্লি সরকার চেষ্টা করেও সঠিক সময়ে অক্সিজেন পৌঁছে দিতে পারেনি। ফলস্বরূপ প্রাণ হারাতে হল বেশ কয়েকজনকে।

এর ঠিক ১ সপ্তাহ আগে ২৪ এপ্রিল এই হাসপাতালেই অক্সিজেন সেষ হয়ে গিয়েছিল। পরে দিল্লি সরকার অক্সিজেন পৌঁছে দেয়। উল্লেখ্য, দিল্লিতে অক্সিজেনের প্রচুর চাহিদা। কিন্তু পর্যাপ্ত জোগান নেই প্রাণবায়ুর। ফলে একেবারে বিধ্বস্ত হয়ে গিয়েছে স্বাস্থ্য পরিকাঠামো। খোদ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল কয়েকদিন আগে অক্সিজেনের আবেদন করে দেশের সব মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছিলেন। লাগাতার অক্সিজেনের জোগান সংক্রান্ত শুনানি চলছে দিল্লি হাইকোর্টে। দিল্লি সরকার ও কেন্দ্র, উভয়েই হাইকোর্টের ভর্ৎসনার মুখে পড়েছে।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৪ লক্ষ ১ হাজার ৯৯৩ জন। যা এখনও অবধি একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। একদিনেই মৃত্যু হয়েছে ৩৫২৩ জনের। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ কোটি ৯১ লক্ষ ৬৪ হাজার ৯৬৯-এ। এরমধ্যে ১ কোটি ৫৬ লক্ষ ৮৪ হাজার ৪০৬ মানুষ সুস্থ হয়ে উঠেছেন। মোট মৃত্যু হয়েছে ২ লক্ষ ১১ হাজার ৮৩৫ জনের। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৩২ লক্ষ ৬৮ হাজার ৭১০।

আরও পড়ুন: সুপ্রিম কোর্টের ভর্ৎসনার পরেও নির্দিষ্ট দিনে পঞ্চায়েত ভোট গণনা যোগীরাজ্যে